ETV Bharat / crime

Shooting in North Carolina:মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, নিহত পুলিশ আধিকারিক-সহ 5 - মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা

মার্কিন মুলুকে আবারও বন্দুক বাজের হানা । এবার এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল 5 জনের । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । নিহতদের মধ্যে এক পুলিশ কর্মীও আছেন বলে জানা গিয়েছে (5 People killed by shooter in North Carolina ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 14, 2022, 8:37 AM IST

Updated : Oct 14, 2022, 8:54 AM IST

রালি,14 অক্টোবর: মার্কিন মুলুকে আবারও বন্দুক বাজের হানা । এবার এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল 5 জনের । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । নিহতদের মধ্যে এক পুলিশ কর্মীও আছেন বলে জানা গিয়েছে (5 People killed by shooter in North Carolina)। ঘটনাস্থল আমেরিকার উত্তর ক্যারোলাইনার রালি শহর । মেয়র ম্যারি অ্যান বাইডুইন জানিয়েছেন নিউস রিভার গ্রিনওয়ের একটি আবাসিক এলাকায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে 5 জনের । স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । এর কয়েকঘণ্টা পর রাত 8টা নাগাদ বন্দুকবাজকে নজরবন্দি করে ফেলে পুলিশ ।

গুলি চলার ঘটনা প্রকাশ্যে আসেতেই তৎপর হয় প্রশাসন । ঘটনাস্থলে যায় একাধিক অ্যাম্বুল্যান্স । পাশাপাশি দ্রুত আহতদের চিকৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে টুইটে জানান স্থানীয় গর্ভনর রয় কুপার । এর আগে স্থানীয় একটি হাসপাতালের তরফে বলা হয় গুলিবিদ্ধ 4 জনের চিকিৎসা হচ্ছে । তবে এর বেশি আর কিছু বলতে চায়নি হাসপাতাল । অন্যদিকে আততায়ী যাতে কোনওভাবেই এলাকা ছেড়ে পালিয়ে না য়ায় তা নিশ্চিত করতে আশপাশের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। টুইট করে শহরবাসীদের ওই এলাকায় যেতে বারণ করে প্রশাসন ।

রালি,14 অক্টোবর: মার্কিন মুলুকে আবারও বন্দুক বাজের হানা । এবার এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল 5 জনের । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । নিহতদের মধ্যে এক পুলিশ কর্মীও আছেন বলে জানা গিয়েছে (5 People killed by shooter in North Carolina)। ঘটনাস্থল আমেরিকার উত্তর ক্যারোলাইনার রালি শহর । মেয়র ম্যারি অ্যান বাইডুইন জানিয়েছেন নিউস রিভার গ্রিনওয়ের একটি আবাসিক এলাকায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে 5 জনের । স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে । এর কয়েকঘণ্টা পর রাত 8টা নাগাদ বন্দুকবাজকে নজরবন্দি করে ফেলে পুলিশ ।

গুলি চলার ঘটনা প্রকাশ্যে আসেতেই তৎপর হয় প্রশাসন । ঘটনাস্থলে যায় একাধিক অ্যাম্বুল্যান্স । পাশাপাশি দ্রুত আহতদের চিকৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে টুইটে জানান স্থানীয় গর্ভনর রয় কুপার । এর আগে স্থানীয় একটি হাসপাতালের তরফে বলা হয় গুলিবিদ্ধ 4 জনের চিকিৎসা হচ্ছে । তবে এর বেশি আর কিছু বলতে চায়নি হাসপাতাল । অন্যদিকে আততায়ী যাতে কোনওভাবেই এলাকা ছেড়ে পালিয়ে না য়ায় তা নিশ্চিত করতে আশপাশের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। টুইট করে শহরবাসীদের ওই এলাকায় যেতে বারণ করে প্রশাসন ।

আরও পড়ুন: পাকিস্তানে প্রতি দু'ঘণ্টায় 'ধর্ষণের শিকার' হন এক মহিলা !

Last Updated : Oct 14, 2022, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.