শিলিগুড়ি, ১১ মার্চ : লোকসভা নির্বাচনের জন্য পিছোচ্ছে পরীক্ষা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষাগুলি ৩ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে বলে জানা গেছে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব তৃতীয় বর্ষের ফলপ্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ দে সরকার।
১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। যার জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের বাণিজ্য, কলা ও বিজ্ঞান বিভাগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। এবিষয়ে দিলীপ দে সরকার বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে ৪৯টি কলেজ রয়েছে। বাণিজ্য, কলা ও বিজ্ঞান বিভাগের পার্ট ওয়ান, পার্ট টু ও পার্ট থ্রির যাবতীয় পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ কিছু শহরে একাধিক কলেজ নির্বাচন পরিচালনার জন্য নিয়ে নেওয়া হবে। তাই প্রথম বা দ্বিতীয় দফায় ভোটগ্রহণ পর্ব মিটলেও লাভ হবে না। যেসব কলেজে EVM রাখা হবে সেগুলি ভোট গণণার পরই ফের হাতে পাওয়া যাবে।"
তিনি এবিষয়ে আরও বলেন, "আমরা ঠিক করেছি এই পরিস্থিতিতে কলেজ স্তরে যাবতীয় পরীক্ষাগুলি ৩ জুন থেকে শুরু করে ৫ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। পার্ট থ্রির ক্ষেত্রে পাশ করা ছেলেমেয়েরা যাতে দ্রুত রেজ়াল্ট পান তা নিশ্চিত করা হবে। আমরা চেষ্টা করছি জুলাই মাসের শেষেই ফলাফল প্রকাশ করতে। নতুন করে পরীক্ষাসূচি বানিয়ে তা দ্রুত কলেজগুলিতে পাঠানো হবে।"