ETV Bharat / city

শহরের সৌন্দর্য্য ফেরাতে শিলিগুড়ির একাংশ এবার নো হোর্ডিং জ়োন - শিলিগুড়ি

বিজ্ঞাপন থেকে শিলিগুড়ি পৌরনিগম বছরে প্রায় চার কোটি টাকা আয় করে থাকে । এর পরেও শহরের বেশ কিছু এলাকাকে নো হোর্ডিং জ়োন হিসেবে ঘোষণা করল পৌরনিগম । শিলিগুড়ি শহরের পুরানো চেহারা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ ৷

s
s
author img

By

Published : Jul 9, 2021, 9:34 AM IST

শিলিগুড়ি, 9 জুলাই : শহরের বেশ কিছু এলাকাকে নো হোর্ডিং জ়োন ঘোষণা করল শিলিগুড়ি পৌরনিগম । শহরের পুরানো চেহারা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে প্রশাসন ।

যত বড় শহর, তত বেশি বিজ্ঞাপন । ফলে বিজ্ঞাপনে ঢাকা পড়ে যাচ্ছে সবুজ প্রকৃতি । এক্ষেত্রে শিলিগুড়িও ব্যতিক্রম না ৷ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি । উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার কারণে দেশ-বিদেশের মানুষের আসা-যাওয়া লেগেই থাকে ৷ একসময় শিলিগুড়ি থেকে শৈলরানি দার্জিলিং, তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও এখন চোখ আটকায় দানবাকার বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ৷

শিলিগুড়ি পৌরনিগমের আয়ের অন্যতম উৎস এই বিজ্ঞাপনের হোর্ডিং । বিজ্ঞাপন থেকে শিলিগুড়ি পৌরনিগম বছরে প্রায় চার কোটি টাকা আয় করে থাকে । এর পরেও শহরের বেশ কিছু এলাকাকে নো হোর্ডিং জ়োন হিসেবে ঘোষণা করল পৌরনিগম । শিলিগুড়ি শহরের পুরানো চেহারা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ ৷

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আপাতত হাশমি চক এবং মহাত্মা গান্ধি চক বা এয়ারভিউ মোড়কে নো হোর্ডিং জ়োন করা হচ্ছে ৷ ভবিষ্যতে বর্ধমান রোড ও হিলকার্ট রোডকে নো হোর্ডিং জ়োনের আওতায় আনা হবে ৷ পৌর প্রশাসকদের কথায়, দৃশ্যদূষণ ছাড়াও ঝড়-বৃষ্টির সময় হোর্ডিং খুলে পড়ে সড়ক দুর্ঘটনার আশঙ্কা থাকে । তা আটকাতেও শহরে বিজ্ঞাপনের হোর্ডিং কমাতে চাইছে পৌরনিগম ৷

শিলিগুড়িতে এবার নো হোর্ডিং জ়োন

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, "বিজ্ঞাপনে শহর ঢাকা পড়ে গিয়েছিল । শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছিল । সেই কারণেই এই উদ্যোগ । তাতে হয়ত পৌরনিগমের আয় কিছুটা কমবে । কিন্তু, শহরকে বাঁচাতে হলে আয়ের বিষয়ে চিন্তা করলে হবে না ।"

আরও পড়ুন : সাধারণ মানুষের হয়রানি দূর করতে শিলিগুড়ি পৌরনিগমে চালু ই-পোর্টাল

আর এক সদস্য অলোক চক্রবর্তী বলেন, "শহরের আগের সৌন্দর্য ফেরানোই আমাদের লক্ষ্য । আপাতত দু'টি জায়গাকে নো হোর্ডিং জ়োন করা হল । আগামীতে আরও কিছু জায়গাকে নো হোর্ডিং জ়োন করা হবে।"

শিলিগুড়ি, 9 জুলাই : শহরের বেশ কিছু এলাকাকে নো হোর্ডিং জ়োন ঘোষণা করল শিলিগুড়ি পৌরনিগম । শহরের পুরানো চেহারা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে প্রশাসন ।

যত বড় শহর, তত বেশি বিজ্ঞাপন । ফলে বিজ্ঞাপনে ঢাকা পড়ে যাচ্ছে সবুজ প্রকৃতি । এক্ষেত্রে শিলিগুড়িও ব্যতিক্রম না ৷ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি । উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ার কারণে দেশ-বিদেশের মানুষের আসা-যাওয়া লেগেই থাকে ৷ একসময় শিলিগুড়ি থেকে শৈলরানি দার্জিলিং, তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও এখন চোখ আটকায় দানবাকার বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ৷

শিলিগুড়ি পৌরনিগমের আয়ের অন্যতম উৎস এই বিজ্ঞাপনের হোর্ডিং । বিজ্ঞাপন থেকে শিলিগুড়ি পৌরনিগম বছরে প্রায় চার কোটি টাকা আয় করে থাকে । এর পরেও শহরের বেশ কিছু এলাকাকে নো হোর্ডিং জ়োন হিসেবে ঘোষণা করল পৌরনিগম । শিলিগুড়ি শহরের পুরানো চেহারা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ ৷

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আপাতত হাশমি চক এবং মহাত্মা গান্ধি চক বা এয়ারভিউ মোড়কে নো হোর্ডিং জ়োন করা হচ্ছে ৷ ভবিষ্যতে বর্ধমান রোড ও হিলকার্ট রোডকে নো হোর্ডিং জ়োনের আওতায় আনা হবে ৷ পৌর প্রশাসকদের কথায়, দৃশ্যদূষণ ছাড়াও ঝড়-বৃষ্টির সময় হোর্ডিং খুলে পড়ে সড়ক দুর্ঘটনার আশঙ্কা থাকে । তা আটকাতেও শহরে বিজ্ঞাপনের হোর্ডিং কমাতে চাইছে পৌরনিগম ৷

শিলিগুড়িতে এবার নো হোর্ডিং জ়োন

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, "বিজ্ঞাপনে শহর ঢাকা পড়ে গিয়েছিল । শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছিল । সেই কারণেই এই উদ্যোগ । তাতে হয়ত পৌরনিগমের আয় কিছুটা কমবে । কিন্তু, শহরকে বাঁচাতে হলে আয়ের বিষয়ে চিন্তা করলে হবে না ।"

আরও পড়ুন : সাধারণ মানুষের হয়রানি দূর করতে শিলিগুড়ি পৌরনিগমে চালু ই-পোর্টাল

আর এক সদস্য অলোক চক্রবর্তী বলেন, "শহরের আগের সৌন্দর্য ফেরানোই আমাদের লক্ষ্য । আপাতত দু'টি জায়গাকে নো হোর্ডিং জ়োন করা হল । আগামীতে আরও কিছু জায়গাকে নো হোর্ডিং জ়োন করা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.