বেঙ্গালুরু, 2 জুন : বাংলাদেশি তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ ৷ পুলিশকর্মীদের উপর হামলা চালানোয় গুলি চালাতে হয় পুলিশকে ৷ ওপার বাংলারই বাসিন্দা সবুজ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৷
যৌন হেনস্থার মামলায় মূল অভিযুক্ত এই সবুজ ৷ অভিযোগ, সে ও তার বন্ধুরা মিলে নিগৃহীতার উপর নির্মম অত্যাচার চালায় ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পালিয়ে যায় অভিযুক্তরা ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে, শ্রীরামপুর পেপার কালেক্টর শেডে গা ঢাকা দিয়ে রয়েছে সবুজ ৷ সেই জায়গায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ৷
সবুজকে ধরে নিয়ে যাওয়ার সময় সে মূত্রত্যাগ করতে যেতে চায় ৷ পুলিশ তাকে গাড়ি থেকে নামার অনুমতি দিলে তখনই পালানোর চেষ্টা করে সে ৷ হেড কনস্টেবল দেবেন্দ্র নায়েক ও সাব ইনস্পেক্টরের উপর সে হামলা চালায় বলেও অভিযোগ ৷ তখনই পুলিশকে গুলি চালাতে হয় ৷
আরও পড়ুন: ছিনতাইয়ে বাধা, বারাসতে যুবকের পেটে ছুরি ঢোকাল দুষ্কৃতীরা
পুলিশ জানিয়েছে, সবুজ বেআইনিভাবে ভারতে ঢুকে বেঙ্গালুরুতে থাকা শুরু করেছিল ৷ অল্পবয়সি মেয়েদের কর্নাটক, মহারাষ্ট্র ও কেরালা-সহ বিভিন্ন জায়গায় বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখাত সে ৷ তবে সেই মেয়েদের সবুজ যৌনপল্লিতে পাঠিয়ে দিত বলে অভিযোগ ৷ এখনও পর্যন্ত এই মামলায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷