ETV Bharat / city

শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার সন্দেহজনক যন্ত্র, সন্দেহ স্কিমার - শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার স্কিমার

শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার সন্দেহজনক যন্ত্র ৷ যন্ত্রটি পরীক্ষার জন্য সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।

শিলিগুড়িতে ATM থেকে সন্দেহজনক যন্ত্র উদ্ধার
author img

By

Published : Nov 10, 2019, 10:17 PM IST

শিলিগুড়ি, 10 নভেম্বর : শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার হল সন্দেহজনক যন্ত্র ৷ আজ শহরের ব্যস্ততম এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টার থেকে যন্ত্রটি উদ্ধার করা হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে শিলিগুড়ি থানার পুলিশ তাদের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছে ।

আজ শিলিগুড়ি শহরের পৌরনিগম ভবনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি । সে সময় মেশিনে কার্ড সোয়াইপ করতে গিয়ে লক্ষ্য করেন সেখানে একটি যন্ত্র লাগানো রয়েছে । যন্ত্রে হাত দিতেই সেটি মেশিন থেকে খুলে পড়ে যায় । দেখা যায় সেটিতে লাগানো রয়েছে সেন্সর । ওই ব্যক্তি তখন যন্ত্রটিকে ATM কাউন্টারের পাশে একটি ওষুধের দোকানে নিয়ে যান ৷ এরপর ওষুধের দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ।

skimmer like machine recovered from a ATM of Siliguri
এই ATM কাউন্টার থেকেই উদ্ধার হয় সন্দেহজনক ওই যন্ত্রটি

শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি সঠিক কী তা বলা মুশকিল । যন্ত্রটি পরীক্ষার জন্য সাইবার সেলে যোগাযোগ করা হচ্ছে । এবিষয়ে সাইবার ল বিশেষজ্ঞ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজর্ষি রায় চৌধুরি বলেন, "এই ধরনের যন্ত্র মূলত স্কিমার । এর সাহায্যে গ্রাহকদের ATM কার্ডের সমস্ত তথ্য চুরি করে দুষ্কৃতীরা ৷ "

শিলিগুড়ি, 10 নভেম্বর : শিলিগুড়িতে ATM থেকে উদ্ধার হল সন্দেহজনক যন্ত্র ৷ আজ শহরের ব্যস্ততম এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টার থেকে যন্ত্রটি উদ্ধার করা হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে শিলিগুড়ি থানার পুলিশ তাদের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করেছে ।

আজ শিলিগুড়ি শহরের পৌরনিগম ভবনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি । সে সময় মেশিনে কার্ড সোয়াইপ করতে গিয়ে লক্ষ্য করেন সেখানে একটি যন্ত্র লাগানো রয়েছে । যন্ত্রে হাত দিতেই সেটি মেশিন থেকে খুলে পড়ে যায় । দেখা যায় সেটিতে লাগানো রয়েছে সেন্সর । ওই ব্যক্তি তখন যন্ত্রটিকে ATM কাউন্টারের পাশে একটি ওষুধের দোকানে নিয়ে যান ৷ এরপর ওষুধের দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে ।

skimmer like machine recovered from a ATM of Siliguri
এই ATM কাউন্টার থেকেই উদ্ধার হয় সন্দেহজনক ওই যন্ত্রটি

শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি সঠিক কী তা বলা মুশকিল । যন্ত্রটি পরীক্ষার জন্য সাইবার সেলে যোগাযোগ করা হচ্ছে । এবিষয়ে সাইবার ল বিশেষজ্ঞ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজর্ষি রায় চৌধুরি বলেন, "এই ধরনের যন্ত্র মূলত স্কিমার । এর সাহায্যে গ্রাহকদের ATM কার্ডের সমস্ত তথ্য চুরি করে দুষ্কৃতীরা ৷ "

Intro:রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কের এটিএম থেকে উদ্ধার স্কিমার, সাইবার সেলে যোগাযোগ করছে শিলিগুড়ি থানা

শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ শিলিগুড়ি শহরের ব্যস্ততম এলাকায় একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে উদ্ধার হল স্কিমার। ঘটনার জেরে শহর জুড়ে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ।

Body:জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগম সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেসময় এটিএম কাউন্টারে কার্ড পাঞ্চ করতেই লক্ষ্য করেন এটিএম মেশিনে স্কিমার লাগানো রয়েছে। তাতে হাত দিতেই সেটা খুলে পড়ে যায়। তাতে, লাগানো রয়েছে সেন্সর। বিষয়টি বেগতিক দেখে ওই ব্যক্তি স্কিমারটি নিয়ে পাশের ওষুধের দোকানে রেখে চলে যান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এটিএম কাউন্টারের পাশে থাকা ওষুধের দোকানের এক কর্মচারী বলেন, এটিএম কাউন্টারে টাকা তুলতে আসা এক ব্যক্তি ওই বস্তুটি আমাকে দিয়ে চলে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হয়। পুলিশে খবর দিলে পুলিশ সেটিকে নিয়ে যায়।

Conclusion:শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি সঠিক কি বলা মুশকিল। তা খতিয়ে দেখতে পরীক্ষার জন্য সাইবার সেলে যোগাযোগ করা হচ্ছে।

এবিষয়ে কলকাতার এক সাইবার সেল সংক্রান্ত মামলার বিশেষঞ্জ আইনজীবী রাজর্ষি রায় চৌধুরি বলেন এটি মূলত স্কিমার। এতে গ্রাহকদের এটিএম কার্ডের সমস্ত তথ্য চুরি হয়ে যায় নিমেষেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.