শিলিগুড়ি, 12 জুন : দেশের প্রথম দু'শো বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের NIRF সেল প্রতিবছরই বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করে একটি তালিকা প্রস্তুত করে । 2020 সালের NIRF-এর মূল্যায়নে এবার প্রথম দু'শো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । এবছরই প্রথম এই মূল্যায়নে অংশ নিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । প্রথম এক'শো-তে স্থান না পাওয়ার আক্ষেপ থাকলেও প্রথমবারেই এই সাফল্য খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
NIRF সেল যে তালিকাটি প্রকাশ করেছে, তাতে প্রথম তালিকায় এক'শোটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে । এর মধ্যে রয়েছে রাজ্যের দু'টি বিশ্ববিদ্যালয় । যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় । এরপরের ধাপটিকে NIRF নাম দিয়েছে ব়্যাঙ্ক ব্যান্ড ওয়ান । এই তালিকায় রয়েছে আরও 50 টি বিশ্ববিদ্যালয়ের নাম । অর্থাৎ 101 তম থেকে 150 তম বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় তালিকায় । এই তালিকায় স্থান পেয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এরপর তৃতীয় একটি তালিকাও প্রকাশ করেছে NIRF, যাকে বলা হচ্ছে ব়্যাঙ্ক ব্যান্ড টু । 151 তম থেকে 200 তম বিশ্ববিদ্যালয় নাম রয়েছে এই তৃতীয় তালিকায়, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার জানান, "2016 থেকে এই মূল্যায়ন হচ্ছে । আমরা এবার প্রথম অংশ নিয়েছি । দেশের 600-র বেশি এই মূল্যায়নে অংশ নিয়েছিল । এর মধ্যে ছিল রাজ্যের 15 টি বিশ্ববিদ্যালয় । প্রথম একশোতে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় খালি স্থান পেয়েছে । রাজ্যের মোট সাতটি বিশ্বিবিদ্যালয় এই তালিকায় নাম তুলতে পেরেছে । আমরা ধরেই নিয়েছিলাম কিছু খামতি থাকবে । তাছাড়া সমন্বয়ের অভাবে বহু তথ্য দিতে পারিনি । এসব সত্বেও অন্তত দু'শো বিশ্ববিদ্যালয়ের নামের তালিকায় স্থান পেয়েছে আমরা ।"
তিনি আরও বলেন, "ছাত্রছাত্রীরা পঠন পাঠন শেষে ঠিক মতো কর্মসংস্থান পাচ্ছে কিনা, কতগুলি সেমিনার হয়েছে ইত্যাদি নানান প্রশ্নের উত্তর পাঠাতে গিয়ে বহু ক্ষেত্রেই তথ্য সংগ্রহে আমাদের সমন্বয় ছিল না । তথ্য সবক্ষেত্রে মজুতও ছিল না । তাই ফল কিছুটা খারাপ হয়েছে । "
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গবেষণার ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । সরকারি ভাতায় গবেষণা ঠিকভাবে হলেও বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগগুলির বাইরের অর্থে গবেষণা একেবারেই হয় না । আর এই কারণেই মূল্যায়ণের তালিকায় প্রথম এক'শো-র মধ্যে থাকতে পারেনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ।