শিলিগুড়ি, 6 জুলাই : বিধানসভা নির্বাচনের পরেই ফের একবার সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন কেএলও ৷ তারা এবার কামতাপুর পিপলস পার্টির পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের পরিকল্পনায় ইন্ধন দিচ্ছে বলে খবর ৷ ফলে উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা ফের একবার প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে । তাই আগে থেকেই তৎপর রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । মঙ্গলবার এই নিয়ে বৈঠক করতে শিলিগুড়ি পৌঁছান রাজ্য পুলিশের এডিজি ( ইন্টেলিজেন্স ব্যুরো) নীরজকুমার সিং । উত্তরবঙ্গের প্রত্যেক জেলার পুলিশ আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি ।
বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং, আইজি উত্তরবঙ্গ (ইন্টেলিজেন্স ব্যুরো) ওজি পাল, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিং রেঞ্জের ডিআইজি অমিত পি জাভালগি, ইন্টেলিজেন্স ব্যুরোর উত্তরবঙ্গের স্পেশাল এসপি তন্ময় সরকার, স্পেশাল টাস্কফোর্সয়ের এসপি জসপ্রীত সিং, ইসলামপুর পুলিশ জেলার এসপি আন্নাপ্পা ই । বৈঠকের পর উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিংহ বলেন, ‘‘এডিজি স্যর উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা করেছেন ।’’
আরও পড়ুন : Dilip-Suvendu assembly meeting : বিধায়কদের ধরে রাখতেই কি রুদ্ধদ্বার বৈঠক দিলীপ-শুভেন্দুর ?
পৃথক রাজ্য কামতাপুরের দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে উত্তরবঙ্গে । আর বিজেপির বিভিন্ন জনপ্রতিনিধিরা আবার উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন ৷ ফলে কামতাপুর পিপলস পার্টির আন্দোলনের পরিকল্পনা অন্য মাত্রা পেয়েছে ৷ এমনকি, ময়নাগুড়ির খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যাব রিভিতালিফট টেকাটুলি প্রাইমারি স্কুলে ইতিমধ্যে কামতাপুর রাজ্যের দাবিতে গোপন বৈঠক সেরেছে কামতাপুর পিপলস পার্টি, কামতাপুর ডেমোক্রেটিক পার্টি, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি-সহ অন্যান্য সংগঠনগুলি ।
আর নির্বাচনের পরই ফের একবার উত্তরবঙ্গে বেড়েছে কেএলওর মতো জঙ্গি সংগঠনের সক্রিয়তা । ইতিমধ্যে একাধিকবার ভিডিয়ো বার্তা দিয়ে নিজের সক্রিয়তার কথা প্রকাশ্যে এনেছেন কেএলও চিফ জীবন সিংহ । রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীদের প্রাণে মারার হুমকি ভিডিয়ো বার্তায় দিয়েছেন তিনি । এর পরেই নড়েচড়ে বসে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ।
আরও পড়ুন : বিধানসভায় তপ্ত মমতা, ফের উস্কে দিলেন বিজেপি-কমিশন আঁতাতের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেএলও চিফ জীবন সিংয়ের সক্রিয়তা বাড়তেই উত্তরবঙ্গ জুড়ে নিরাপত্তার বিষয়টি আঁটোসাঁটো করতে নির্দেশ দিয়েছেন এডিজি নীরজকুমার সিং । প্রত্যেক জেলায় বিশেষ করে কোচবিহার থেকে জলপাইগুড়ি পর্যন্ত গোয়েন্দা বিভাগকে ওই বিষয়ে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন । কামতাপুর রাজ্যের দাবি নিয়ে কোন রাজনৈতিক সংগঠন কী অবস্থান রাখছে, সেই বিষয়ে প্রথম থেকে খুঁটিনাটি খবর রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি উত্তরবঙ্গে কেএলও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অথবা কারা কারা ফের লিংকম্যান হিসেবে কাজ করছে, সেই বিষয়টিতে এখন থেকেই ময়দানে নেমে খোঁজখবর করে শুরু করার নির্দেশ দিয়েছেন বলে এদিনে বৈঠক সূত্রে জানা গিয়েছে ।
মূলত, কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে কেএলওর মতো জঙ্গি সংগঠনের পালে হাওয়া দেওয়ায় বিষয়টি যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের পুলিশ এবং প্রশাসন । সেই জন্য এখন থেকেই প্রত্যেক জেলায় গোয়েন্দা বিভাগকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে ।
আরও পড়ুন : রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর