ETV Bharat / crime

জামুড়িয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের ৷ একই অভিযোগ তুলেছেন এলাকার বিজেপি প্রার্থীও ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য় পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ৷

bengal election 2021_Wb_dur_1_ bjp worker unknown die in pandobeswar _7204345
জামুড়িয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Apr 23, 2021, 2:02 PM IST

পাণ্ডবেশ্বর, 23 এপ্রিল : বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ঘটনায় খুনের অভিযোগ পদ্ম শিবিরের ৷ মৃত যুবকের নাম কিরাঞ্জন ঘোষ (32) ৷

শুক্রবার সকালে জামুড়িয়া-2 নম্বর ব্লকের আলিনগর গ্রামের কাছেই একটি নির্জন জায়গায় কিরাঞ্জনের দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই খবর চাউর হতেই ভিড় জমে যায় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায় ৷ তাঁর অভিযোগ, তাঁদের এই কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত দাবি করেন তিনি ৷ ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷

স্থানীয় সূত্রে খবর, কিরাঞ্জন আলিনগরেরই বাসিন্দা ছিলেন ৷ তাঁর কাকা দেবদুলাল ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি কিরাঞ্জন ৷ ফলে সারা রাত চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা ৷ শুক্রবার সকালে খবর পাওয়া যায় কিরাঞ্জনের ঝুলন্ত দেহ মিলেছে ৷ কিন্তু যেভাবে তাঁর দেহ গাছে ঝুলন্ত অবস্থায় ছিল, তাতে তিনি আত্মহত্যা করেছেন বলে মানতে পারছে না পরিবার ৷ একই মত স্থানীয় বিজেপি প্রার্থীরও ৷

আরও পড়ুন : বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে কাঠগড়ায় তৃণমূল

গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ ৷ শুক্রবার সকালে দীর্ঘক্ষণ গাছ থেকে কিরাঞ্জনের দেহ নামাতে দেননি তাঁরা ৷ বিজেপি প্রার্থী তাপস রায়ও দাবি করেন, গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে ৷ 24 ঘণ্টার মধ্যে এই মৃত্য়ুর তদন্তের কাজ শেষ করার দাবিও তোলেন তিনি ৷ তাপস বলেন, যদি কিরাঞ্জনকে খুন করা হয়ে থাকে, তাহলে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হোক ৷

পাণ্ডবেশ্বর, 23 এপ্রিল : বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ঘটনায় খুনের অভিযোগ পদ্ম শিবিরের ৷ মৃত যুবকের নাম কিরাঞ্জন ঘোষ (32) ৷

শুক্রবার সকালে জামুড়িয়া-2 নম্বর ব্লকের আলিনগর গ্রামের কাছেই একটি নির্জন জায়গায় কিরাঞ্জনের দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই খবর চাউর হতেই ভিড় জমে যায় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায় ৷ তাঁর অভিযোগ, তাঁদের এই কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত দাবি করেন তিনি ৷ ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷

স্থানীয় সূত্রে খবর, কিরাঞ্জন আলিনগরেরই বাসিন্দা ছিলেন ৷ তাঁর কাকা দেবদুলাল ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি কিরাঞ্জন ৷ ফলে সারা রাত চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা ৷ শুক্রবার সকালে খবর পাওয়া যায় কিরাঞ্জনের ঝুলন্ত দেহ মিলেছে ৷ কিন্তু যেভাবে তাঁর দেহ গাছে ঝুলন্ত অবস্থায় ছিল, তাতে তিনি আত্মহত্যা করেছেন বলে মানতে পারছে না পরিবার ৷ একই মত স্থানীয় বিজেপি প্রার্থীরও ৷

আরও পড়ুন : বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে কাঠগড়ায় তৃণমূল

গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ ৷ শুক্রবার সকালে দীর্ঘক্ষণ গাছ থেকে কিরাঞ্জনের দেহ নামাতে দেননি তাঁরা ৷ বিজেপি প্রার্থী তাপস রায়ও দাবি করেন, গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে ৷ 24 ঘণ্টার মধ্যে এই মৃত্য়ুর তদন্তের কাজ শেষ করার দাবিও তোলেন তিনি ৷ তাপস বলেন, যদি কিরাঞ্জনকে খুন করা হয়ে থাকে, তাহলে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.