শিলিগুড়ি, 17 নভেম্বর : সিনেমার কায়দায় পুলিশ ভ্যান থেকে পালিয়েছিল দুই অভিযুক্ত ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ ফিল্মি কায়দাতেই পুলিশের হাতে ফের ধরাও পড়ে গেল ৷ গতকাল সকালে ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় পালায় তারা ৷ রাতের মধ্যেই পলাতক দুই অভিযুক্তকে শহরের দুই প্রান্ত থেকে ফের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।
মঙ্গলবার সকালে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল টেস্ট করে ফেরার সময় পুলিশ ভ্যান থেকেই পালায় দুই অভিযুক্ত ৷ দেবাশিস দাস ও কৃষ্ণ দে নামে ওই দুই অভিযুক্তকে চুরির অভিযোগে গ্রেফতার করেছিল এনজেপি থানার পুলিশ ৷ সফদর হাসমি চকের কাছে ঘটে এই ঘটনা ৷ সাড়া পড়ে যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৷ শহরজুড়ে পুলিশ ওই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে । কমিশনারেটের তরফে প্রত্যেকটি থানাকে সতর্ক করা হয় ৷
আরও পড়ুন : Kolkata Businessman Murder : বর্ধমান আদালতে আত্মসমর্পণ কলকাতার ব্যবসায়ী খুনে অন্যতম অভিযুক্তর
তল্লাশিতে নেমে মঙ্গলবার মাঝরাতে প্রথমে অভিযুক্ত কৃষ্ণ দে'কে এনজেপি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে আরেক পলাতক দেবাশিস দাসকে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বালাসন সেতুর কাছ থেকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশকে ফাঁকি দিতে ভ্যান থেকে নেমে দু'জন দু'দিকে পালানোর পরিকল্পনা করেছিল । রাতের অন্ধকারে কৃষ্ণ এনজেপি হয়ে ট্রেনে শহর ছাড়ার পরিকল্পনা করেছিল এবং দেবাশিস মাটিগাড়া হয়ে বাগডোগরা থেকে বিহারে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করেছিল । এই দুই অভিযুক্তর বিরুদ্ধে এর আগেও একাধিকবার চুরির অভিযোগ রয়েছে ৷ বুধবার ফের তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ৷
তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে ৷ কীভাবে পুলিশের ভ্যান থেকে ওই দুই অভিযুক্ত চম্পট দিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছে শিলিগুড়ির পুলিশ । কেন ওইরকম ঘটনা ঘটল তা নিয়ে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) জয় টুডু ।
আরও পড়ুন : Prisoners Escaped : শিলিগুড়িতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালাল 2 বন্দি