ETV Bharat / crime

Sexual Harassment: বাংলা থেকে মুম্বইয়ে মডেলিং করতে গিয়ে লালসার শিকার কিশোরী ! - মডেলিং

বাংলা থেকে মুম্বইয়ে (Mumbai) মডেলিং করতে গিয়ে 17 বছরের কিশোরীর (Minor Girl) যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার হওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগের তির মুম্বইয়ের একটি পরিবারের বাবা ও 2 ছেলের বিরুদ্ধে ৷

Sexual harassment of minor girl who went to Mumbai from Bengal for modeling
বাংলা থেকে মুম্বইয়ে মডেলিং করতে গিয়ে বাবা-2 ছেলের লালসার শিকার কিশোরী !
author img

By

Published : Oct 18, 2021, 4:29 PM IST

মুম্বই, 18 অক্টোবর: মডেলিং-এ কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে বাংলা থেকে মুম্বই (Mumbai) পাড়ি দিয়েছিল 17 বছরের এক কিশোরী (Minor Girl) ৷ তবে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ৷ তাকে লাগাতার যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অভিযোগ দায়েরের পরও সে ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ ৷ যদিও মুম্বই হাইকোর্টে অভিযুক্তের দাবি, ওই মেয়েটি প্রাপ্তবয়স্ক ও তাঁরা স্বামী-স্ত্রী ৷

মডেলিং নিয়ে কেরিয়ার শুরু করতে চেয়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিল ওই কিশোরী ৷ সাকিনাকা এলাকায় তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয় ৷ কিশোরীর অভিযোগ, তাকে সাহায্য করার প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাকে যৌন হেনস্থা করেছে ৷ মুম্বই হাইকোর্টের শীর্ষ আইনজীবী নবীন চোমলের অভিযোগ, অভিযুক্ত একটি ভিডিয়ো তৈরি করেছিল ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরীকে যৌন হেনস্থা করছে ওই ব্যক্তি ৷ সে সেই ভিডিয়ো কিশোরীর দাদাকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে ৷

এরই মধ্যে আইনজীবী চোমল অভিযোগ দায়ের করেন যে, ওই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে তিনি আবেদন করেন যাতে, আদালত পুলিশকে নির্দেশ দেয় ওই কিশোরীকে খুঁজে বের করে আদালতে হাজির করার জন্য ৷ বিচারপতি নীতিন জামদার ও বিচারপতি সারং কোটওয়ালের বেঞ্চে পিটিশনটি দাখিল করা হয় ৷ পিটিশনে বলা হয়, নিখোঁজ কিশোরীর বয়স 17 বছর, সে পশ্চিমবঙ্গ থেকে মুম্বই গিয়েছিল মডেলিং-এর কাজ করতে ৷ অভিযুক্ত শামশুল্লাহ চৌধুরির সঙ্গে তার আলাপ হয় ৷ অভিযোগ, নাবালিকার উপর লাগাতার যৌন নির্যাতন চালিয়েছে শামশুল্লাহ, তার ভাই রমজান চৌধুরি ও তাদের বাবা জৈনুল্লাহ চৌধুরি ৷ শামশুল্লা পেশায় একজন আইনজীবী এবং তার বাবা স্থানীয় এমআইএম নেতা ৷

আরও পড়ুন: Woman Raped : তেহট্টে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ

দিনকয়েক আগে মেয়েটির নিখোঁজ মামলা হয় আদালতে ৷ তবে শামশুল্লাহের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন তাঁর আইনজীবী রিজওয়ান মার্চেন্ট ৷ তিনি আদালতে কিশোরীর আধার কার্ড দেখিয়ে দাবি করেন যে, মেয়েটির বয়স 19 ৷ অর্থাৎ সে সাবালিকা ৷ শুধু তাই নয়, আদালতে মেয়েটিকে নিয়ে হাজির হয়ে অভিযুক্ত দাবি করেন যে, তাঁরা স্বামী-স্ত্রী ৷ কাজেই চোমলের আর এই নিয়ে পিটিশন দাখিল করার কোনও মানেই হয় না ৷ আইনজীবী চোমল মেয়েটির আত্মীয়ও নন ৷

আরও পড়ুন : Bengal Anchor Raped: পটনার হোটেলে বাংলার সঞ্চালিকাকে গণধর্ষণ , গর্ভনিরোধক খাইয়ে খুনের হুমকি

এই যুক্তি দেখিয়ে পিটিশন খারিজ করে দেওয়ার আর্জি জানান অভিযুক্তের আইনজীবী ৷ তবে তাঁর তীব্র বিরোধিতা করেন আইনজীবী চোমল ৷ দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত মুম্বই পুলিশ ও অন্যান্যদের নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে ৷ অভিযোগকারিণীর হয়ে হলফনামা দাখিল করেছেন আইনজীবী চোমল ৷

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

মুম্বই, 18 অক্টোবর: মডেলিং-এ কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে বাংলা থেকে মুম্বই (Mumbai) পাড়ি দিয়েছিল 17 বছরের এক কিশোরী (Minor Girl) ৷ তবে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ৷ তাকে লাগাতার যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অভিযোগ দায়েরের পরও সে ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ ৷ যদিও মুম্বই হাইকোর্টে অভিযুক্তের দাবি, ওই মেয়েটি প্রাপ্তবয়স্ক ও তাঁরা স্বামী-স্ত্রী ৷

মডেলিং নিয়ে কেরিয়ার শুরু করতে চেয়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিল ওই কিশোরী ৷ সাকিনাকা এলাকায় তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয় ৷ কিশোরীর অভিযোগ, তাকে সাহায্য করার প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাকে যৌন হেনস্থা করেছে ৷ মুম্বই হাইকোর্টের শীর্ষ আইনজীবী নবীন চোমলের অভিযোগ, অভিযুক্ত একটি ভিডিয়ো তৈরি করেছিল ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরীকে যৌন হেনস্থা করছে ওই ব্যক্তি ৷ সে সেই ভিডিয়ো কিশোরীর দাদাকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে ৷

এরই মধ্যে আইনজীবী চোমল অভিযোগ দায়ের করেন যে, ওই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে তিনি আবেদন করেন যাতে, আদালত পুলিশকে নির্দেশ দেয় ওই কিশোরীকে খুঁজে বের করে আদালতে হাজির করার জন্য ৷ বিচারপতি নীতিন জামদার ও বিচারপতি সারং কোটওয়ালের বেঞ্চে পিটিশনটি দাখিল করা হয় ৷ পিটিশনে বলা হয়, নিখোঁজ কিশোরীর বয়স 17 বছর, সে পশ্চিমবঙ্গ থেকে মুম্বই গিয়েছিল মডেলিং-এর কাজ করতে ৷ অভিযুক্ত শামশুল্লাহ চৌধুরির সঙ্গে তার আলাপ হয় ৷ অভিযোগ, নাবালিকার উপর লাগাতার যৌন নির্যাতন চালিয়েছে শামশুল্লাহ, তার ভাই রমজান চৌধুরি ও তাদের বাবা জৈনুল্লাহ চৌধুরি ৷ শামশুল্লা পেশায় একজন আইনজীবী এবং তার বাবা স্থানীয় এমআইএম নেতা ৷

আরও পড়ুন: Woman Raped : তেহট্টে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ

দিনকয়েক আগে মেয়েটির নিখোঁজ মামলা হয় আদালতে ৷ তবে শামশুল্লাহের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন তাঁর আইনজীবী রিজওয়ান মার্চেন্ট ৷ তিনি আদালতে কিশোরীর আধার কার্ড দেখিয়ে দাবি করেন যে, মেয়েটির বয়স 19 ৷ অর্থাৎ সে সাবালিকা ৷ শুধু তাই নয়, আদালতে মেয়েটিকে নিয়ে হাজির হয়ে অভিযুক্ত দাবি করেন যে, তাঁরা স্বামী-স্ত্রী ৷ কাজেই চোমলের আর এই নিয়ে পিটিশন দাখিল করার কোনও মানেই হয় না ৷ আইনজীবী চোমল মেয়েটির আত্মীয়ও নন ৷

আরও পড়ুন : Bengal Anchor Raped: পটনার হোটেলে বাংলার সঞ্চালিকাকে গণধর্ষণ , গর্ভনিরোধক খাইয়ে খুনের হুমকি

এই যুক্তি দেখিয়ে পিটিশন খারিজ করে দেওয়ার আর্জি জানান অভিযুক্তের আইনজীবী ৷ তবে তাঁর তীব্র বিরোধিতা করেন আইনজীবী চোমল ৷ দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত মুম্বই পুলিশ ও অন্যান্যদের নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে ৷ অভিযোগকারিণীর হয়ে হলফনামা দাখিল করেছেন আইনজীবী চোমল ৷

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.