শিলিগুড়ি, 2 জুন : যানজট সমস্যা মেটাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করল শিলিগুড়ি পৌরনিগম । বুধবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কার্যালয়ে এইদিনের বৈঠকটি হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিএ'র বিজয় চন্দ্র বর্মন, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ এসজেডিএ এবং শিলিগুড়ি পৌরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা ।
আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিলিগুড়ির যানজটের সমস্যায় নজরদারির জন্য 135টি সিসিটিভি ক্যামরা বসানো হবে । সেই কাজটি এসজেডিএ’কে করতে আবেদন করা হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের তরফে । পাশাপাশি দার্জিলিং মোড়ের যানজট সমস্যা সমাধানে নৌকাঘাট মোড় থেকে দার্জিলিং মোড় পর্যন্ত সমান্তরাল রাস্তা তৈরির কথা বলা হয়েছে ৷ এছাড়াও দার্জিলিং মোড়ে আরও একটি উড়ালপুল নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গুরুং বস্তি থেকে দার্জিলিং মোড়, মহাবীরস্থান উড়ালপুল থেকে এনজেপি স্টেশন এবং আশিঘর থেকে কোর্ট মোড় পর্যন্ত রাস্তা দেখভালের দায়িত্ব পূর্ত দফতরকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে, শহরে পার্কিং সমস্যা সমাধানে মাল্টিলেয়ার পার্কিং ব্যবস্থা ও আন্ডারগ্রাউন্ড নিকাশি ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে । শিলিগুড়ির ডিআই ফান্ড মার্কেট ও বিধান মার্কেটকে নতুন করে তৈরি করা হবে ।
আরও পড়ুন : নার্সিংহোমগুলিকে করোনা চিকিৎসায় কালোবাজারি নিয়ে সতর্ক করল শিলিগুড়ি পৌরনিগম
এ দিন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক গৌতম দেব বলেন, ‘‘এদিনের বৈঠকে শহরের বহু পুরনো কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । মূলত যানজট সমস্যায় বেশি জোর দেওয়া হয়েছে । নতুন কিছু রাস্তা তৈরি করে যানজট সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে । সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, মহানন্দা নদী পরিস্কার ও মহানন্দা একশন প্ল্যান পুনরায় চালু করা হবে ৷’’
এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন বলেন, ‘‘পৌরনিগমের তরফে কিছু প্রস্তাব এসেছে । সেগুলিকে খতিয়ে দেখে আমরা পদক্ষেপ করব । যানজট সমস্যা সমাধানে নতুন রাস্তা তৈরির প্রস্তাবে একটি বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ৷’’