ETV Bharat / crime

গাড়িতে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর বোর্ড, গ্রেফতার ভুয়ো আধিকারিক - ভুয়ো আধিকারিক

আরও এক ভুয়ো আধিকারিককে গ্রেফতার করল পুলিশ ৷ বুধবার রাতে ইএম বাইপাসের উপর নাকাতল্লাশির সময় গোলাম রব্বানি নামে ওই ভুয়ো আধিকারিককে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ সে নিজেকে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র ডেপুটি ডিরেক্টর বলে পরিচয় দিয়েছিল ৷

Pragati Maidan Police arrest One Fake National Crime Control Bureau Officer from E M Bypass
গ্রেফতার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র ভুয়ো আধিকারিক
author img

By

Published : Aug 5, 2021, 1:14 PM IST

কলকাতা, 5 অগস্ট : ফের শহরে পুলিশের জালে ভুয়ো আধিকারিক ৷ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো (National Crime Control Bureau)-র ডেপুটি ডিরেক্টর বলে পরিচয় দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ওই অভিযুক্ত ৷ ধৃতের নাম গোলাম রব্বানি, বয়স 40 বছর ৷ তাকে গতকাল রাতে নাকা তল্লাশির সময় ইএম বাইপাস (E M Bypass)-র উপর থেকে গ্রেফতার করে প্রগতি ময়দান (Pragati Maidan) থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত দেড়টার সময় নাইট কার্ফু (Night Curfew)-র সময় ইএম বাইপাস এর উপর নাকাতল্লাশি চলাকালীন একটি সাদা এসইউভি গাড়ি দাঁড় করায় পুলিশ ৷ গাড়ি দাঁড় করানোর পর তাঁর ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে ৷ সে নিজেকে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর হিসেবে পরিচয় দেয় ৷ জানায়, তার নাম গোলাম রব্বানি ৷ পুলিশের অভিযোগ, গাড়িটিতে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো এর বোর্ড লাগানো ছিল ৷ কিন্তু, নিচে লেখা ছিল গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ৷ আর তাতেই সন্দেহ হয় পুলিশের ৷ এর পরেই ওই ব্যক্তির কাছে বৈধ্য কাগজপত্র দেখতে চায় প্রগতি ময়দান থানার পুলিশ ৷ কিন্তু, ওই ব্যক্তি কোনও কাগজপত্র দেখাতে পারেনি ৷

আরও পড়ুন : মালবাজারে মানবাধিকার কমিশনের ভুয়ো আধিকারিক গ্রেফতার

ফলে পুলিশের সন্দেহ আরও বাড়ে ৷ এর পর গাড়ি সহ ওই ব্যক্তিকে আটক করে ৷ গোলাম রব্বানি নামে কোনও আধিকারিক ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো-তে আছে কি না, তা খোঁজ নেয় পুলিশ ৷ তদন্তকারীরা জানতে পারেন, ওই নামে কোনও ব্যক্তি ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো-তে কাজ করেন না ৷ এর পরেই গোলাম রব্বানি নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে ৷ তার গাড়ি থেকে বেশ কিছু নকল স্টিকার ও কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

আরও পড়ুন : FAKE IPS : ভুয়ো আইপিএস কাণ্ডে যুক্ত একাধিক পুলিশ আধিকারিক, অনুমান লালবাজারের

কলকাতা, 5 অগস্ট : ফের শহরে পুলিশের জালে ভুয়ো আধিকারিক ৷ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো (National Crime Control Bureau)-র ডেপুটি ডিরেক্টর বলে পরিচয় দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ওই অভিযুক্ত ৷ ধৃতের নাম গোলাম রব্বানি, বয়স 40 বছর ৷ তাকে গতকাল রাতে নাকা তল্লাশির সময় ইএম বাইপাস (E M Bypass)-র উপর থেকে গ্রেফতার করে প্রগতি ময়দান (Pragati Maidan) থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত দেড়টার সময় নাইট কার্ফু (Night Curfew)-র সময় ইএম বাইপাস এর উপর নাকাতল্লাশি চলাকালীন একটি সাদা এসইউভি গাড়ি দাঁড় করায় পুলিশ ৷ গাড়ি দাঁড় করানোর পর তাঁর ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে ৷ সে নিজেকে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর হিসেবে পরিচয় দেয় ৷ জানায়, তার নাম গোলাম রব্বানি ৷ পুলিশের অভিযোগ, গাড়িটিতে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো এর বোর্ড লাগানো ছিল ৷ কিন্তু, নিচে লেখা ছিল গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ৷ আর তাতেই সন্দেহ হয় পুলিশের ৷ এর পরেই ওই ব্যক্তির কাছে বৈধ্য কাগজপত্র দেখতে চায় প্রগতি ময়দান থানার পুলিশ ৷ কিন্তু, ওই ব্যক্তি কোনও কাগজপত্র দেখাতে পারেনি ৷

আরও পড়ুন : মালবাজারে মানবাধিকার কমিশনের ভুয়ো আধিকারিক গ্রেফতার

ফলে পুলিশের সন্দেহ আরও বাড়ে ৷ এর পর গাড়ি সহ ওই ব্যক্তিকে আটক করে ৷ গোলাম রব্বানি নামে কোনও আধিকারিক ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো-তে আছে কি না, তা খোঁজ নেয় পুলিশ ৷ তদন্তকারীরা জানতে পারেন, ওই নামে কোনও ব্যক্তি ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো-তে কাজ করেন না ৷ এর পরেই গোলাম রব্বানি নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে ৷ তার গাড়ি থেকে বেশ কিছু নকল স্টিকার ও কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

আরও পড়ুন : FAKE IPS : ভুয়ো আইপিএস কাণ্ডে যুক্ত একাধিক পুলিশ আধিকারিক, অনুমান লালবাজারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.