ETV Bharat / city

বেসরকারি সংস্থার সমীক্ষায় ভরসা রেখে পৌরভোটে লড়বে তৃণমূল - siliguri municipal election

শিলিগুড়ি পৌরভোটে ভালো ফল করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস । নিজেদের শক্তি-দুর্বলতা বুঝতে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছেন তাঁরা । জানালেন তৃণমূল নেতা গৌতম দেব ।

goutam deb
পর্যটন মন্ত্রী গৌতম দেব
author img

By

Published : Feb 15, 2020, 11:45 PM IST

শিলিগুড়ি,15 ফেব্রুয়ারি : রাজ্যজুড়ে বাড়বাড়ন্ত হলেও শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের ভাঁড়ার শূন্য ৷ রাজ্যে একের পর নির্বাচনে ভালো ফল করলেও শিলিগুড়িতে বারবার ব্যর্থ হয়েছে রাজ্যের শাসকদল ৷ সামনেই শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন। এবারের নির্বাচনে নিজেদের ভাঁড়ার ভরাতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা ৷ নিজেদের শক্তি-দুর্বলতা জেনে নিতে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছেও । আজ একথা জানালেন গৌতম দেব ৷ তিনি আরও জানান, সেই সমীক্ষার রিপোর্ট হাতে আসতেই তার তুল্যমূল্য বিচার করে এগোবে দল ৷ সেই মতো তৈরি করা হলে রণকৌশল ৷ করা হবে প্রয়োজনীয় পদক্ষেপ ৷

গৌতমবাবু বলেন, আগেরবারের মতো এবারের পৌরনিগম ভোটেও বাম-কংগ্রেস একসঙ্গে লড়বে ৷ তবে এবার তাদের সঙ্গে না কি BJP-ও জোট বেঁধেছে ৷ বলেন, "শিলিগুড়িতে তৃণমূলকে হারাতে কার্যত প্রকাশ্যে জোট বেঁধেছে BJP ও বাম-কংগ্রেস । পারস্পরিক নানা সহযোগিতা নিয়ে ওরা চলছে । এভাবেই ওরা এগোচ্ছে । আসল লক্ষ্য তৃণমূলকে আটকানো ।"

বেসরকারি সংস্থার সমীক্ষায় ভরসা রাখছেন গৌতম দেব

তবে নির্বাচনে জিততে যে তাঁরা মরিয়া, তা কার্যত পরিষ্কার করে দেন গৌতমবাবু ৷ বলেন "আমরা শিলিগুড়িতে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিলাম । সেই রিপোর্ট এসেছে। বেশ কিছু সুপারিশ রয়েছে সেই রিপোর্টে । তা খতিয়ে দেখছি। তার ভিত্তিতেই নির্বাচনে লড়া হবে ।"

আসন্ন নির্বাচনের আগে মানুষের প্রত্যাশাকে সামনে রেখে শিলিগুড়িতে সাধারণ ইস্তাহারের পাশাপাশি বোরোভিত্তিক পাঁচটি পৃথক ইস্তাহারও বের করা হবে বলে জানান গৌতমবাবু । স্থানীয় দাবিদাওয়াগুলিকেও ইস্তাহারে গুরুত্ব দেওয়া হবে ।

শিলিগুড়ি,15 ফেব্রুয়ারি : রাজ্যজুড়ে বাড়বাড়ন্ত হলেও শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের ভাঁড়ার শূন্য ৷ রাজ্যে একের পর নির্বাচনে ভালো ফল করলেও শিলিগুড়িতে বারবার ব্যর্থ হয়েছে রাজ্যের শাসকদল ৷ সামনেই শিলিগুড়ি পৌরনিগম নির্বাচন। এবারের নির্বাচনে নিজেদের ভাঁড়ার ভরাতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা ৷ নিজেদের শক্তি-দুর্বলতা জেনে নিতে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছেও । আজ একথা জানালেন গৌতম দেব ৷ তিনি আরও জানান, সেই সমীক্ষার রিপোর্ট হাতে আসতেই তার তুল্যমূল্য বিচার করে এগোবে দল ৷ সেই মতো তৈরি করা হলে রণকৌশল ৷ করা হবে প্রয়োজনীয় পদক্ষেপ ৷

গৌতমবাবু বলেন, আগেরবারের মতো এবারের পৌরনিগম ভোটেও বাম-কংগ্রেস একসঙ্গে লড়বে ৷ তবে এবার তাদের সঙ্গে না কি BJP-ও জোট বেঁধেছে ৷ বলেন, "শিলিগুড়িতে তৃণমূলকে হারাতে কার্যত প্রকাশ্যে জোট বেঁধেছে BJP ও বাম-কংগ্রেস । পারস্পরিক নানা সহযোগিতা নিয়ে ওরা চলছে । এভাবেই ওরা এগোচ্ছে । আসল লক্ষ্য তৃণমূলকে আটকানো ।"

বেসরকারি সংস্থার সমীক্ষায় ভরসা রাখছেন গৌতম দেব

তবে নির্বাচনে জিততে যে তাঁরা মরিয়া, তা কার্যত পরিষ্কার করে দেন গৌতমবাবু ৷ বলেন "আমরা শিলিগুড়িতে বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিলাম । সেই রিপোর্ট এসেছে। বেশ কিছু সুপারিশ রয়েছে সেই রিপোর্টে । তা খতিয়ে দেখছি। তার ভিত্তিতেই নির্বাচনে লড়া হবে ।"

আসন্ন নির্বাচনের আগে মানুষের প্রত্যাশাকে সামনে রেখে শিলিগুড়িতে সাধারণ ইস্তাহারের পাশাপাশি বোরোভিত্তিক পাঁচটি পৃথক ইস্তাহারও বের করা হবে বলে জানান গৌতমবাবু । স্থানীয় দাবিদাওয়াগুলিকেও ইস্তাহারে গুরুত্ব দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.