ETV Bharat / city

বাহারি চুলের ছাঁট, 30 জন পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিলেন না প্রধান শিক্ষক - Weird haircut of students in a school in Siliguri

নির্দেশ দেন ঠিকঠাক ভাবে চুল কেটে স্কুলে আসতে ৷ সঙ্গে আনতে অভিভাবকদের নিয়ে আসতে ৷

বাহারি চুলের ছাঁট
author img

By

Published : Aug 30, 2019, 11:01 AM IST

Updated : Aug 30, 2019, 12:20 PM IST

শিলিগুড়ি, 30 অগাস্ট: স্কুল পড়ুয়াদের বাহারি চুলের ছাঁট দেখে বেজায় চটলেন প্রধান শিক্ষক৷ প্রায় 30 জন পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিলেন না ৷ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুলের ঘটনা ৷

ছাত্রদের চুলের আজব ছাঁট গতকাল প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর বৈশ্যের নজরে আসে ৷ দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে তাদের স্কুলের বাইরে বার করে দেন ৷ নিজে স্কুলের গেটে দাঁড়িয়ে থেকে নজরদারি চালান ৷ বাহারি চুলের কোনও ছাত্রকে দেখতে পেলেই বাড়ি ফিরিয়ে দেন ৷ নির্দেশ দেন ঠিকঠাক ভাবে চুল কেটে স্কুলে আসতে ৷ সঙ্গে অভিভাবকদের নিয়ে আসতে ৷ বলেন, "যাদের চুলের ছাঁট উদ্ভট ছিল তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি । ফিরিয়ে দেওয়া হয়েছে । বলা হয়েছে চুলের ছাঁট ঠিক করে তবেই স্কুলে আসতে৷

দেখুন ভিডিয়ো...

প্রধান শিক্ষকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ৷ বক্তব্য, সম্প্রতি ছাত্রসুলভ আচরণ লোপ পাচ্ছে । বাহারি পোষাক-পরিচ্ছদ, আজব চুলের ছাট ৷ নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ ৷

শিলিগুড়ি, 30 অগাস্ট: স্কুল পড়ুয়াদের বাহারি চুলের ছাঁট দেখে বেজায় চটলেন প্রধান শিক্ষক৷ প্রায় 30 জন পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিলেন না ৷ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুলের ঘটনা ৷

ছাত্রদের চুলের আজব ছাঁট গতকাল প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর বৈশ্যের নজরে আসে ৷ দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে তাদের স্কুলের বাইরে বার করে দেন ৷ নিজে স্কুলের গেটে দাঁড়িয়ে থেকে নজরদারি চালান ৷ বাহারি চুলের কোনও ছাত্রকে দেখতে পেলেই বাড়ি ফিরিয়ে দেন ৷ নির্দেশ দেন ঠিকঠাক ভাবে চুল কেটে স্কুলে আসতে ৷ সঙ্গে অভিভাবকদের নিয়ে আসতে ৷ বলেন, "যাদের চুলের ছাঁট উদ্ভট ছিল তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি । ফিরিয়ে দেওয়া হয়েছে । বলা হয়েছে চুলের ছাঁট ঠিক করে তবেই স্কুলে আসতে৷

দেখুন ভিডিয়ো...

প্রধান শিক্ষকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ৷ বক্তব্য, সম্প্রতি ছাত্রসুলভ আচরণ লোপ পাচ্ছে । বাহারি পোষাক-পরিচ্ছদ, আজব চুলের ছাট ৷ নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ ৷

Intro:আজব ছাট চুলে, একাধিক পড়ুয়াদের স্কুল গেটই পেরতে দিলেন না প্রধান শিক্ষক!

শিলিগুড়ি, ২৯ আগস্টঃ হিন্দি চলচিত্র তারকাদের থেকে অনুপ্রাণিত হয়েই বাহারি স্কুলের ছাটে মজে উঠেছে স্কুল পড়ুয়াড়া। এবিষয়ে একাধিক সময় সরব হয়েছিল বিভিন্ন স্কুল কতৃপক্ষ। যদিও ছাত্ররা এখনও মজে রয়েছে বাহারি চুলের ছাটে৷ ঘটনার জেরে এদিন প্রায় ৩০ জনের বেশী ছাত্রকে স্কুলের গেট পেরতে দিলেন না প্রধান শিক্ষক। ঘটনাটি শহর শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনী হাইস্কুলের। Body:এদিন সকালে প্রধান শিক্ষক সিদ্ধার্ত শঙ্কর বৈশ্যর নজরে আসে একাধিক ছাত্র বাহারি চুলের ছাট দিয়ে স্কুলে ঢুকছে। ঘটনায় তৎক্ষণাৎ তাদের স্কুলের বাইরে বার করে দেন। এরপর স্কুল গেটে দাঁড়িয়ে থেকে নজরদারী চালান তিনি। বাহারি চুলের ছাট দিয়ে স্কুলমুখী হতেই তাদের ফিরিয়ে দিচ্ছেন। একইসঙ্গে সকলকে জানানো হয়, আগামীতে চুলের ছাট ঠিক করে স্কুলে আসার বিষয়ে। একইসঙ্গে বলা হয় অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলে আসার কথা।

এদিনের ঘটনায় শিক্ষামহলে ব্যাপক সারা পড়েছে। প্রধান শিক্ষকের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষানুরাগীর। সকলের বক্তব্য, বর্তমান সময়ে ছাত্র সুলভ আচরণ লোপ পাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। স্কুলের পোষাক পরিচ্ছদ সহ চুলের ছাটে ভারসাম্য নষ্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের। Conclusion:প্রধান শিক্ষক সিদ্ধার্ত শংকর বৈশ্য বলেন, যাদের চুলের ছাট উদ্ভট ছিল তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে চুলের ছাট ঠিক করে তবেই স্কুলের গন্ডিতে পা দিতে। এক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।
Last Updated : Aug 30, 2019, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.