ETV Bharat / city

ganja-recovered: গাড়ির গোপন চেম্বার থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত - Ganja

উদ্ধার হয়েছে 60 কেজি গাঁজা । ধৃতের নাম গৌর দাস ৷ সে শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা ।

siliguri-police-recovered-60-kg-ganja-and-arrested-the-accused
কোটি টাকার গাঁজা পাচারে গাড়িতে গোপন চেম্বার, শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত
author img

By

Published : Sep 10, 2021, 4:15 PM IST

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর : গাড়িতে গোপন চেম্বার বানিয়ে কোটি টাকার গাঁজা পাচারের চেষ্টা । পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-সহ গ্রেফতার এক ব্যক্তি । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশের অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, অভিযানে উদ্ধার হয়েছে 60 কেজি গাঁজা । যাকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তার নাম গৌর দাস ৷ সে শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন : Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2

ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন ৷ ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন 1) জয় টুডু ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের আসনের নীচে আলাদা করে গাঁজা পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ওই চেম্বার । গোপন সূত্রে খবর পেয়ে গৌর দাসের বাড়িতে প্রথমে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ । কিন্তু বাড়ি থেকে প্রথমে কিছু উদ্ধার হয়নি । এরপর বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা তার পিক-আপ ভ্যানে তল্লাশি করে পুলিশ । গাড়িতেও প্রথমে কিছু মেলেনি ।

আরও পড়ুন : Akhil Bharatiya Gorkha League : বিজেপি সাংসদ রাজু বিস্তারের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পাহাড় ঘোরালো এবিজিএল

তার পর ফের সন্দেহ হলে গাড়িটি নিয়ে থানায় নিয়ে গিয়ে তল্লাশি করা হয় ৷ তখন চালকের আসনের নীচে উদ্ধার হয় গোপন চেম্বার । সেখান থেকে বেরিয়ে আসে পাঁচটি প্যাকেট গাঁজা । যার বাজার মূল্য প্রায় প্রায় এক কোটি টাকা । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ওই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর : গাড়িতে গোপন চেম্বার বানিয়ে কোটি টাকার গাঁজা পাচারের চেষ্টা । পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-সহ গ্রেফতার এক ব্যক্তি । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশের অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, অভিযানে উদ্ধার হয়েছে 60 কেজি গাঁজা । যাকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তার নাম গৌর দাস ৷ সে শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন : Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2

ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন ৷ ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন 1) জয় টুডু ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের আসনের নীচে আলাদা করে গাঁজা পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ওই চেম্বার । গোপন সূত্রে খবর পেয়ে গৌর দাসের বাড়িতে প্রথমে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ । কিন্তু বাড়ি থেকে প্রথমে কিছু উদ্ধার হয়নি । এরপর বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা তার পিক-আপ ভ্যানে তল্লাশি করে পুলিশ । গাড়িতেও প্রথমে কিছু মেলেনি ।

আরও পড়ুন : Akhil Bharatiya Gorkha League : বিজেপি সাংসদ রাজু বিস্তারের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পাহাড় ঘোরালো এবিজিএল

তার পর ফের সন্দেহ হলে গাড়িটি নিয়ে থানায় নিয়ে গিয়ে তল্লাশি করা হয় ৷ তখন চালকের আসনের নীচে উদ্ধার হয় গোপন চেম্বার । সেখান থেকে বেরিয়ে আসে পাঁচটি প্যাকেট গাঁজা । যার বাজার মূল্য প্রায় প্রায় এক কোটি টাকা । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ওই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.