ETV Bharat / crime

Gold Smuggling: হাতুড়িতে-আয়নার ফ্রেমে পাচার, চেন্নাই বিমানবন্দরে উদ্ধার 1.5 কেজি সোনা - আয়নার ফ্রেমে পাচার

চেন্নাই বিমানবন্দর (Chennai airport) থেকে উদ্ধার হল দেড় কেজিরও বেশি সোনা ৷ আয়নার ফ্রেমে ও হাতুড়ির মধ্যে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা করা হচ্ছিল ৷

over-1-dot-5-kg-gold-smuggled-in-hammer-mirror-frame-seized-at-chennai-airport
হাতুড়িতে-আয়নার ফ্রেমে পাচার, চেন্নাই বিমানবন্দরে উদ্ধার 1.5 কেজি সোনা
author img

By

Published : Sep 27, 2021, 8:26 PM IST

চেন্নাই, 27 সেপ্টেম্বর: আয়নার ফ্রেমে ভরে কুয়েত থেকে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা ৷ শুধু তাই নয়, লোহার হাতুড়ির ভেতরে সোনা নিয়েও পাচারের চেষ্টা হল ৷ সেটা আবার দুবাই থেকে এসেছে ৷ সবমিলিয়ে আজ চেন্নাই বিমানবন্দরে (Chennai airport) দেড় কেজিরও বেশি সোনা উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ যার বাজার মূল্য 66.34 লাখ টাকা ৷ এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

প্রথম ক্ষেত্রে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দুবাই থেকে আসা এক যাত্রীকে বাইরে বেরনোর দরজা থেকে আটক করেন কাস্টমসের অফিসাররা ৷ তাকে পরীক্ষা করার পর তার মালপত্র ঘেঁটে একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয় ৷ সেই হাতুড়ি খুঁটিয়ে পরীক্ষা করে দেখা যায় যে, তার ভেতরে লুকনো রয়েছে সোনা ৷ হাতুড়িটি ভেঙে তার ভেতরের সোনা গলিয়ে বের করা হয় ৷ হাতুড়ির ভেতরে 341 গ্রাম 24 ক্যারেট সোনা ছিল বলে জানা গিয়েছে ৷ যার বাজার মূল্য 14.25 লাখ টাকা ৷

আরও পড়ুন: Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দ্বিতীয় ক্ষেত্রেও চেন্নাই বিমানবন্দর থেকেই সোনা পাচারের ছক ভেস্তে দেন শুল্ক বিভাগের আধিকারিকরা ৷ কুয়েত থাকা আসা এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় একটি আয়না ৷ সেই আয়না ফ্রেম থেকে কেটে বের করে দেখা যায়, তার ভেতরে সোনা লুকনো রয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, আয়নার ফ্রেম থেকে 1,247 গ্রাম সোনা উদ্ধার হয়েছে ৷ যার বাজার মূল্য 52.09 লাখ টাকা ৷ এই ঘটনায় দুই যাত্রীকেই গ্রেফতার করা হয়েছে ৷ তারা কোন চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷

আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

চেন্নাই, 27 সেপ্টেম্বর: আয়নার ফ্রেমে ভরে কুয়েত থেকে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা ৷ শুধু তাই নয়, লোহার হাতুড়ির ভেতরে সোনা নিয়েও পাচারের চেষ্টা হল ৷ সেটা আবার দুবাই থেকে এসেছে ৷ সবমিলিয়ে আজ চেন্নাই বিমানবন্দরে (Chennai airport) দেড় কেজিরও বেশি সোনা উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ যার বাজার মূল্য 66.34 লাখ টাকা ৷ এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

প্রথম ক্ষেত্রে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দুবাই থেকে আসা এক যাত্রীকে বাইরে বেরনোর দরজা থেকে আটক করেন কাস্টমসের অফিসাররা ৷ তাকে পরীক্ষা করার পর তার মালপত্র ঘেঁটে একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয় ৷ সেই হাতুড়ি খুঁটিয়ে পরীক্ষা করে দেখা যায় যে, তার ভেতরে লুকনো রয়েছে সোনা ৷ হাতুড়িটি ভেঙে তার ভেতরের সোনা গলিয়ে বের করা হয় ৷ হাতুড়ির ভেতরে 341 গ্রাম 24 ক্যারেট সোনা ছিল বলে জানা গিয়েছে ৷ যার বাজার মূল্য 14.25 লাখ টাকা ৷

আরও পড়ুন: Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দ্বিতীয় ক্ষেত্রেও চেন্নাই বিমানবন্দর থেকেই সোনা পাচারের ছক ভেস্তে দেন শুল্ক বিভাগের আধিকারিকরা ৷ কুয়েত থাকা আসা এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় একটি আয়না ৷ সেই আয়না ফ্রেম থেকে কেটে বের করে দেখা যায়, তার ভেতরে সোনা লুকনো রয়েছে ৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, আয়নার ফ্রেম থেকে 1,247 গ্রাম সোনা উদ্ধার হয়েছে ৷ যার বাজার মূল্য 52.09 লাখ টাকা ৷ এই ঘটনায় দুই যাত্রীকেই গ্রেফতার করা হয়েছে ৷ তারা কোন চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷

আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.