ETV Bharat / city

Child Fever : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ফের জ্বরে তিন শিশুর মৃত্যু - Children in fever

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) ফের তিন শিশুর মৃত্যু ঘটল ৷ 1 মাস 25 দিন, 8 মাস এবং 11 বছর বয়সী মৃত শিশুদের বাড়ি যথাক্রমে ধূপগুড়ি, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এবং শিলিগুড়ির প্রধাননগরের রামকৃষ্ণনগরে ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই শিশুদের শুধু জ্বরই নয়, তাদের আরও বিভিন্ন রকমের সমস্যা ছিল ৷

উত্তরবঙ্গ মেডিক্যালে তিন শিশুর মৃত্যু
উত্তরবঙ্গ মেডিক্যালে তিন শিশুর মৃত্যু
author img

By

Published : Sep 26, 2021, 8:26 PM IST

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর : একদিনে জ্বর ও শ্বাসকষ্টের ফলে মৃত্যু হল তিন শিশুর । উদ্বেগ বাড়ল চিকিৎসকমহলে ৷ অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ৷

রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি থাকা তিন শিশুর মৃত্যু হল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের বয়স যথাক্রমে 8 মাস, 1 মাস 25 দিন এবং 11 বছর । তারা প্রত্যেকেই মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (Pediatric Intensive Care Unit- PICU) ভর্তি ছিল । জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির 1 মাস 25 দিনের অয়ন বিশ্বাস, শিলিগুড়ির প্রধাননগরের রামকৃষ্ণনগরের 11 বছরের শহিদুল হক ও শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 8 মাসের নিখাত পারভিনের এদিন মৃত্যু হয়েছে । এই নিয়ে গত পাঁচ দিনে ছয়জন এবং গত এক সপ্তাহে আটজন শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

তবে এই পরিস্থিতিতেও চিকিৎসকদের দাবি, রবিবার মৃত তিন শিশুর জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও একাধিক শারীরিক সমস্যা ছিল । তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের অন্যান্য রোগে ভুগছিল । হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের শিশু বিভাগের এখনও পর্যন্ত 60 জনের বেশি শিশু জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে । চিকিৎসা চলছে তাদের ।

এই বিষয়ে মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "আমাদের হাসপাতালে দু'জন খুব কমবয়সী শিশুর মৃত্যু হয়েছে । অন্য আরও একজনেরও খোঁজ পাচ্ছি । আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি ।"

এদিকে একই দিনে তিন শিশুর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার । অভিযোগ, চিকিৎসকরা সময়মতো শিশুদের চিকিৎসা করেননি । ফলে মৃত্যু হয়েছে শিশুদের ।

আরও পড়ুন : Child fever : উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে আজ ফের এক শিশুর মৃত্যু

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর : একদিনে জ্বর ও শ্বাসকষ্টের ফলে মৃত্যু হল তিন শিশুর । উদ্বেগ বাড়ল চিকিৎসকমহলে ৷ অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ৷

রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি থাকা তিন শিশুর মৃত্যু হল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের বয়স যথাক্রমে 8 মাস, 1 মাস 25 দিন এবং 11 বছর । তারা প্রত্যেকেই মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (Pediatric Intensive Care Unit- PICU) ভর্তি ছিল । জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির 1 মাস 25 দিনের অয়ন বিশ্বাস, শিলিগুড়ির প্রধাননগরের রামকৃষ্ণনগরের 11 বছরের শহিদুল হক ও শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 8 মাসের নিখাত পারভিনের এদিন মৃত্যু হয়েছে । এই নিয়ে গত পাঁচ দিনে ছয়জন এবং গত এক সপ্তাহে আটজন শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷

তবে এই পরিস্থিতিতেও চিকিৎসকদের দাবি, রবিবার মৃত তিন শিশুর জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও একাধিক শারীরিক সমস্যা ছিল । তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের অন্যান্য রোগে ভুগছিল । হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের শিশু বিভাগের এখনও পর্যন্ত 60 জনের বেশি শিশু জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে । চিকিৎসা চলছে তাদের ।

এই বিষয়ে মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "আমাদের হাসপাতালে দু'জন খুব কমবয়সী শিশুর মৃত্যু হয়েছে । অন্য আরও একজনেরও খোঁজ পাচ্ছি । আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি ।"

এদিকে একই দিনে তিন শিশুর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার । অভিযোগ, চিকিৎসকরা সময়মতো শিশুদের চিকিৎসা করেননি । ফলে মৃত্যু হয়েছে শিশুদের ।

আরও পড়ুন : Child fever : উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে আজ ফের এক শিশুর মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.