ETV Bharat / crime

Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

6 বছরের শিশুকে ধর্ষণ (Telangana Rape) ও খুনে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ তাকে গ্রেফতার করার ভুল তথ্য তাঁকে দেওয়া হয়েছিল ৷ নিজের বিবৃতির ভুল সংশোধন করে এ কথা জানালেন তেলাঙ্গানার মন্ত্রী (Telangana Minister) কেটি রামা রাও (KT Ramarao) ৷

hyderabad-police-seek-help-for-information-of-6-year-olds-rape-case-accused
শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা
author img

By

Published : Sep 15, 2021, 12:59 PM IST

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: গত সপ্তাহে হায়দরাবাদে ধর্ষণ (Child Rape) করে খুন করা হয় 6 বছরের এক শিশুকে ৷ দিন দুই আগে তেলাঙ্গানার মন্ত্রী (Telangana Minister) কেটি রামা রাও (KT Ramarao) টুইট করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে মঙ্গলবার সেই মন্ত্রীই ভুল সংশোধন করে আবার টুইট করলেন ৷ জানালেন, তাঁকে ভুল তথ্য দেওয়া হয়েছিল ৷ অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি ৷ অভিযুক্তের খোঁজে তৎপর পুলিশ ৷

আগের টুইটটির স্ক্রিনশট তুলে ধরে রাও লিখেছেন, "আমার নিচের টুইটটির সংশোধন করতে চাই ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এই ভুল তথ্য আমায় দেওয়া হয়েছিল ৷ সেই বিবৃতির জন্য অনুতপ্ত ৷ অভিযুক্ত পলাতক ও হায়দরাবাদ পুলিশ তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ৷ তাকে ধরতে সবাই মিলে চেষ্টা চালান এবং দ্রুত নিগৃহীতার পরিবারকে ন্যায়বিচার পাওয়ানোর ব্যবস্থা করুন ৷"

  • Would like to correct my tweet below. I was misinformed that he was arrested. Regret the erroneous statement

    The perpetrator is absconding & @hydcitypolice has launched a massive manhunt for him

    Let’s all make our best efforts to ensure he’s nabbed & brought to justice quickly https://t.co/IVz9Ri7jzn

    — KTR (@KTRTRS) September 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

এই ধর্ষণকাণ্ড নিয়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে দক্ষিণের রাজ্যে ৷ সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা ৷ তা সামাল দিতেই নিজের ভুল স্বীকার করে ফের টুইট করেছেন মন্ত্রী ৷ ধর্ষক ও হত্যাকারী হিসেবে যাকে মনে করা হচ্ছে, তার ছবি প্রকাশ করে ছড়িয়ে দিয়েছে পুলিশ ৷ তার সম্পর্কে কোনও তথ্য দিতে পারলেই 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷ পুলিশের সন্দেহ, শিশুটির প্রতিবেশী 30 বছরের পাল্লাকোন্ডা রাজুই এই নৃশংস কাজ করেছে ৷ তার বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল শিশুকন্যাটিকে ৷

আরও পড়ুন: Delhi Police : দেশজুড়ে নাশকতাক ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

গত 9 সেপ্টেম্বর হায়দরাবাদের সিঙ্গারেনির বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় 6 বছরের শিশুটি ৷ পরের দিন রাজুর বাড়ি থেকে বিছানার চাদরে মোড়া অবস্থায় উদ্ধার হয় শিশুটির দেহ ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছিল, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে যখন জানা যায়, সেই খবর সঠিক নয়, তখনই এই নিয়ে প্রবল উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন ৷ ন্যায়বিচারের দাবিতে গর্জে ওঠেন শিশুটির প্রতিবেশীরা ৷ তারই জেরে অভিযুক্তকে ধরতে আরও তৎপর হয়েছে তেলাঙ্গানা পুলিশ ও প্রশাসন ৷

আরও পড়ুন: Murder : হরিদেবপুরে নিজের কারখানা থেকে ব্যবসায়ীর নলি কাটা দেহ উদ্ধার

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: গত সপ্তাহে হায়দরাবাদে ধর্ষণ (Child Rape) করে খুন করা হয় 6 বছরের এক শিশুকে ৷ দিন দুই আগে তেলাঙ্গানার মন্ত্রী (Telangana Minister) কেটি রামা রাও (KT Ramarao) টুইট করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে মঙ্গলবার সেই মন্ত্রীই ভুল সংশোধন করে আবার টুইট করলেন ৷ জানালেন, তাঁকে ভুল তথ্য দেওয়া হয়েছিল ৷ অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি ৷ অভিযুক্তের খোঁজে তৎপর পুলিশ ৷

আগের টুইটটির স্ক্রিনশট তুলে ধরে রাও লিখেছেন, "আমার নিচের টুইটটির সংশোধন করতে চাই ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এই ভুল তথ্য আমায় দেওয়া হয়েছিল ৷ সেই বিবৃতির জন্য অনুতপ্ত ৷ অভিযুক্ত পলাতক ও হায়দরাবাদ পুলিশ তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ৷ তাকে ধরতে সবাই মিলে চেষ্টা চালান এবং দ্রুত নিগৃহীতার পরিবারকে ন্যায়বিচার পাওয়ানোর ব্যবস্থা করুন ৷"

  • Would like to correct my tweet below. I was misinformed that he was arrested. Regret the erroneous statement

    The perpetrator is absconding & @hydcitypolice has launched a massive manhunt for him

    Let’s all make our best efforts to ensure he’s nabbed & brought to justice quickly https://t.co/IVz9Ri7jzn

    — KTR (@KTRTRS) September 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

এই ধর্ষণকাণ্ড নিয়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে দক্ষিণের রাজ্যে ৷ সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা ৷ তা সামাল দিতেই নিজের ভুল স্বীকার করে ফের টুইট করেছেন মন্ত্রী ৷ ধর্ষক ও হত্যাকারী হিসেবে যাকে মনে করা হচ্ছে, তার ছবি প্রকাশ করে ছড়িয়ে দিয়েছে পুলিশ ৷ তার সম্পর্কে কোনও তথ্য দিতে পারলেই 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷ পুলিশের সন্দেহ, শিশুটির প্রতিবেশী 30 বছরের পাল্লাকোন্ডা রাজুই এই নৃশংস কাজ করেছে ৷ তার বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল শিশুকন্যাটিকে ৷

আরও পড়ুন: Delhi Police : দেশজুড়ে নাশকতাক ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

গত 9 সেপ্টেম্বর হায়দরাবাদের সিঙ্গারেনির বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় 6 বছরের শিশুটি ৷ পরের দিন রাজুর বাড়ি থেকে বিছানার চাদরে মোড়া অবস্থায় উদ্ধার হয় শিশুটির দেহ ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছিল, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে যখন জানা যায়, সেই খবর সঠিক নয়, তখনই এই নিয়ে প্রবল উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন ৷ ন্যায়বিচারের দাবিতে গর্জে ওঠেন শিশুটির প্রতিবেশীরা ৷ তারই জেরে অভিযুক্তকে ধরতে আরও তৎপর হয়েছে তেলাঙ্গানা পুলিশ ও প্রশাসন ৷

আরও পড়ুন: Murder : হরিদেবপুরে নিজের কারখানা থেকে ব্যবসায়ীর নলি কাটা দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.