ETV Bharat / city

SMP Election 2022: বিক্ষিপ্ত অশান্তি ও বৃষ্টির মধ্যেও শিলিগুড়িতে ভোটের লম্বা লাইন - বিক্ষিপ্ত অশান্তি ও বৃষ্টি মাথায় নিয়েই শিলিগুড়িতে ভোটের লাইনে সাধারণ মানুষ

নির্বাচনী উত্তেজনা এবং বৃষ্টি দু’য়ের দাপট সত্ত্বেও, ভোটের লাইনে সাধারণ মানুষ (Voters Cast Their Votes in Rainy Weather in Siliguri) ৷ সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই ভোটারদের ভোট দিতে দেখা গেল শিলিগুড়ির মহকুমা পরিষদের নির্বাচনে (SMP Election 2022) ৷

smp-election-2022-voters-cast-their-votes-in-rainy-weather-in-siliguri
smp-election-2022-voters-cast-their-votes-in-rainy-weather-in-siliguri
author img

By

Published : Jun 26, 2022, 12:00 PM IST

দার্জিলিং, 26 জুন: আজ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন (SMP Election 2022) ৷ আর এ দিন সকাল থেকে মুখভার আকাশের ৷ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে ৷ আর সেই বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা (Voters Cast Their Votes in Rainy Weather in Siliguri) ৷ তবে, বৃষ্টি হলেও ভোটের উত্তেজনায় খামতি নেই ৷ আর নির্বাচনী উত্তেজনায় সবার আগে ফাঁসিদেওয়া ব্লক ৷ যেখানে লড়াইটা কাকা ও ভাইপোর মধ্যে ৷

এ দিন ভোট শুরুর আগে থেকেই ফাঁসিদেওয়া ব্লকে উত্তেজনার তৈরি হয় ৷ ওই ব্লকের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আইনুল হক এবং নির্দলপ্রার্থী তাঁর ভাইপো আখতার আলি ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে শাসক দলের টিকিট না পেয়ে নির্দলপ্রার্থী হয়ে ভোট লড়ছেন আখতার ৷ এ দিন সকাল থেকে দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ চটহাট প্রাইমারি স্কুল, খালপাড়া প্রাইমারি স্কুল ও তুফানডাঙ্গি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ সংঘর্ষে 5 জনের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে ৷ মূলত এজেন্ট বসা নিয়ে ঝামেলার সূত্রপাত ৷

আরও পড়ুন: Bhatpara Municipality Election: ভাটপাড়ায় পুলিশের সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

একদিকে যেমন নির্বাচনী অশান্তি, অন্যদিকে বৃষ্টি দোসর হয়েছে এ দিন ৷ তা সত্ত্বেও সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে দেখা গেল ৷ ছাতা মাথায় দিয়ে সবাই ভোটের লাইনে দাঁড়ালেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ৷ ফাঁসিদেওয়ায় অশান্তির ঘটনা ঘটলেও, মাটিগাড়া, নকশালবাড়ি ও খড়িবাড়ি ব্লকে আপাতত শান্তিপূর্ণভাবে ভোটপর্ব চলছে ৷ এ দিন ভোটের শুরুতেই সমরনগর প্রাথমিক বিদ্যালয়, ঠিকনিকাটা জুনিয়র হাইস্কুল, মাটিগাড়া উচ্চবিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হয়ে যায় ৷ পরে অবশ্য ইভিএম বদল করলে, স্বাভাবিক ছন্দে ভোটগ্রহণ শুরু হয় ৷

দার্জিলিং, 26 জুন: আজ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন (SMP Election 2022) ৷ আর এ দিন সকাল থেকে মুখভার আকাশের ৷ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকে ৷ আর সেই বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা (Voters Cast Their Votes in Rainy Weather in Siliguri) ৷ তবে, বৃষ্টি হলেও ভোটের উত্তেজনায় খামতি নেই ৷ আর নির্বাচনী উত্তেজনায় সবার আগে ফাঁসিদেওয়া ব্লক ৷ যেখানে লড়াইটা কাকা ও ভাইপোর মধ্যে ৷

এ দিন ভোট শুরুর আগে থেকেই ফাঁসিদেওয়া ব্লকে উত্তেজনার তৈরি হয় ৷ ওই ব্লকের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আইনুল হক এবং নির্দলপ্রার্থী তাঁর ভাইপো আখতার আলি ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে শাসক দলের টিকিট না পেয়ে নির্দলপ্রার্থী হয়ে ভোট লড়ছেন আখতার ৷ এ দিন সকাল থেকে দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ চটহাট প্রাইমারি স্কুল, খালপাড়া প্রাইমারি স্কুল ও তুফানডাঙ্গি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ সংঘর্ষে 5 জনের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে ৷ মূলত এজেন্ট বসা নিয়ে ঝামেলার সূত্রপাত ৷

আরও পড়ুন: Bhatpara Municipality Election: ভাটপাড়ায় পুলিশের সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

একদিকে যেমন নির্বাচনী অশান্তি, অন্যদিকে বৃষ্টি দোসর হয়েছে এ দিন ৷ তা সত্ত্বেও সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে দেখা গেল ৷ ছাতা মাথায় দিয়ে সবাই ভোটের লাইনে দাঁড়ালেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ৷ ফাঁসিদেওয়ায় অশান্তির ঘটনা ঘটলেও, মাটিগাড়া, নকশালবাড়ি ও খড়িবাড়ি ব্লকে আপাতত শান্তিপূর্ণভাবে ভোটপর্ব চলছে ৷ এ দিন ভোটের শুরুতেই সমরনগর প্রাথমিক বিদ্যালয়, ঠিকনিকাটা জুনিয়র হাইস্কুল, মাটিগাড়া উচ্চবিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হয়ে যায় ৷ পরে অবশ্য ইভিএম বদল করলে, স্বাভাবিক ছন্দে ভোটগ্রহণ শুরু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.