শিলিগুড়ি, 16 ডিসেম্বর : রেল লাইন ছাড়াই ছুটবে টয় ট্রেন ৷ তাও আবার জ্বালানি ছাড়াই ৷ এই ট্রেনে আসন সংখ্যা 30 ৷ বেঙ্গল সাফারি পার্কে আজ থেকে চালু হল এই টয় ট্রেন পরিষেবা । পরিবেশ বান্ধব হিসেবে সাফারি পার্কে ছুটবে এই টয় ট্রেন । যার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব ও বনমন্ত্রী রাজীব ব্যানার্জি । উদ্বোধনের পরে দুই মন্ত্রীকে চালক ও সহ চালকের ভূমিকায় দেখা যায় ।
সূত্রের খবর, নতুন বছরের শুরুতে দ্বিতীয় পর্যায়ে পার্কের বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে । তার আগেই উদ্বোধন করা হল টয়ট্রেন পরিসেবা । মূলত খুদে পর্যটকদের নজর কাড়তে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ।
তবে এখানেই শেষ নয় । আগামীতে আরও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হবে ৷ এদিন উদ্বোধন করতে এসে দুই মন্ত্রী বলেন, "এই প্রকল্পে আনুমানিক 30 লাখ টাকা ব্যয় করা হয়েছে । ভাড়া নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ২৫ টাকা । যা অনেকটাই কম বলে দাবি দুই মন্ত্রীর ।