শিলিগুড়ি, 30 অগাস্ট: স্কুল পড়ুয়াদের বাহারি চুলের ছাঁট দেখে বেজায় চটলেন প্রধান শিক্ষক৷ প্রায় 30 জন পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিলেন না ৷ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুলের ঘটনা ৷
ছাত্রদের চুলের আজব ছাঁট গতকাল প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর বৈশ্যের নজরে আসে ৷ দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে তাদের স্কুলের বাইরে বার করে দেন ৷ নিজে স্কুলের গেটে দাঁড়িয়ে থেকে নজরদারি চালান ৷ বাহারি চুলের কোনও ছাত্রকে দেখতে পেলেই বাড়ি ফিরিয়ে দেন ৷ নির্দেশ দেন ঠিকঠাক ভাবে চুল কেটে স্কুলে আসতে ৷ সঙ্গে অভিভাবকদের নিয়ে আসতে ৷ বলেন, "যাদের চুলের ছাঁট উদ্ভট ছিল তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি । ফিরিয়ে দেওয়া হয়েছে । বলা হয়েছে চুলের ছাঁট ঠিক করে তবেই স্কুলে আসতে৷
প্রধান শিক্ষকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ৷ বক্তব্য, সম্প্রতি ছাত্রসুলভ আচরণ লোপ পাচ্ছে । বাহারি পোষাক-পরিচ্ছদ, আজব চুলের ছাট ৷ নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ ৷