ETV Bharat / city

সমস্যা সফটওয়্যারে, চার মাস ধরে প্ল্যান পাশ বন্ধ শিলিগুড়ি পৌরনিগমে - সফটওয়্যার সমস্যায় প্লান পাশ বন্ধ

সফটওয়্যার চালু হতে দেখা যায় তাতে এমন কিছু বিষয় রয়েছে পৌর আইনে যার উল্লেখ নেই । এর জেরে পৌরনিগম যেমন কাজ করতে পারছে না, তেমনি নির্দিষ্ট সময়ে বাড়ি তৈরির নকশা জমা দিয়েও দিনের পর দিন অপেক্ষায় বসে থাকছেন স্বাসিন্দাদের।

software problems in Siliguri corporetion
শিলিগুড়ি
author img

By

Published : Feb 18, 2020, 9:09 PM IST

Updated : Feb 18, 2020, 11:55 PM IST

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : নিয়ম মতো কাজ করছে না সফটওয়ার, ফলে গত 4 মাস ধরে বাড়ির প্ল্যান পাস হচ্ছে না শিলিগুড়ি পৌরনিগমে । অধিকারিকদের অভিযোগ, বারবার রাজ্য সরকারকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি । তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের দেওয়া সফটওয়্যারের গোলমালেই বন্ধ হয়ে গেছে নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ । যদিও এই ঘটনায় বাম পরিচালিত পৌরনিগমকেই দুষছে বিরোধী রাজনৈতিক শিবির তৃণমূল ।

শিলিগুড়ি পৌর নিগমের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার কিংশুক রায় বলেন, "আগে হাতে হাতে বাড়ির নকশা জমা নেওয়া হত৷ পরে তা বোর্ড মিটিং-এ পাস হত৷ মাস চারেক হল সেই পদ্ধতি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার । বদলে চালু করা হয় অনলাইন ব্যবস্থা । এতে কাজ আরও দ্রুত হওয়ার কথা ছিল । কিন্তু সফটওয়্যার চালু হতে দেখা যায় তাতে এমন কিছু বিষয় রয়েছে পৌর আইনে যার উল্লেখ নেই । এর জেরেই তৈরি হয় জটিলতা । "

সফটওয়্যারের সমস্যায় প্ল্যান পাশ বন্ধ শিলিগুড়ি পৌরনিগমে

কিংশুকবাবুর কথা থেকে আরও জানা যায়, সফটওয়্যারে একাধিক অসংগতি রয়েছে, ফলে দ্রুত সংশোধন করা যায়নি । ফলে গত 4 মাস ধরে শিলিগুড়িতে নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ কার্যত বন্ধ । পৌরনিগমের আধিকারিকদের বক্তব্য, যে সংস্থা এই সফটওয়্যারটি তৈরি করেছে তারা আইনগত দিকগুলি ঠিকঠাক করে না দেওয়া অবধি নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ করা যাচ্ছে না । একদিকে পৌরনিগম যেমন কাজ করতে পারছে না, তেমনি নির্দিষ্ট সময়ে বাড়ি তৈরির নকশা জমা দিয়েও দিনের পর দিন অপেক্ষায় বসে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । কবে সমস্যা মিটবে বলতে পারছেন না কেউ ।

এই ঘটনায় বাম পরিচালিত পৌরবোর্ডকে বিঁধছেন বিরোধী শিবির তৃণমূলের নেতারা । বিরোধী দলনেতা রঞ্জন সরকারের দাবি, "পৌরবোর্ডের উদাসীনতাই কারণ ৷ কাজ করার সদিচ্ছা না থাকায় ভুগতে হচ্ছে বাসিন্দাদের ।" অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য ৷

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : নিয়ম মতো কাজ করছে না সফটওয়ার, ফলে গত 4 মাস ধরে বাড়ির প্ল্যান পাস হচ্ছে না শিলিগুড়ি পৌরনিগমে । অধিকারিকদের অভিযোগ, বারবার রাজ্য সরকারকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি । তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের দেওয়া সফটওয়্যারের গোলমালেই বন্ধ হয়ে গেছে নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ । যদিও এই ঘটনায় বাম পরিচালিত পৌরনিগমকেই দুষছে বিরোধী রাজনৈতিক শিবির তৃণমূল ।

শিলিগুড়ি পৌর নিগমের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার কিংশুক রায় বলেন, "আগে হাতে হাতে বাড়ির নকশা জমা নেওয়া হত৷ পরে তা বোর্ড মিটিং-এ পাস হত৷ মাস চারেক হল সেই পদ্ধতি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার । বদলে চালু করা হয় অনলাইন ব্যবস্থা । এতে কাজ আরও দ্রুত হওয়ার কথা ছিল । কিন্তু সফটওয়্যার চালু হতে দেখা যায় তাতে এমন কিছু বিষয় রয়েছে পৌর আইনে যার উল্লেখ নেই । এর জেরেই তৈরি হয় জটিলতা । "

সফটওয়্যারের সমস্যায় প্ল্যান পাশ বন্ধ শিলিগুড়ি পৌরনিগমে

কিংশুকবাবুর কথা থেকে আরও জানা যায়, সফটওয়্যারে একাধিক অসংগতি রয়েছে, ফলে দ্রুত সংশোধন করা যায়নি । ফলে গত 4 মাস ধরে শিলিগুড়িতে নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ কার্যত বন্ধ । পৌরনিগমের আধিকারিকদের বক্তব্য, যে সংস্থা এই সফটওয়্যারটি তৈরি করেছে তারা আইনগত দিকগুলি ঠিকঠাক করে না দেওয়া অবধি নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ করা যাচ্ছে না । একদিকে পৌরনিগম যেমন কাজ করতে পারছে না, তেমনি নির্দিষ্ট সময়ে বাড়ি তৈরির নকশা জমা দিয়েও দিনের পর দিন অপেক্ষায় বসে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । কবে সমস্যা মিটবে বলতে পারছেন না কেউ ।

এই ঘটনায় বাম পরিচালিত পৌরবোর্ডকে বিঁধছেন বিরোধী শিবির তৃণমূলের নেতারা । বিরোধী দলনেতা রঞ্জন সরকারের দাবি, "পৌরবোর্ডের উদাসীনতাই কারণ ৷ কাজ করার সদিচ্ছা না থাকায় ভুগতে হচ্ছে বাসিন্দাদের ।" অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য ৷

Last Updated : Feb 18, 2020, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.