ETV Bharat / city

সেনায় চাকরির নামে প্রতারণা, শিলিগুড়িতে গ্রেফতার 2 - গ্রেফতার

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আদায় ৷ প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই যুবক ৷ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে মিলল সাফল্য ৷

two arrested in Siliguri in fraud case
সেনায় চাকরির নামে প্রতারণা, শিলিগুড়িতে গ্রেফতার 2
author img

By

Published : Jun 2, 2021, 9:19 PM IST

শিলিগুড়ি, 2 জুন : ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত ৷ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে মিলেছে এই সাফল্য ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ধৃতরা হল গঙ্গা থাপা ও কুশল কুমার ৷ তারা শিলিগুড়ি সংলগ্ন সুকনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিরাপত্তারক্ষীর কাজ করত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷

কুশল কুমার মূলত এজেন্ট সেজে ভিনরাজ্য থেকে চাকরিপ্রার্থীদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার টোপ দিয়ে শিলিগুড়ি নিয়ে আসত ৷ আর গঙ্গা থাপা নিজেকে সেনার উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিত ৷ চাকরি দেওয়ার নাম করে প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় 5 থেকে 10 লাখ টাকা হাতিয়ে নিত এই জুটি ৷ এমনকী, কোনও বৈধ পরিচয়পত্র ছাড়াই বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর সেনা ছাউনিতে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল অভিযুক্তরা ৷

এই ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় তিন থেকে চারমাস ধরে চাকরির নামে প্রতারণা করে আসছিল এই দুই কীর্তিমান ৷ এরপর বিষয়টি জানাজানি হতেই সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ মাটিগাড়া থানার পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে সুকনা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : চাকরির নামে প্রতারণা, অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের

ধৃতদের দফায় দফায় থানায় জেরা করেন সেনা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

শিলিগুড়ি, 2 জুন : ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত ৷ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে মিলেছে এই সাফল্য ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ধৃতরা হল গঙ্গা থাপা ও কুশল কুমার ৷ তারা শিলিগুড়ি সংলগ্ন সুকনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিরাপত্তারক্ষীর কাজ করত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷

কুশল কুমার মূলত এজেন্ট সেজে ভিনরাজ্য থেকে চাকরিপ্রার্থীদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার টোপ দিয়ে শিলিগুড়ি নিয়ে আসত ৷ আর গঙ্গা থাপা নিজেকে সেনার উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিত ৷ চাকরি দেওয়ার নাম করে প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় 5 থেকে 10 লাখ টাকা হাতিয়ে নিত এই জুটি ৷ এমনকী, কোনও বৈধ পরিচয়পত্র ছাড়াই বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর সেনা ছাউনিতে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল অভিযুক্তরা ৷

এই ঘটনায় সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় তিন থেকে চারমাস ধরে চাকরির নামে প্রতারণা করে আসছিল এই দুই কীর্তিমান ৷ এরপর বিষয়টি জানাজানি হতেই সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ মাটিগাড়া থানার পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে সুকনা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : চাকরির নামে প্রতারণা, অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের

ধৃতদের দফায় দফায় থানায় জেরা করেন সেনা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.