ETV Bharat / city

Rare Surgery at NBMC : গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ - Rare Surgery at North Bengal Medical College

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের বিরল অস্ত্রোপচার (Rare Surgery at North Bengal Medical College) ৷ প্রাণে বাঁচল বছর তিনেকের শিশু ৷ প্রায় এক ইঞ্চির একটি পেরেক গিলে ফেলেছিল সে ৷ অপারেশনের মাধ্যমে সেটি বের করা হয় ৷

North Bengal Medical College News
উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ
author img

By

Published : Mar 17, 2022, 4:03 PM IST

Updated : Mar 17, 2022, 5:22 PM IST

শিলিগুড়ি, 17 মার্চ : বিরল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল একরত্তির ৷ শিশুর গলায় বিঁধেছিল পেরেক । তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করে অপারেশনের ব্যবস্থা করা হয় ৷ তাতেই প্রাণ বাঁচে শিশুর (Rare Surgery at North Bengal Medical College) । কয়েকদিন আগেই এক মহিলার বুক এফোঁড়-ওফোঁড় হয়ে যায় বাঁশে ৷ এই হাসপাতালেই তাঁর অপারেশন হয় ৷ তারপর আবার আজ নজির গড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ৷

হাসপাতাল সূত্রে খবর, বুধবার খেলতে খেলতে বছর তিনেকের মহম্মদ আরিস পেরেকটি গিলে ফেলে ৷ তারপরই তার প্রবল কাশি ও শ্বাসকষ্ট শুরু হয় । শিলিগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা ওই শিশুকে রাতেই নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । বিষয়টি জানা মাত্র শিশুর এক্স-রে করে পেরেকটি কোথায় তার শরীরের কোথায় রয়েছে, তা দেখে নেন চিকিৎসকরা ৷ তড়িঘড়ি সাতজন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় ৷ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বৃহস্পতিবার সকালে শিশুর অপারেশন করে সাত সদস্যের চিকিৎসক দল ।

North Bengal Medical College News
বাঁদিকে, শিশুর গলা আটকে থাকা পেরেক ৷ অপারেশনের পর বের করা হল সেটি

জানা গিয়েছে, ওই মেডিক্য়াল বোর্ডে ছিলেন শল্য চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বেই অপারেশনটি সম্পন্ন হয় ৷ এছাড়াও ছিলেন চিকিৎসক মণিদীপা সরকার, সৌমেন্দু ভৌমিক, অ্যানাস্থেসিয়া বিভাগের অধ্যাপক তারাপদ দাস, অধ্যাপক সুব্রত মণ্ডল ও চিকিৎসক কুণাল ।

চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "শিশুর বয়স বছর তিনেক ৷ জটিল অস্ত্রোপচার ছিল । তবে আমরা পিছপা হইনি । পেরেকটি বের করা গিয়েছে । আপাতত বিপন্মুক্ত সে । তাকে অবজারভেশনে পিকুতে রাখা হয়েছে ।"

একরত্তির প্রাণ বাঁচিয়ে ফের নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় এক মহিলার বুক ফুঁড়ে ঢুকে যায় বাঁশ ৷ অস্ত্রোপচার করে সেই মহিলাকে প্রাণ বাঁচিয়েছিলেন এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা । এবার ফের একবার দৃষ্টান্ত স্থাপন করল এই সরকারি হাসপাতাল ।

আরও পড়ুন : Rare Surgery in SSKM : এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি

শিলিগুড়ি, 17 মার্চ : বিরল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল একরত্তির ৷ শিশুর গলায় বিঁধেছিল পেরেক । তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করে অপারেশনের ব্যবস্থা করা হয় ৷ তাতেই প্রাণ বাঁচে শিশুর (Rare Surgery at North Bengal Medical College) । কয়েকদিন আগেই এক মহিলার বুক এফোঁড়-ওফোঁড় হয়ে যায় বাঁশে ৷ এই হাসপাতালেই তাঁর অপারেশন হয় ৷ তারপর আবার আজ নজির গড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ৷

হাসপাতাল সূত্রে খবর, বুধবার খেলতে খেলতে বছর তিনেকের মহম্মদ আরিস পেরেকটি গিলে ফেলে ৷ তারপরই তার প্রবল কাশি ও শ্বাসকষ্ট শুরু হয় । শিলিগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা ওই শিশুকে রাতেই নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । বিষয়টি জানা মাত্র শিশুর এক্স-রে করে পেরেকটি কোথায় তার শরীরের কোথায় রয়েছে, তা দেখে নেন চিকিৎসকরা ৷ তড়িঘড়ি সাতজন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় ৷ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বৃহস্পতিবার সকালে শিশুর অপারেশন করে সাত সদস্যের চিকিৎসক দল ।

North Bengal Medical College News
বাঁদিকে, শিশুর গলা আটকে থাকা পেরেক ৷ অপারেশনের পর বের করা হল সেটি

জানা গিয়েছে, ওই মেডিক্য়াল বোর্ডে ছিলেন শল্য চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বেই অপারেশনটি সম্পন্ন হয় ৷ এছাড়াও ছিলেন চিকিৎসক মণিদীপা সরকার, সৌমেন্দু ভৌমিক, অ্যানাস্থেসিয়া বিভাগের অধ্যাপক তারাপদ দাস, অধ্যাপক সুব্রত মণ্ডল ও চিকিৎসক কুণাল ।

চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "শিশুর বয়স বছর তিনেক ৷ জটিল অস্ত্রোপচার ছিল । তবে আমরা পিছপা হইনি । পেরেকটি বের করা গিয়েছে । আপাতত বিপন্মুক্ত সে । তাকে অবজারভেশনে পিকুতে রাখা হয়েছে ।"

একরত্তির প্রাণ বাঁচিয়ে ফের নজির গড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

কয়েকদিন আগেই পথ দুর্ঘটনায় এক মহিলার বুক ফুঁড়ে ঢুকে যায় বাঁশ ৷ অস্ত্রোপচার করে সেই মহিলাকে প্রাণ বাঁচিয়েছিলেন এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা । এবার ফের একবার দৃষ্টান্ত স্থাপন করল এই সরকারি হাসপাতাল ।

আরও পড়ুন : Rare Surgery in SSKM : এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি

Last Updated : Mar 17, 2022, 5:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.