জলপাইগুড়ি, 19 অগস্ট : ফের এসজেডিএ-র (Siliguri Jalpaiguri Development Authority- SJDA) চেয়ারম্যান হলেন সৌরভ চক্রবর্তী । ডানা ছাঁটা হল বিজয়চন্দ্র বর্মনের ।লোকসভা ভোটে ভরাডুবির পর এসজেডিএ-র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌরভকে । এবার ফের শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সৌরভ চক্রবর্তী । বিজয়চন্দ্র বর্মনকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয়েছে ।
বিজয়চন্দ্র বর্মনকে সরিয়ে তাঁর জায়গায় এলেন সৌরভ । বিজয়চন্দ্র বর্মনের আগে জলপাইগুড়ির কেউ এই দফতরের চেয়ারম্যান হননি । 36 বছর পর 2019 সালের 3 জুন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (SJDA) চেয়ারম্যান হয়েছিলেন বিজয়চন্দ্র বর্মন । আর সদস্য হয়েছেন জলপাইগুড়ির প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু, কৃষ্ণ দাস, সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ, গণেশ ওরাওঁ, অগাস্টাস কেরকাট্টা, জলপাইগুড়ির বিধায়ক পিকে বর্মা, মালবাজার পুরসভার প্রশাসক স্বপন সাহা-সহ শিলিগুড়ির কয়েকজন ।
1983 সালে জলপাইগুড়ির বাসিন্দা বীরেনচন্দ্র ঘোষ প্রথম এসজেডিএ-র চেয়ারম্যান হয়েছিলেন । তারপর দীর্ঘ 36 বছর কেটে গিয়েছে ৷ জলপাইগুড়ির কোনও ব্যক্তি শিলিগুড়ি- জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হননি । 2019 সালে লোকসভা ভোটে হেরে যান তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী । সৌরভকে সরিয়ে বিজয়কে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার ফের আলিপুরদুয়ারের বাসিন্দা সৌরভ চক্রবর্তী তাঁর পুরানো পদ ফিরে পেলেন ৷
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের গঠিত হয় 1980 সালে । তারপর থেকে 129টি বৈঠক হয়েছে শিলিগুড়িতে । কিন্তু জলপাইগুড়িতে কোনও বৈঠক হয়নি ৷ জলপাইগুড়ির বাসিন্দা বিজয়চন্দ্র বর্মন চেয়ারম্যান হওয়ার পর প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় জলপাইগুড়িতে ।
আরও পড়ুন : Siliguri Jalpaiguri Development Authority : শাসক দলের বিধায়কদের সংবর্ধনা, বাদ বিজেপি বিধায়করা