শিলিগুড়ি, 10 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো পর্যটন কেন্দ্রকে আরও বেশি আকর্ষণীয় করতে অভিনব উদ্যোগ নিল পর্যটন দফতর । বনন্নোয়ন নিগম সহায়তা করছে এই উদ্যোগকে ৷ পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার বাঁশ বাগান বা ব্যাম্পু স্যাঙ্কটাম ও নার্সারি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দফতর । এই বাঁশ বাগানে থাকবে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রজাতির বাঁশ । সব মিলিয়ে এই উদ্যোগ উত্তরের পর্যটনে নতুন মাত্রা আনবে বলে আশাবাদী ব্যবসায়ীরা ((Vorer Alo) ।
আরও পড়ুন: পর্যটন কেন্দ্র খুলছে হিমাচলে, কী কী নিয়ম মানতে হবে?
উত্তরের পর্যটন বলতে প্রথমেই যেটা মাথায় আসে তা হল পাহাড়ের ঢালে সারি সারি চা বাগান এবং পাহাড় কিংবা ডুয়ার্সের ঘন জঙ্গল । আর কিছুদিনের মধ্যেই এই সংজ্ঞাটা পাল্টে যেতে চলেছে ৷ এই প্রথম বার উত্তরবঙ্গের ভোরের আলো পর্যটন কেন্দ্রে দু’একর জমতে বাঁশের বাগান তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দফতর । একটি নার্সারিও থাকবে ৷ প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে ওই বাগান ও নার্সারি তৈরি করবে রাজ্যের বনন্নোয়ন নিগম ।
বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ লাগানোর পাশাপশি বাঁশের সামগ্রীর জিনিসও বিক্রি হবে ৷ এই সমস্ত জিনিসপত্র স্বনির্ভর গোষ্ঠী তৈরি করবে ৷ এতে যেমন পর্যটনের উন্নতি হবে সেইসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও উপার্জনের দিশা মিলবে ৷