ETV Bharat / city

Snehasis Chakraborty: পুজোর পর এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস পরিবহণমন্ত্রীর

এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের আশ্বাস দিলেন স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) ৷ সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান ৷

Transport Minister assures to solve problem of SBSTC workers after Puja
Transport Minister assures to solve problem of SBSTC workers after Puja
author img

By

Published : Sep 28, 2022, 3:17 PM IST

Updated : Sep 28, 2022, 3:36 PM IST

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: এটাই কাম্য ছিল । পরিষেবা চালু হওয়ায় মানুষের সুবিধা হবে । পুজোর পর এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের (SBSTC bus workers) সমস্যা নিয়ে অবশ্যই সমাধানের চেষ্টা করব । বুধবার শিলিগুড়িতে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি নিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) ।

এদিন পাহাড় সফর শেষ করে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান তিনি । সেখানে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি নিয়ে ওই মন্তব্য করেন । তিনি বলেন, "আমি আন্দোলনের সময়েও বলেছিলাম আমি তাদের পাশে আছি । তাদের চুক্তির মধ্যে থাকা যেসব দাবি রয়েছে সেসব পূরণের অবশ্যই চেষ্টা করব । পুজোর আগে কর্মবিরতি উঠে যাওয়ায় মানুষের সুবিধা হবে ।"

আরও পড়ুন: দিঘায় বিক্ষোভকারী বাসকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক 4

প্রসঙ্গত, সাত দিন টানা কর্মবিরতির পর বুধবার থেকে আন্দোলন (SBSTC bus workers protest) প্রত্যাহার করেছে এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা । সরকারি বাস পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি সাধারণ মানুষের মধ্যে ।

এর আগেও যাত্রীদের দুর্ভোগ মেটাতে তৎপর হয়েছিলেন পরিবহণমন্ত্রী ৷ তিনি জানিয়েছিলেন, কর্মীদের সমস্যার কথা মাথায় রেখে পুজোর পরই তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷ সেই বৈঠকে তাঁদের দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা করা হবে । তবে আপাতত কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি ৷

অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস পরিবহণমন্ত্রীর

গত শুক্রবার থেকে আসানসোলের বাস ডিপোয় প্রথম বিক্ষোভ সমাবেশ করেন এসবিএসটিসি (SBSTC)-র অস্থায়ী কর্মীরা । এরপর ধীরে ধীরে বাকি ডিপোগুলিতে শুরু হয়েছে কর্মিবিরতি । দ্রুত স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ বাকি সুযোগ সুবিধা দেওয়া - এমনই কয়েক দফা দাবি রয়েছে কর্মীদের । সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের দাবিগুলি জানিয়ে এলেও কোনও কাজ হয়নি ।

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: এটাই কাম্য ছিল । পরিষেবা চালু হওয়ায় মানুষের সুবিধা হবে । পুজোর পর এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের (SBSTC bus workers) সমস্যা নিয়ে অবশ্যই সমাধানের চেষ্টা করব । বুধবার শিলিগুড়িতে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি নিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty) ।

এদিন পাহাড় সফর শেষ করে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান তিনি । সেখানে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি নিয়ে ওই মন্তব্য করেন । তিনি বলেন, "আমি আন্দোলনের সময়েও বলেছিলাম আমি তাদের পাশে আছি । তাদের চুক্তির মধ্যে থাকা যেসব দাবি রয়েছে সেসব পূরণের অবশ্যই চেষ্টা করব । পুজোর আগে কর্মবিরতি উঠে যাওয়ায় মানুষের সুবিধা হবে ।"

আরও পড়ুন: দিঘায় বিক্ষোভকারী বাসকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক 4

প্রসঙ্গত, সাত দিন টানা কর্মবিরতির পর বুধবার থেকে আন্দোলন (SBSTC bus workers protest) প্রত্যাহার করেছে এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা । সরকারি বাস পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি সাধারণ মানুষের মধ্যে ।

এর আগেও যাত্রীদের দুর্ভোগ মেটাতে তৎপর হয়েছিলেন পরিবহণমন্ত্রী ৷ তিনি জানিয়েছিলেন, কর্মীদের সমস্যার কথা মাথায় রেখে পুজোর পরই তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷ সেই বৈঠকে তাঁদের দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা করা হবে । তবে আপাতত কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি ৷

অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস পরিবহণমন্ত্রীর

গত শুক্রবার থেকে আসানসোলের বাস ডিপোয় প্রথম বিক্ষোভ সমাবেশ করেন এসবিএসটিসি (SBSTC)-র অস্থায়ী কর্মীরা । এরপর ধীরে ধীরে বাকি ডিপোগুলিতে শুরু হয়েছে কর্মিবিরতি । দ্রুত স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ বাকি সুযোগ সুবিধা দেওয়া - এমনই কয়েক দফা দাবি রয়েছে কর্মীদের । সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের দাবিগুলি জানিয়ে এলেও কোনও কাজ হয়নি ।

Last Updated : Sep 28, 2022, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.