শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : নিয়ম মতো কাজ করছে না সফটওয়ার, ফলে গত 4 মাস ধরে বাড়ির প্ল্যান পাস হচ্ছে না শিলিগুড়ি পৌরনিগমে । অধিকারিকদের অভিযোগ, বারবার রাজ্য সরকারকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি । তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের দেওয়া সফটওয়্যারের গোলমালেই বন্ধ হয়ে গেছে নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ । যদিও এই ঘটনায় বাম পরিচালিত পৌরনিগমকেই দুষছে বিরোধী রাজনৈতিক শিবির তৃণমূল ।
শিলিগুড়ি পৌর নিগমের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার কিংশুক রায় বলেন, "আগে হাতে হাতে বাড়ির নকশা জমা নেওয়া হত৷ পরে তা বোর্ড মিটিং-এ পাস হত৷ মাস চারেক হল সেই পদ্ধতি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার । বদলে চালু করা হয় অনলাইন ব্যবস্থা । এতে কাজ আরও দ্রুত হওয়ার কথা ছিল । কিন্তু সফটওয়্যার চালু হতে দেখা যায় তাতে এমন কিছু বিষয় রয়েছে পৌর আইনে যার উল্লেখ নেই । এর জেরেই তৈরি হয় জটিলতা । "
কিংশুকবাবুর কথা থেকে আরও জানা যায়, সফটওয়্যারে একাধিক অসংগতি রয়েছে, ফলে দ্রুত সংশোধন করা যায়নি । ফলে গত 4 মাস ধরে শিলিগুড়িতে নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ কার্যত বন্ধ । পৌরনিগমের আধিকারিকদের বক্তব্য, যে সংস্থা এই সফটওয়্যারটি তৈরি করেছে তারা আইনগত দিকগুলি ঠিকঠাক করে না দেওয়া অবধি নতুন বাড়ির নকশা অনুমোদনের কাজ করা যাচ্ছে না । একদিকে পৌরনিগম যেমন কাজ করতে পারছে না, তেমনি নির্দিষ্ট সময়ে বাড়ি তৈরির নকশা জমা দিয়েও দিনের পর দিন অপেক্ষায় বসে থাকতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । কবে সমস্যা মিটবে বলতে পারছেন না কেউ ।
এই ঘটনায় বাম পরিচালিত পৌরবোর্ডকে বিঁধছেন বিরোধী শিবির তৃণমূলের নেতারা । বিরোধী দলনেতা রঞ্জন সরকারের দাবি, "পৌরবোর্ডের উদাসীনতাই কারণ ৷ কাজ করার সদিচ্ছা না থাকায় ভুগতে হচ্ছে বাসিন্দাদের ।" অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য ৷