শিলিগুড়ি, 16 নভেম্বর : স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফেরার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালাল দুই আসামী ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সফদর হাসমি চকের কাছে ৷ সোমবার রাতে নিউ জসলপাইগুড়ি স্টেশন এলাকায় সোনার দোকানে চুরির অভিযোগে কৃষ্ণ দে এবং দেবাশিস দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ আজ তাদের আদালতে পেশ করার আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ৷ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফেরার সময় পুলিশকে ফাঁকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ ৷
সূত্রের খবর, শিলিগুড়ি জেলা হাসপাতালে দুই অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাঁদের প্রিজন ভ্যানে তুলে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ প্রিজন ভ্যানে অভিযুক্তদের উপর নজরদারি চালানোর জন্য একজন কনস্টেবল পিছনে বসেছিলেন এবং এএসআই পদের এক আধিকারিকও ভ্যানে ছিলেন ৷ অভিযোগ, ভ্য়ান সফদর হাসমি চকের কাছে পৌঁছাতে দুই অভিযুক্ত কনস্টেবলের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে শিলিগুড়ি কমিশনারেটের কন্ট্রোলরুমে খবর দেওয়া হয় ৷ ওই এলাকার ট্রাফিক গার্ডকেও সতর্ক করা হয় ৷
আরও পড়ুন : Road Accident: মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর জখম 2
যদিও এই ঘটনা পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে ৷ বিশেষ করে প্রশ্ন উঠছে, হাতকড়া পরা অবস্থায় চলন্ত গাড়ি থেকে কীভাবে দুই অভিযুক্ত পালিয়ে গেল ? এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি পুলিশ প্রশাসনের তরফে ৷ ঘটনার পরে শিলিগুড়ি কমিশনারেটের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ তাঁরাও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ পলাতক আসামীদের খোঁজে পুলিশ সতর্কতা জারি করেছে ৷ শিলিগুড়ি শহরে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে ৷
আরও পড়ুন : Crime : চন্দননগরের রানিঘাটে পুলিশ ক্যাম্পে মোবাইল চোর সন্দেহে দুই যুবককে মারধর, ভাইরাল ভিডিয়ো
এর আগে 2018 সালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়ে যায় এক চিকিৎসাধীন আসামী ৷ এর পর শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল এক বিচারাধীন বন্দির ৷ কয়েক বছর আগেও শিলিগুড়ির সেবক রোড থেকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল দুই অভিযুক্ত ৷ তারপর ফের এই ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷