ETV Bharat / crime

Rape : ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ওঝা - কিশোরীকে ধর্ষণ ওঝার

কিশোরীর পেটে কিছু একটা রয়েছে জানিয়ে ঝাড়ফুঁকের কথা বলে অভিযুক্ত ওঝা ৷ এমনকী, কিশোরীর পরিবারের কাছ থেকে টাকাও নেয় ৷ তার পর ঝাড়ফুঁকের নাম করে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ওঝা
ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ওঝা
author img

By

Published : Aug 9, 2021, 7:49 PM IST

মঙ্গলকোট, 9 অগস্ট : ঝাড়ফুঁকের নাম করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল মারু শেখ নামে এক ওঝার বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার ঝিলেরা গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, মাঝেমধ্যেই ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল । প্রতিবেশীর মাধ্যমে তারা জানতে পারে স্থানীয় ঝিলেরা গ্রামে এক শ্মশান আছে । যে শ্মশানে খ্যাপা বাবা নামে এক ওঝা সেখানে মাঝেমধ্যে আসে । তার ভাল নাম মারু শেখ । প্রতিবেশীদের কথা মতো ওই ওঝার সঙ্গে কিশোরীর পরিবার যোগাযোগ করে । তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় মারু শেখ । এরপর কিশোরীকে ওই ওঝার কাছে নিয়ে যাওয়া হয় । ওঝা তাদের বলে মেয়ের পেটে কিছু জমে আছে যেটা ঝাড়ফুঁক করে বের করতে হবে । এরপর ওই কিশোরীকে ঝাঁড়ফুকের নামে ওই ওঝা ধর্ষণ করে বলে অভিযোগ । ওই ওঝার বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

এই সংক্রান্ত খবর : বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা সহ 5

কিশোরীর মা বলেন, আমার মেয়ের একটা সমস্যা ছিল । প্রতিবেশীরা ওই ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য বলে । মারু শেখ আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় । আমাদের প্রতিশ্রুতি দেয় যে মেয়ে ভাল হয়ে যাবে। ওর বাবা আর আমি মিলে শনিবার সন্ধ্যা নাগাদ ঝিলেরা শ্মশানে মেয়েকে নিয়ে যাই । রাতে দশটার পরে তাকে ঝাড়ফুঁক করার নামে ধর্ষণ করে । আর কোনও মেয়ের সঙ্গে যাতে ওই ওঝা এই ঘটনা ঘটাতে না পারে সেই কারণে তাকে চরম শাস্তি দেওয়া উচিত ।

মঙ্গলকোট, 9 অগস্ট : ঝাড়ফুঁকের নাম করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল মারু শেখ নামে এক ওঝার বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার ঝিলেরা গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, মাঝেমধ্যেই ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল । প্রতিবেশীর মাধ্যমে তারা জানতে পারে স্থানীয় ঝিলেরা গ্রামে এক শ্মশান আছে । যে শ্মশানে খ্যাপা বাবা নামে এক ওঝা সেখানে মাঝেমধ্যে আসে । তার ভাল নাম মারু শেখ । প্রতিবেশীদের কথা মতো ওই ওঝার সঙ্গে কিশোরীর পরিবার যোগাযোগ করে । তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় মারু শেখ । এরপর কিশোরীকে ওই ওঝার কাছে নিয়ে যাওয়া হয় । ওঝা তাদের বলে মেয়ের পেটে কিছু জমে আছে যেটা ঝাড়ফুঁক করে বের করতে হবে । এরপর ওই কিশোরীকে ঝাঁড়ফুকের নামে ওই ওঝা ধর্ষণ করে বলে অভিযোগ । ওই ওঝার বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

এই সংক্রান্ত খবর : বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা সহ 5

কিশোরীর মা বলেন, আমার মেয়ের একটা সমস্যা ছিল । প্রতিবেশীরা ওই ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য বলে । মারু শেখ আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় । আমাদের প্রতিশ্রুতি দেয় যে মেয়ে ভাল হয়ে যাবে। ওর বাবা আর আমি মিলে শনিবার সন্ধ্যা নাগাদ ঝিলেরা শ্মশানে মেয়েকে নিয়ে যাই । রাতে দশটার পরে তাকে ঝাড়ফুঁক করার নামে ধর্ষণ করে । আর কোনও মেয়ের সঙ্গে যাতে ওই ওঝা এই ঘটনা ঘটাতে না পারে সেই কারণে তাকে চরম শাস্তি দেওয়া উচিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.