ETV Bharat / city

TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগম তৃণমূলের দখলে - BJP

শিলিগুড়ি পৌরনিগমে বোর্ড গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস (tmc wins in siliguri municipal corporation election) ৷ বাম ও বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়ে এখানে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

tmc wins in siliguri municipal corporation election
TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগমে জয়ী তৃণমূল
author img

By

Published : Feb 14, 2022, 1:13 PM IST

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে ঐতিহাসিক জয় ঘাসফুল শিবিরের (TMC wins in Siliguri Municipal Corporation Election) । একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শিলিগুড়ি পৌরনিগমের দখল নিল তৃণমূল কংগ্রেস ।

47টির মধ্যে 37টি আসন পেয়েছে তারা । বিজেপি 5টি, সিপিএম 4টি এবং কংগ্রেস একটি আসন পেয়েছে । পরাজিত হয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ও হেভিওয়েট প্রার্থী নান্টু পাল ।

ইতিমধ্যে মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে ৷ গৌতম দেব এই জয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন ৷ তিনি শিলিগুড়িকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন ৷ আর জয় নিশ্চিত হতেই সবুজ আবিরে ভেসেছেন দলীয় কর্মী-সমর্থকরা ।

তৃণমূল কংগ্রেস পেয়েছে - 1, 2, 3, 6, 17, 18, 20, 23, 31, 33, 46, 47, 25, 32, 34, 26, 7, 14, 27, 40, 43, 10, 35, 12, 37, 38, 44, 13, 15, 21, 36, 41, 24, 30, 39, 42 ও 28 নম্বর ওয়ার্ড ৷ কংগ্রেস জিতেছে 16 নম্বর ওয়ার্ডে ৷ আর বিজেপি 5, 8, 4, 11, 9 নম্বর ওয়ার্ডে জিতেছে ।

TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগমে জয়ী তৃণমূল

আরও পড়ুন : SMC Election Result 2022 : বিপুল ভোটে জিতে শিলিগুড়িতে কামব্যাক গৌতম দেবের

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে ঐতিহাসিক জয় ঘাসফুল শিবিরের (TMC wins in Siliguri Municipal Corporation Election) । একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শিলিগুড়ি পৌরনিগমের দখল নিল তৃণমূল কংগ্রেস ।

47টির মধ্যে 37টি আসন পেয়েছে তারা । বিজেপি 5টি, সিপিএম 4টি এবং কংগ্রেস একটি আসন পেয়েছে । পরাজিত হয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ও হেভিওয়েট প্রার্থী নান্টু পাল ।

ইতিমধ্যে মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে ৷ গৌতম দেব এই জয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন ৷ তিনি শিলিগুড়িকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন ৷ আর জয় নিশ্চিত হতেই সবুজ আবিরে ভেসেছেন দলীয় কর্মী-সমর্থকরা ।

তৃণমূল কংগ্রেস পেয়েছে - 1, 2, 3, 6, 17, 18, 20, 23, 31, 33, 46, 47, 25, 32, 34, 26, 7, 14, 27, 40, 43, 10, 35, 12, 37, 38, 44, 13, 15, 21, 36, 41, 24, 30, 39, 42 ও 28 নম্বর ওয়ার্ড ৷ কংগ্রেস জিতেছে 16 নম্বর ওয়ার্ডে ৷ আর বিজেপি 5, 8, 4, 11, 9 নম্বর ওয়ার্ডে জিতেছে ।

TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগমে জয়ী তৃণমূল

আরও পড়ুন : SMC Election Result 2022 : বিপুল ভোটে জিতে শিলিগুড়িতে কামব্যাক গৌতম দেবের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.