শিলিগুড়ি, 23 মে : ট্রাফিক জরিমানা আদায়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । জরিমানা বাবদ সরকারি কোষাগারে মাত্র এক মাসেই 49 লক্ষ 43 হাজার টাকা জমা পড়েছে । রাজ্যের অন্যান্য জেলা পুলিশের তুলনায় ওই আদায়ের শীর্ষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ (Siliguri Police Commissionerate rank first at state in Collecting Traffic Fines) ।
সাফল্যের নিরিখে শুধু জরিমানা আদায় নয়, জরিমানার ভয়ে পথদুর্ঘটনাও নিয়ন্ত্রণে এসেছে । যার কারণে গত তিন মাসে পথ দূর্ঘটনার হার কমেছে প্রায় 20 শতাংশ । পাশাপাশি ই-চালানের ক্ষেত্রেও শিলিগুড়ি শীর্ষে রয়েছে । চালানের মধ্যে রয়েছে ট্র্যাফিক আইন ভঙ্গ, হেলমেটবিহীন অবস্থায় বাইক বা স্কুটি চালানো, লালবাতিকে লঙ্ঘন করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিট বেল্ট না-পড়া, এছাড়াও গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা-সহ অন্যান্য ট্রাফিক আইন (Traffic Rules)।
এপ্রিল মাসে মোট জরিমানা হয়েছে 49 লক্ষ 43 হাজার টাকা । এর মধ্যে 17 লক্ষ চার হাজার টাকা জরিমানা ইতিমধ্যেই জমা হয়েছে রাজ্যের কোষাগারে । এপ্রিল মাসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ মোট 2 হাজার 927টি ই-চালানের মাধ্যমে ওই পরিমান জরিমানা করেছে । যার মধ্যে 1 হাজার 409টি চালানের অর্থ আদায় করা হয়েছে । 1 হাজার 518টি মুলতুবি রয়েছে বলে রাজ্য ট্র্যাফিক হেড কোয়ার্টারের তরফে এক বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে (Siliguri Police Commissionerate)।
আরও পড়ুন : Scrub Typhus in Siliguri : শিলিগুড়ির নয়া আতঙ্ক স্ক্রাব টাইফাস, আক্রান্ত চার বছরের শিশু
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্র্যাফিক) অভিষেক গুপ্তা বলেন, "ই-চালানের মাধ্যমে গত এক মাসে 49 লক্ষ 43 হাজার টাকা আদায় হয়েছে । এই টাকার মধ্যে কিছু অঙ্কের টাকা বকেয়া রয়েছে । মূলত, জরিমানার অঙ্ক বাড়ানোর মূল উদ্দেশ্য হল শহরে দূর্ঘটনা কম করা ও জনগণ যাতে ট্রাফিক আইন মেনে চলে ।" কমিশনারেট সূত্রে খবর, 2021 সালের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরের শিলিগুড়িতে পথদুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা প্রায় 20 শতাংশ হ্রাস পেয়েছে ।
একটি রিপোর্ট তৈরি করা হয়েছে রাজ্য পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে । ওই রিপোর্টে উল্লেখ করা রয়েছে 2021 সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 2 হাজার 826 টি । এবারে 2022 সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা 37 টি কমে দাঁড়িয়েছে 2 হাজার 789টি। অর্থাৎ দুর্ঘটনার 1.31 শতাংশ । 2021 সালের প্রথম তিন মাসে পথ দুর্ঘটনায় প্রাণ হারান 1 হাজার 579 জন । চলতি বছরের প্রথম তিন মাসে মৃত্যু হয়েছে 1 হাজার 427 জনের । অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে 152টি, যা 9.63 শতাংশ । পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা ও দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর হার গত বছরের তুলনায় প্রায় কুড়ি শতাংশ কমেছে । সেই তালিকায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলা পুলিশের নাম উল্লেখ রয়েছে ।
আরও পড়ুন : Dengue in Siliguri: চা শ্রমিকের মৃত্যু, শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ
এই বিষয়ে অভিষেক গুপ্তা বলেন, "আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে । এজন্য শহরের পথ দুর্ঘটনা ও দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির সংখ্যা কমেছে এবং জরিমানা আদায় বেড়েছে । পাশাপাশি শহরে নিয়মিত সেভ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে নাগরিকদের । তিনি আরও বলেন, "জরিমানার অর্থ বৃদ্ধি করার মূল উদ্দেশ্য হল শহরের নাগরিকদের সচেতন করা এবং পথ দুর্ঘটনার হার কমানো ।"