ETV Bharat / city

ভাঙতে পারেনি ভল্ট, ATM তুলে নিয়ে যাওয়ার চেষ্টা - শিলিগুড়ি

ATM তুলে নিয়ে যাওয়ার চেষ্টা দুষ্কৃতীদের । ঘটনাটি শিলিগুড়ির ডাবগ্রামের ।

শিলিগুড়ি
author img

By

Published : Sep 4, 2019, 1:47 PM IST

Updated : Sep 4, 2019, 2:03 PM IST

শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর : শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় ATM লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা । ভল্ট ভাঙতে না পেরে ক্রেন বা ভারী গাড়ি দিয়ে তা নিয়ে যাওয়ার চেষ্টা করে । তদন্তে নেমেছে পুলিশ ।

দিন কয়েক আগে শহরে সোনার গয়নার বিনিমিয়ে ঋণ প্রদানকারী সংস্থায় হানা দিয়ে দশ কোটি টাকার সোনা লুট করে পালিয়েছিল ডাকাতদল । সেই ঘটনার কিনারা এখনও হয়নি । এবার ATM ভাঙার চেষ্টা । ডাবগ্রাম এলাকার একটি ATM ক্রেন বা ভারী গাড়ি দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । আজ সকালে এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ব্যাঙ্কের স্থানীয় শাখায় খবর দিলে ব্যাংঙ্কের কর্তারা এলাকায় গিয়ে দেখেন ভল্ট ভাঙতে না পেরে লোহার দড়ি দিয়ে ATM তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল ।

তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে । CCTV ফুটেজকে কাজে লাগিয়ে ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । লোহার তার পেয়েছে পুলিশ । প্রাথমিক অনুমান, ভল্ট খুলতে না পেরে ক্রেন বা ভারী গাড়ির সঙ্গে লোহার তার দিয়ে বেঁধে ATM তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল ।

atm siliguri
তদন্তে স্থানীয় থানার পুলিশ

শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর : শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় ATM লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা । ভল্ট ভাঙতে না পেরে ক্রেন বা ভারী গাড়ি দিয়ে তা নিয়ে যাওয়ার চেষ্টা করে । তদন্তে নেমেছে পুলিশ ।

দিন কয়েক আগে শহরে সোনার গয়নার বিনিমিয়ে ঋণ প্রদানকারী সংস্থায় হানা দিয়ে দশ কোটি টাকার সোনা লুট করে পালিয়েছিল ডাকাতদল । সেই ঘটনার কিনারা এখনও হয়নি । এবার ATM ভাঙার চেষ্টা । ডাবগ্রাম এলাকার একটি ATM ক্রেন বা ভারী গাড়ি দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা । আজ সকালে এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট ব্যাঙ্কের স্থানীয় শাখায় খবর দিলে ব্যাংঙ্কের কর্তারা এলাকায় গিয়ে দেখেন ভল্ট ভাঙতে না পেরে লোহার দড়ি দিয়ে ATM তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল ।

তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছে । CCTV ফুটেজকে কাজে লাগিয়ে ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । লোহার তার পেয়েছে পুলিশ । প্রাথমিক অনুমান, ভল্ট খুলতে না পেরে ক্রেন বা ভারী গাড়ির সঙ্গে লোহার তার দিয়ে বেঁধে ATM তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল ।

atm siliguri
তদন্তে স্থানীয় থানার পুলিশ
Intro:শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি এটিএম এ চুরির চেষ্টা বিফল হওয়ায় আস্ত এটিএম টিই তুলে নুয়ে যাওয়ার চেষ্টা চালালো চোরেরা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।


Body:দিন কয়েক আগেই শহরে দিন দুপুরে সোনার গহনার বিনিমিয়ে ঋণ প্রদানকারী সংস্থায় হানা দিয়ে দশ কোটি টাকার সোনা লুঠ করে পালিয়েছিল ডাকাতদল। সেই ঘটনার কিনারা এখনো হয়নি। এবার ক্রেন দিয়ে আস্ত এটিএম তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হল। ডাবগ্রাম এলাকার বাসিন্দারা স্থানীয় ব্যাংকে খবর দিলে ব্যাংকের কর্তারা এলাকায় গিয়ে দেখেন ভল্ট ভাঙতে না পেরে লোহার দড়ি দিয়ে আস্ত এটিএমটিই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ কর্তারা এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছেন। সিসিটিভি ফুটেজ নিয়ে ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় লোহার তার ইত্যাদি মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান ভল্ট খুলতে না পেরে ক্রেন বা ভারী গাড়ির সঙ্গে লোহার তার দিয়ে বেঁধে এটিএম তুলে নেওয়ার চেস্টা হয়েছিল।


Conclusion:
Last Updated : Sep 4, 2019, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.