ETV Bharat / city

উপসর্গহীন কোরোনা আক্রান্তদের জন্য এবার চালু হচ্ছে সেফ হাউজ় - কোরোনা ভাইরাস

উপসর্গহীন কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য গড়ে তোলা হবে কোভিড সেফ হাউজ় । রাজ্য সরকার বিভিন্ন জেলায় সেফ হাউজ় তৈরি করবে ।

Covid safe house in west bengal
কোভিড সেফ হাউজ
author img

By

Published : Jun 21, 2020, 8:03 AM IST

শিলিগুড়ি, 20 জুন : উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য এবার ‘সেফ হাউজ়ে’র ভাবনা রাজ্য সরকারের । বিভিন্ন জেলায় গড়ে তোলা হবে সেফ হাউজ় ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গড়ে 92 শতাংশ রোগীর ক্ষেত্রে COVID-19 এর উপসর্গ দেখা যাচ্ছে না । সেক্ষেত্রে সংক্রমণের ভয় অনেক বেশি । এই ধরনের রোগীদের রাখার জন্য রাজ্য সরকার 'কোভিড সেফ হাউজ়' গড়ে তুলছে । পাশাপাশি যাদের ক্ষেত্রে শরীরে উপসর্গ আছে তাদের পৃথকভাবে চিকিৎসা করার করা হচ্ছে ।

উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় জানান, “শিলিগুড়িতে ছয় আক্রান্তকে বাড়িতে রেখে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে । এদের মধ্যে দু'জন ডাক্তার, দু'জন নার্স, স্বাস্থ্যকর্মী ও দুই গৃহবধূ আছেন । কিন্তু, কিছু ক্ষেত্রে COVID-19 আক্রান্ত রোগীদের বাড়িতে রেখে চিকিৎসায় স্থানীয় মানুষজন আপত্তি জানাচ্ছেন ।" চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্ত রোগীর চিকিৎসা করতে বাধা দিচ্ছেন মানুষজন । এই পরিস্থিতিতে সেফ হাউজ়ের ভাবনা মাথায় এসেছে । এক্ষেত্রে পথ দেখিয়েছে মালদা জেলা । OSD বলেন, “বাসিন্দাদের কাছে আবেদন, উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে সামান্য চিকিৎসা পেলে তারা ভালো হয়ে উঠছেন । তাই সকলকে মানবিক হতে হবে । তাছাড়া আজ অন্য কেউ আক্রান্ত । যারা বাধা দিচ্ছেন তাদের মধ্যে যে কেউ ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন । তাই প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আমরা জনমত গড়ে তুলতে চাইছি ।”

এর পাশাপাশি কোভিড সেফ হাউজ় হিসেবে সরকারি ও বেসরকারিস্তরে কিছু হাসপাতাল ও নার্সিংহোমের খোঁজ চলছে । সেখানে সামান্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে উপসর্গহীন আক্রান্তদের । পাশাপাশি কোভিড হাসপাতালে বিশেষ নজর দেওয়া যাবে উপসর্গযুক্ত আক্রান্তদের । শিলিগুড়িতে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনসহ স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক শেষে সুশান্ত রায় জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । শিলিগুড়িতে নো প্রফিট, নো লস ভিত্তিতে কিছু নার্সিংহোম চালু করার চেষ্টা হচ্ছে । এই নিয়ে আলোচনা চলছে নার্সিংহোমগুলির সঙ্গে ।”

শিলিগুড়ি, 20 জুন : উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য এবার ‘সেফ হাউজ়ে’র ভাবনা রাজ্য সরকারের । বিভিন্ন জেলায় গড়ে তোলা হবে সেফ হাউজ় ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গড়ে 92 শতাংশ রোগীর ক্ষেত্রে COVID-19 এর উপসর্গ দেখা যাচ্ছে না । সেক্ষেত্রে সংক্রমণের ভয় অনেক বেশি । এই ধরনের রোগীদের রাখার জন্য রাজ্য সরকার 'কোভিড সেফ হাউজ়' গড়ে তুলছে । পাশাপাশি যাদের ক্ষেত্রে শরীরে উপসর্গ আছে তাদের পৃথকভাবে চিকিৎসা করার করা হচ্ছে ।

উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় জানান, “শিলিগুড়িতে ছয় আক্রান্তকে বাড়িতে রেখে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে । এদের মধ্যে দু'জন ডাক্তার, দু'জন নার্স, স্বাস্থ্যকর্মী ও দুই গৃহবধূ আছেন । কিন্তু, কিছু ক্ষেত্রে COVID-19 আক্রান্ত রোগীদের বাড়িতে রেখে চিকিৎসায় স্থানীয় মানুষজন আপত্তি জানাচ্ছেন ।" চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্ত রোগীর চিকিৎসা করতে বাধা দিচ্ছেন মানুষজন । এই পরিস্থিতিতে সেফ হাউজ়ের ভাবনা মাথায় এসেছে । এক্ষেত্রে পথ দেখিয়েছে মালদা জেলা । OSD বলেন, “বাসিন্দাদের কাছে আবেদন, উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে সামান্য চিকিৎসা পেলে তারা ভালো হয়ে উঠছেন । তাই সকলকে মানবিক হতে হবে । তাছাড়া আজ অন্য কেউ আক্রান্ত । যারা বাধা দিচ্ছেন তাদের মধ্যে যে কেউ ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন । তাই প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আমরা জনমত গড়ে তুলতে চাইছি ।”

এর পাশাপাশি কোভিড সেফ হাউজ় হিসেবে সরকারি ও বেসরকারিস্তরে কিছু হাসপাতাল ও নার্সিংহোমের খোঁজ চলছে । সেখানে সামান্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে উপসর্গহীন আক্রান্তদের । পাশাপাশি কোভিড হাসপাতালে বিশেষ নজর দেওয়া যাবে উপসর্গযুক্ত আক্রান্তদের । শিলিগুড়িতে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনসহ স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক শেষে সুশান্ত রায় জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । শিলিগুড়িতে নো প্রফিট, নো লস ভিত্তিতে কিছু নার্সিংহোম চালু করার চেষ্টা হচ্ছে । এই নিয়ে আলোচনা চলছে নার্সিংহোমগুলির সঙ্গে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.