ETV Bharat / city

ক্লাস এইট যোগ্যতায় চাকরি শিলিগুড়ি পৌরনিগমে - Group D Job

55 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে শিলিগুড়ি পৌরনিগম । ক্লাস এইট পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা । নিয়োগ হবে স্থায়ী ।

Group D Job
চাকরির খবর
author img

By

Published : Feb 28, 2020, 3:24 AM IST

Updated : Feb 28, 2020, 5:06 PM IST

55 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে শিলিগুড়ি পৌরনিগম । ক্লাস এইট পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা । নিয়োগ হবে স্থায়ী ।

মোট শূন্যপদ : 55

ঝাড়ুদার : 36

লেবারার : 11

মজ়দুর : 1

পিওন : 6

গার্ড : 1

উপরের সবকটি পোস্টেই নিয়মানুযায়ী সংরক্ষণ রয়েছে । ইচ্ছুক প্রার্থীকে বাংলা অথবা নেপালি লিখতে ও পড়তে জানতে হবে । নিয়োগ হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। এবিষয়ে বিস্তারিত জানা যাবে পৌরনিগমের ওয়েবসাইটে ।

বয়স : 14 ফেব্রুয়ারি, 2020 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর । SC/ST প্রার্থীদের জন্য বয়সে 5 বছর এবং OBC/ PWD- প্রার্থীদের 3 বছর ছাড় রয়েছে ।

ফি : 100 টাকা । SC/ST প্রার্থীদের জন্য 100 টাকা । ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে ।

ইচ্ছুক প্রার্থীরা সাদা কাগজে আবেদন করবেন । সঙ্গে দেবেন বায়োডেটা ও সমস্ত শংসাপত্রের স্বপ্রত্যয়িত নকল । ইন্টারভিউয়ের সময় সমস্ত আসল শংসাপত্র নিয়ে হাজির থাকতে হবে । বায়োডেটায় প্রার্থীর সই করা ছবি পেস্ট করতে হবে । আবেদনপত্র সম্বলিত খামে কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করবেন ।

20 মার্চ বিকেল 3টের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে নিম্নলিখিত ঠিকানায়...

The Commissioner

Siliguri Municipal Corporation

Baghajatin Road

P. O : Siliguri

District - Darjeeling

PIN – 734001

Disclaimer : চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ইটিভি ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

55 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে শিলিগুড়ি পৌরনিগম । ক্লাস এইট পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা । নিয়োগ হবে স্থায়ী ।

মোট শূন্যপদ : 55

ঝাড়ুদার : 36

লেবারার : 11

মজ়দুর : 1

পিওন : 6

গার্ড : 1

উপরের সবকটি পোস্টেই নিয়মানুযায়ী সংরক্ষণ রয়েছে । ইচ্ছুক প্রার্থীকে বাংলা অথবা নেপালি লিখতে ও পড়তে জানতে হবে । নিয়োগ হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। এবিষয়ে বিস্তারিত জানা যাবে পৌরনিগমের ওয়েবসাইটে ।

বয়স : 14 ফেব্রুয়ারি, 2020 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর । SC/ST প্রার্থীদের জন্য বয়সে 5 বছর এবং OBC/ PWD- প্রার্থীদের 3 বছর ছাড় রয়েছে ।

ফি : 100 টাকা । SC/ST প্রার্থীদের জন্য 100 টাকা । ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে ।

ইচ্ছুক প্রার্থীরা সাদা কাগজে আবেদন করবেন । সঙ্গে দেবেন বায়োডেটা ও সমস্ত শংসাপত্রের স্বপ্রত্যয়িত নকল । ইন্টারভিউয়ের সময় সমস্ত আসল শংসাপত্র নিয়ে হাজির থাকতে হবে । বায়োডেটায় প্রার্থীর সই করা ছবি পেস্ট করতে হবে । আবেদনপত্র সম্বলিত খামে কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করবেন ।

20 মার্চ বিকেল 3টের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে নিম্নলিখিত ঠিকানায়...

The Commissioner

Siliguri Municipal Corporation

Baghajatin Road

P. O : Siliguri

District - Darjeeling

PIN – 734001

Disclaimer : চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ইটিভি ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

Last Updated : Feb 28, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.