মন্দিরবাজার, 8 ফেব্রুয়ারি: গাড়ির ভিতরে বাঁঁধা চালকের হাত, গাড়ি ছুটছে দুরন্ত গতিতে, স্থানীয়দের চোখে পড়ল সেই ঘটনা। এরপর সিনেমার কায়দায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল অপহরণকারীরা। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে।
ঘটনার সূত্রপাত মালদার কালিয়াচক মোড়ে। সেখান থেকেই তিন ব্যক্তি একটি স্করপিয়ো ভাড়া করে। সেই স্করপিয়োতে চেপে তারা শিয়ালদহ স্টেশনের কাছে আসে। এরপর গাড়ির চালককে ভোজালি দেখিয়ে তারা চালকের হাত থেকে চাবি কেড়ে নেয়। চালককে প্রাণে মারার হুমকি দিয়ে তার হাত, পা, মুখ বেঁধে পাশের আসনে বসিয়ে দিয়ে অপহরণকারীদের একজন গাড়ি চালাতে শুরু করে। এ সময় গাড়ির গতিপথও পরিবর্তন করে তারা। এক সময় অপহরণকারীরা দক্ষিণ বিষ্ণুপুরের কাছে এসে ঢোলাহাট যাওয়ার রাস্তা হারিয়ে ফেলে। তখনই অপহরণকারীদের সমস্যা সৃষ্টি হয়।
গাড়ির কাচ খুলে স্থানীয় বাসিন্দাদের তারা রাস্তা জিজ্ঞাসা করতে গেলে গাড়ির মধ্যে হাত পা বাঁধা এক ব্যক্তিকে দেখতে পেয়ে গাড়ির পথ আটকান এলাকাবাসী। সেই সময় গাড়ির পিছনে বসে থাকা দুই অপহরণকারী পালিয়ে যায়। ধরা পড়ে যায় একজন।
![The abducted driver was rescued by malda police, one Arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/theabducteddriverwasrescuedbymandirbazarpolicearrest1_08022021155036_0802f_1612779636_14.jpg)
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্ক, বিক্ষোভ উপভোক্তাদের
এরপর মন্দিরবাজার থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে, পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম বুদ্ধদেব সাহা (36)। উদ্ধার হওয়া গাড়ি চালককের নাম দিলীপ মণ্ডল (50)। স্করপিয়োটিকে মন্দিরবাজার থানায় নিয়ে আসা হয়েছে।