কলকাতা, 18 মার্চ : সিনেমায় কাজের সুযোগ করিয়ে দেওয়ার নাম করে এক তরুণীর অশ্লীল ছবি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ ৷ গ্রেফতার অভিযুক্ত পাঁচ যুবক ৷ তাদের পাকড়াও করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, গত বছরের 28 ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী ৷ তারই ভিত্তিতে তদন্তে নেমে এই পাঁচ যুবকের হদিশ পায় পুলিশ ৷ বুধবার কলকাতা থেকে পাকড়াও করা হয় তাদের ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি স্মার্ট ফোন ছাড়াও উদ্ধার হয়েছে মাদক ৷ তদন্ত সূত্রে পুলিশ জানতে পারে, সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে ফোটোশ্য়ুট করত অভিযুক্তরা ৷ এরজন্য নিউটাউনের কাছে হোটেল ভাড়া করত তারা ৷ তারপর সেখানেই চলত শ্যুটিং পর্ব ৷
ফোটোশ্যুটের অজুহাতেই তোলা হত অশালীন ছবি ৷ সিনেমায় সাহসী ভূমিকায় অভিনয় করতে হবে ভেবে তাতে রাজিও হয়ে যেতেন চাকরিপ্রার্থীরা ৷ পরে সেইসব ছবিই ছড়িয়ে দেওয়া হত সোশাল মিডিয়ায় ৷
পুলিশের প্রশ্ন, তবে কি এইসব ছবি হাতিয়ার করে চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলত অভিযুক্তরা ? চাকরিপ্রার্থীদের ব্ল্য়াকমেল করে টাকা আদায় করা হত ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য ? ধৃতদের কাছ থেকে মাদক উদ্ধার হওয়ায় যা আরও ঘনীভূত হয়েছে ৷ ধৃতদের মাদকপাচারচক্রের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷