ETV Bharat / city

TMC Tea Garden Union: রাজ্যের সমস্ত চাবাগানে শাসকদলের একটিই সংগঠন, ঘোষণা মলয় ঘটকের

রাজ্যের সমস্ত চাবাগানগুলিতে একটি শ্রমিক সংগঠন থাকবে বলে জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। এই শ্রমিক সংগঠনের নাম হল 'তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন’।

TMC Tea Garden Union
TMC Tea Garden Union
author img

By

Published : Jan 28, 2022, 7:42 PM IST

শিলিগুড়ি, 28 জানুয়ারি: রাজ্যের সমস্ত চাবাগানগুলিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত একটিই চা শ্রমিক সংগঠন থাকতে চলেছে। শুক্রবার শিলিগুড়িতে একথা জানান রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। এদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের একটি ভবনে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, বুলুচিক বরাইক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে-সহ অন্যান্যরা।

এদিন আলিপুরদুয়ার জেলার সিটু নেতা তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবিন রাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় ঘটক বলেন, "রাজ্যে চাবাগানগুলিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত আলাদা আলাদা আর কোনও সংগঠন থাকবে না। একটাই সংগঠন থাকবে 'তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন’। এখন থেকে সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে একত্রিত করে এই সংগঠনের আওতায় নিয়ে আসা হল।" রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "সমস্ত শ্রমিক সংগঠনকে একছাদের তলায় নিয়ে আসা হল। এতে চাবাগানে সংগঠন পরিচালনায় সুবিধা হবে। একে একে বিরোধী দল থেকে নেতা-কর্মীরা যোগ দিচ্ছে। আগামীতে আরও বড় চমক রয়েছে।"

আরও পড়ুন: ফের তুষারপাত দার্জিলিংয়ে, খুশির আমেজ পর্যটকমহলে

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি চাবাগান অধ্যুষিত জেলা বা এলাকায় শাসকদল পরিচালিত একাধিক শ্রমিক সংগঠন থাকায় সংগঠন পরিচালনায় বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের সমস্ত চাবাগানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত একটিমাত্র শ্রমিক সংগঠন তৈরির নির্দেশ দেন। সেইমতো এদিন থেকে চাবাগানের সমস্ত শ্রমিক সংগঠনকে তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়নের আওতায় নিয়ে আসা হয়।

শিলিগুড়ি, 28 জানুয়ারি: রাজ্যের সমস্ত চাবাগানগুলিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত একটিই চা শ্রমিক সংগঠন থাকতে চলেছে। শুক্রবার শিলিগুড়িতে একথা জানান রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। এদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের একটি ভবনে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, বুলুচিক বরাইক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে-সহ অন্যান্যরা।

এদিন আলিপুরদুয়ার জেলার সিটু নেতা তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবিন রাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় ঘটক বলেন, "রাজ্যে চাবাগানগুলিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত আলাদা আলাদা আর কোনও সংগঠন থাকবে না। একটাই সংগঠন থাকবে 'তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন’। এখন থেকে সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে একত্রিত করে এই সংগঠনের আওতায় নিয়ে আসা হল।" রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "সমস্ত শ্রমিক সংগঠনকে একছাদের তলায় নিয়ে আসা হল। এতে চাবাগানে সংগঠন পরিচালনায় সুবিধা হবে। একে একে বিরোধী দল থেকে নেতা-কর্মীরা যোগ দিচ্ছে। আগামীতে আরও বড় চমক রয়েছে।"

আরও পড়ুন: ফের তুষারপাত দার্জিলিংয়ে, খুশির আমেজ পর্যটকমহলে

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি চাবাগান অধ্যুষিত জেলা বা এলাকায় শাসকদল পরিচালিত একাধিক শ্রমিক সংগঠন থাকায় সংগঠন পরিচালনায় বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের সমস্ত চাবাগানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত একটিমাত্র শ্রমিক সংগঠন তৈরির নির্দেশ দেন। সেইমতো এদিন থেকে চাবাগানের সমস্ত শ্রমিক সংগঠনকে তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়নের আওতায় নিয়ে আসা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.