কলকাতা, 14 ফেব্রুয়ারি : 17 কোটির মাদক পাচারের আগেই পুলিশের জালে 72 বছরের এক প্রবীণা । তার সঙ্গে আরও 4 ধৃত । প্রায় 2.097 কেজি ইয়াবা সহ অন্যান্য় আরও মাদক ট্যাবলেট উদ্ধার হয় মাদক পাচারকারীদের কাছ থেকে । গতরাতে উত্তর কলকাতার কাশিপুরে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের হাতে মাদক পাচারকারীরা ধরা পড়ে ।
আরও পড়ুন : প্রায় 5 কোটি টাকার মাদক উদ্ধার মিজোরামে
পার্বতী দেবী, ওরফে চাচি, বয়স 72 গ্রেপ্তার হয় । এছাড়া রাকেশ থাপা, কারতিক নাইডু, শাদিকুল শেখ ও পাইরুল ইসলাম ধৃত । পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্য়ে চাচি আসামের বাসিন্দা, একজন মণিপুরের বাসিন্দা । বাকিরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা । চাচি ও রাকেশ এই চক্রটিকে লিড করছিল ।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া 2.097 কেজির ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা । এছাড়া বাকি মাদকের বাজার মূল্য প্রায় 7 কোটি । সব মিলিয়ে 17 কোটি টাকার মাদক উদ্ধার হয় মণিপুরী মাদকপাচারচক্রের থেকে ।