নাগপুর, 25 জানুয়ারি: ফের সামনে এল নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ৷ এবার অকুস্থল মহারাষ্ট্রের নাগপুর ৷ সাভনার তালুকের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে দু'জন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ৷ নাবালিকা স্কুল শেষে হেঁটে বাড়ি যাওয়ার সময় তার পরিচিত দুই যুবক তাকে গাড়িতে করে বাড়ি নামানোর নামে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের নাম অখিল ওরফে আক্কি মহাদেব ভঙ্গে এবং পবন বিঠল ভাসাকাভারে ৷
জানা গিয়েছে, অভিযুক্তরা নির্যাতিতা ছাত্রীর পরিচিত ৷ মাসদু'য়েক আগে অভিযুক্তদের সঙ্গে নাবালিকার বন্ধু পরিচয় করিয়ে দেয় তাঁকে। এরপরে প্রায়শই তাদের একে ওপরের সঙ্গে দেখা হতো ৷ মঙ্গলবার স্কুলের পর নির্যাতিতা হেঁটে বাড়ি ফিরছিল ৷ তখন অভিযুক্ত অখিল মহাদেব ভঙ্গে এবং পবন ভাসাকাওয়ারে একটি গাড়ি নিয়ে আসে সেখানে । অভিযুক্তরা নাবালিকাকে বলে যে তারা তার বাড়ির দিকেই যাচ্ছে ৷ তাদের সঙ্গে নাবালিকাকে যেতে বলে ৷ তারা তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা জানান ৷ এই বলে দুজনেই তাকে গাড়িতে তুলে নেয় ।
সূত্রের খবর, নাবালিকা তাদের চেনে বলে গাড়িতে বসে যায় । এরপর গাড়িটিকে মেয়েটির বাড়ির দিকে নিয়ে না-গিয়ে অন্য জায়গায় যায় ৷ সরাসরি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । অভিযুক্তরা দশম শ্রেণির ছাত্রীকে সরাসরি খাপা মার্গের কোডেগাওয়ার কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে । অভিযুক্ত আক্কি মহাদেব ভঙ্গে এবং পবন বিঠল ভাসাকাভারেকে গ্রেফতার করেছে পুলিশ (Two accused arrested in class ten girl Gangrape case) ।
আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণ করে ভিডিয়ো পোস্ট সোশাল মিডিয়ায়, মুম্বইয়ে গ্রেফতার 3 নাবালক
এর আগে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছিল ৷ যেখানে অপ্রাপ্তবয়স্ক তিনজনে মিলে ধর্ষণ করে তাঁকে বলে জানা গিয়েছিল ৷ এমনকী ধর্ষণের ভিডিয়ো করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয় ৷ যুবতী শৌচালয়ে যাচ্ছিলেন সেই সময় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছিল (Mumbai Gang Rape Case) ৷