পটনা, 19 সেপ্টেম্বর : বিহারের (Bihar) একটি বড় হোটেলে কলকাতার এক সঞ্চালিকাকে গণধর্ষণের (Anchor Raped) অভিযোগ উঠল ৷ টাকা দেওয়ার নাম করে 2 জন গান্ধি ময়দানের হোটেলে গিয়ে ওই ইভেন্ট অ্যাঙ্করকে শারীরিক ভাবে নিগ্রহ (Gang Rape) করে বলে অভিযোগ ৷ শহরে ফিরে যাবদপুর থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা ৷ সেই মামলা পাঠিয়ে দেওয়া হয় গান্ধি ময়দান থানায় ৷ 2 অভিযুক্ত পলাতক ৷
জানা গিয়েছে, বিহারের হোটেলে ছিলেন কলকাতার সঞ্চালিকা ৷ তাঁর অভিযোগ, 2 জুলাই গভীর রাতে তাঁকে ধর্ষণ করে মুজফফরপুরের হর্ষ রঞ্জন ও বিক্রান্ত কেজরিওয়াল ৷ এরপর 3 জুলাই হোটেল থেকে পাটনা যাওয়ার পথে গাড়িতে তারা জোর করে ওই সঞ্চালিকাকে গর্ভনিরোধক ওষুধ খাওয়ায় বলে অভিযোগ ৷ 4 জুলাই কলকাতায় পৌঁছেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী ৷ এরপর সেই মামলা পাঠানো হয় পটনার গান্ধি ময়দান থানায় ৷ তারা তদন্ত শুরুর পর অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করে ৷ 29 জুলাই পটনায় গিয়ে আদালতে নিজের বয়ান দেন তিনি ৷
আরও পড়ুন: Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির
সঞ্চালিকা আদালতে জানিয়েছেন, হর্ষ রঞ্জন ইভেন্ট কোম্পানি পরিচালনা করে ৷ তার সংস্থার হয়ে 2 বার কাজ করেছেন ওই যুবতী ৷ 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করার জন্য তাঁকে পটনায় নিয়ে গিয়েছিল হর্ষ ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর তাঁকে 2 জুলাই হোটেলে পাঠিয়ে দেওয়া হয় ৷ ওই দিনই গভীর রাতে হর্ষ ও বিক্রান্ত পেমেন্ট দেওয়ার অজুহাতে হোটেলের রুমে যায় ৷ সেখানে তারা 2 জনে সঞ্চালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ একথা কাউকে জানালে তাঁকে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা ৷ গান্ধি ময়দান থানার অফিসার ইন-চার্জ জানিয়েছেন, তদন্ত চলছে ৷ শিগগিরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হবে ৷
আরও পড়ুন: Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা
এ ব্যাপারে যে কোনও সাহায্যের জন্য এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে...
পুলিশ : 100, 18603456999
গান্ধি ময়দান থানা : 0612-2673519 ও 9431822165
আরও পড়ুন: Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে