ETV Bharat / city

উত্তরবঙ্গে তৃণমূলের ছিঁটেফোঁটাও সাফ হয়ে যাবে : শুভেন্দু

উত্তরবঙ্গে যেটুকু ছিটেফোঁটা তৃণমূল রয়েছে তা একুশের নির্বাচনের পর সব সাফ হয়ে যাবে । গতরাতে দলীয় কার্যালয়ে বক্তৃতায় এমনই বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

author img

By

Published : Feb 15, 2021, 4:56 PM IST

বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ছিটেফোঁটা তৃণমূলকে সাফ করতে হবে : শুভেন্দু
বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ছিটেফোঁটা তৃণমূলকে সাফ করতে হবে : শুভেন্দু

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । গতরাতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক কার্যালয়ের কর্মসূচি প্রথমে বাতিল হলেও আচমকা রাতে দলীয় কার্যালয়ে ঢোকেন তিনি । আর কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের সময় রাজ্যের অনুন্নয়নের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাম কংগ্রেস থেকে বিমল গুরুংকে আক্রমণ করেন তিনি । উত্তরবঙ্গে যেটুকু ছিটেফোঁটা তৃণমূলের রয়েছে, তা বিধানসভা নির্বাচনে সাফ হয়ে যাবে, এমনই বলতে শোনা যায় তাঁকে ।

তিনি আরও বলেন, "প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সামনে রেখে শিলিগুড়িতে পরিবর্তন এসেছিল । সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি । জমির দালালি থেকে সিন্ডিকেট রাজ, তোলাবাজি থেকে পুলিশকে অপব্যবহার, মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসানো, মানুষ বুঝে গিয়েছে । কখনও মুখ্যমন্ত্রীকে দেখিয়ে, কখনও ভাইপোকে দেখিয়ে ওই কাজগুলো করায় মানুষের থেকে দূরে সরে গিয়েছে ।"

আরও পড়ুন : "তোলাবাজ" বলায় জেলা মহিলা তৃণমূল সভানেত্রীকে আইনি নোটিস শুভেন্দুর

অন্যদিকে, শিলিগুড়ির রাজনৈতিক বিষয়ে একইভাবে তৃণমূল ও বাম কংগ্রেস জোটের মধ্যে গোপন আঁতাত থাকার অভিযোগ তোলেন তিনি । ওই বিষয়ে বলেন, "বামপন্থীরা তৃণমূলের নেতিবাচক দিকটিকে বুঝে আন্দোলন করছিল কিন্তু তারাও এখন সমঝোতার পথে চলছে । আমার ভাই পৌরসভার প্রশাসক ছিল । আমি বিজেপিতে যোগ দেওয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু অশোক ভট্টাচার্যকে রেখে দেওয়া হয়েছে । তাদের ম্যাচ ফিক্সিং পরিষ্কার । মূল উদ্দেশ্য যাতে বিজেপি না আসে ।"

উত্তরবঙ্গে তৃণমূলের ছিঁটেফোঁটাও সাফ হয়ে যাবে : শুভেন্দু

পাহাড়ের রাজনীতি নিয়ে বিমল গুরুং প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "দেশদ্রোহিতার মামলা থাকা একজনকে জামাই আদর করে পাইলট গাড়ি দিয়ে পাঠানো হচ্ছে । তৃণমূলের একমাত্র উদ্দেশ্য বিজেপিকে দুর্বল করা ।"

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । গতরাতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক কার্যালয়ের কর্মসূচি প্রথমে বাতিল হলেও আচমকা রাতে দলীয় কার্যালয়ে ঢোকেন তিনি । আর কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের সময় রাজ্যের অনুন্নয়নের অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাম কংগ্রেস থেকে বিমল গুরুংকে আক্রমণ করেন তিনি । উত্তরবঙ্গে যেটুকু ছিটেফোঁটা তৃণমূলের রয়েছে, তা বিধানসভা নির্বাচনে সাফ হয়ে যাবে, এমনই বলতে শোনা যায় তাঁকে ।

তিনি আরও বলেন, "প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সামনে রেখে শিলিগুড়িতে পরিবর্তন এসেছিল । সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি । জমির দালালি থেকে সিন্ডিকেট রাজ, তোলাবাজি থেকে পুলিশকে অপব্যবহার, মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসানো, মানুষ বুঝে গিয়েছে । কখনও মুখ্যমন্ত্রীকে দেখিয়ে, কখনও ভাইপোকে দেখিয়ে ওই কাজগুলো করায় মানুষের থেকে দূরে সরে গিয়েছে ।"

আরও পড়ুন : "তোলাবাজ" বলায় জেলা মহিলা তৃণমূল সভানেত্রীকে আইনি নোটিস শুভেন্দুর

অন্যদিকে, শিলিগুড়ির রাজনৈতিক বিষয়ে একইভাবে তৃণমূল ও বাম কংগ্রেস জোটের মধ্যে গোপন আঁতাত থাকার অভিযোগ তোলেন তিনি । ওই বিষয়ে বলেন, "বামপন্থীরা তৃণমূলের নেতিবাচক দিকটিকে বুঝে আন্দোলন করছিল কিন্তু তারাও এখন সমঝোতার পথে চলছে । আমার ভাই পৌরসভার প্রশাসক ছিল । আমি বিজেপিতে যোগ দেওয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু অশোক ভট্টাচার্যকে রেখে দেওয়া হয়েছে । তাদের ম্যাচ ফিক্সিং পরিষ্কার । মূল উদ্দেশ্য যাতে বিজেপি না আসে ।"

উত্তরবঙ্গে তৃণমূলের ছিঁটেফোঁটাও সাফ হয়ে যাবে : শুভেন্দু

পাহাড়ের রাজনীতি নিয়ে বিমল গুরুং প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "দেশদ্রোহিতার মামলা থাকা একজনকে জামাই আদর করে পাইলট গাড়ি দিয়ে পাঠানো হচ্ছে । তৃণমূলের একমাত্র উদ্দেশ্য বিজেপিকে দুর্বল করা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.