ETV Bharat / city

TMC Inner Clash: শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শ্রমির নেতার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের - Siliguri TMC Councillor Dilip Barman

শিলিগুড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ (Siliguri TMC inner clash) ৷ থানায় বিক্ষোভ শাসকদলের কাউন্সিলরের (Siliguri TMC Councillor Dilip Barman) ৷

TMC Inner Clash
ETV Bharat
author img

By

Published : Sep 10, 2022, 5:10 PM IST

Updated : Sep 10, 2022, 6:19 PM IST

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর: শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব (TMC Inner Clash in Siliguri) ৷ আর তার রেশ পৌঁছে গেল থানা পর্যন্ত । থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ালেন শাসকদলের নেতা । ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক । জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ।

জানা গিয়েছে, রেগুলেটেড মার্কেটটি শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের আওতায় আসে । সেই ওয়ার্ডের কাউন্সিলর তথা ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ তৃণমূল কংগ্রেসের দিলীপ বর্মন । রেগুলেটেড মার্কেটের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ হয় (TMC Inner Clash)৷ পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ ।

আরও পড়ুন: 'দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি'র বিরুদ্ধে পোস্টার ! অস্বস্তিতে তৃণমূল

এই রেগুলেটেড মার্কেটের শাসকদলের নেতা শ্যাম যাদব ও বিজয় যাদব এবং তাঁদের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছিল কাউন্সিলরের অনুগামীদের । কিন্তু অভিযোগ, পুলিশ শ্যাম যাদবের অনুগামীদের গ্রেফতার না করে শুধুমাত্র কাউন্সিলর দিলীপ বর্মনের অনুগামীদেরকেই গ্রেফতার করে । এরপর থানায় গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন কাউন্সিলর দিলীপ বর্মন (Siliguri TMC Councillor Dilip Barman) ।

শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শ্রমির নেতার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের

তাঁর অভিযোগ, "শ্যাম যাদব ও বিজয় যাদব দীর্ঘদিন ধরেই রেগুলেটেড মার্কেটে তোলাবাজি করছে ও সন্ত্রাস ছড়াচ্ছে । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের মদতেই ওই গোষ্ঠী এভাবে ঝামেলা করছে । এর আগেও শ্যাম যাদব ও তার গোষ্ঠীর লোকেরা হামলা করেছিল আমাদের লোকজনের উপর৷ এরপর জেলা তৃণমূল সভানেত্রী বাগডোগরায় তাঁর বাড়িতে শ্যাম যাদবকে নিয়ে আলোচনায় বসেছিলেন৷ সভানেত্রীর নির্দেশেই এসব হয়েছে ৷ এই মন্তব্যের পর যদি আমার পদ না থাকে তবে কাউন্সিলর পদ ছেড়ে দেব ৷"

পালটা ওই বিষয়ে পাপিয়া ঘোষ বলেন, "ওই কাউন্সিলর দলের বিরুদ্ধে বরাবর কথা বলেন । এর আগেও তিনি নানা মন্তব্য করেছেন৷ দুই পক্ষের ঝামেলা মেটাতে আমি আলোচনায় বসতেই পারি৷ আমি দলকে বিষয়টা জানাব ।"

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর: শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব (TMC Inner Clash in Siliguri) ৷ আর তার রেশ পৌঁছে গেল থানা পর্যন্ত । থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ালেন শাসকদলের নেতা । ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক । জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ।

জানা গিয়েছে, রেগুলেটেড মার্কেটটি শিলিগুড়ি পৌরনিগমের 46 নম্বর ওয়ার্ডের আওতায় আসে । সেই ওয়ার্ডের কাউন্সিলর তথা ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ তৃণমূল কংগ্রেসের দিলীপ বর্মন । রেগুলেটেড মার্কেটের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ হয় (TMC Inner Clash)৷ পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ ।

আরও পড়ুন: 'দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি'র বিরুদ্ধে পোস্টার ! অস্বস্তিতে তৃণমূল

এই রেগুলেটেড মার্কেটের শাসকদলের নেতা শ্যাম যাদব ও বিজয় যাদব এবং তাঁদের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছিল কাউন্সিলরের অনুগামীদের । কিন্তু অভিযোগ, পুলিশ শ্যাম যাদবের অনুগামীদের গ্রেফতার না করে শুধুমাত্র কাউন্সিলর দিলীপ বর্মনের অনুগামীদেরকেই গ্রেফতার করে । এরপর থানায় গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন কাউন্সিলর দিলীপ বর্মন (Siliguri TMC Councillor Dilip Barman) ।

শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, শ্রমির নেতার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলরের

তাঁর অভিযোগ, "শ্যাম যাদব ও বিজয় যাদব দীর্ঘদিন ধরেই রেগুলেটেড মার্কেটে তোলাবাজি করছে ও সন্ত্রাস ছড়াচ্ছে । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের মদতেই ওই গোষ্ঠী এভাবে ঝামেলা করছে । এর আগেও শ্যাম যাদব ও তার গোষ্ঠীর লোকেরা হামলা করেছিল আমাদের লোকজনের উপর৷ এরপর জেলা তৃণমূল সভানেত্রী বাগডোগরায় তাঁর বাড়িতে শ্যাম যাদবকে নিয়ে আলোচনায় বসেছিলেন৷ সভানেত্রীর নির্দেশেই এসব হয়েছে ৷ এই মন্তব্যের পর যদি আমার পদ না থাকে তবে কাউন্সিলর পদ ছেড়ে দেব ৷"

পালটা ওই বিষয়ে পাপিয়া ঘোষ বলেন, "ওই কাউন্সিলর দলের বিরুদ্ধে বরাবর কথা বলেন । এর আগেও তিনি নানা মন্তব্য করেছেন৷ দুই পক্ষের ঝামেলা মেটাতে আমি আলোচনায় বসতেই পারি৷ আমি দলকে বিষয়টা জানাব ।"

Last Updated : Sep 10, 2022, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.