ETV Bharat / city

ভার্চুয়াল রথযাত্রা শিলিগুড়ি ইসকনের, নিয়ম রক্ষার্থে মন্দির চত্বরেই ঘুরল রথ

author img

By

Published : Jun 23, 2020, 8:48 PM IST

শিলিগুড়ি ইসকনের তরফে ভার্চুয়াল রথযাত্রার আয়োজন করা হল । কোরোনা সংক্রমণ প্রতিরোধে মন্দিরে ভিতরেই ঘুরল রথের চাকা । ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হয় ।

siliguri
siliguri

শিলিগুড়ি, 23 জুন : শিলিগুড়ি ইসকনের তরফে ভার্চুয়াল রথযাত্রার আয়োজন করা হল ৷ শিলিগুড়ি ইসকনের ফেসবুক পেজ থেকে রথযাত্রা উৎসবের সামগ্রিক অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হয় । ভক্তদের কাছে রথযাত্রার প্রত্যেক মুহূর্ত এইভাবেই পৌঁছে দিল মন্দির কর্তৃপক্ষ ।

কোরোনা মোকাবিলায় মন্দির চত্বরের গেট তালা বন্ধই থাকে ৷ আজও খোলেনি মন্দির । মন্দিরের ভিতরেই সম্পন্ন হল রথযাত্রা । প্রায় 50জন আবাসিকের উপস্থিতিতে মন্দির চত্বরেই গড়াল রথের চাকা ৷

কোরোনা মোকাবিলায় আগেই ভক্তদের আনাগোনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিলিগুড়ি ইসকনের তরফে । এখনও সেই নিয়মই মেনে চলা হচ্ছে । সেক্ষেত্রে রথযাত্রা আয়োজনের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ মেনে চলল মন্দির কতৃপক্ষ । আজও খুলল না মন্দিরের সদর গেট ৷ স্বাভাবিকভাবেই রথের চাকা গড়াল না শিলিগুড়ি শহরের রাস্তায় । নিয়মরক্ষার্থে মন্দির চত্বরেই রথের দঁড়িতে টান দিলেন ইসকনের পূজারি ও আবাসিকরা ।

শিলিগুড়ি ইসকন সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে এবার জগন্নাথ দেবের মাসি বাড়ির দূরত্ব কমিয়ে আনা হয়েছে কয়েকগুণ ৷ অস্থায়ীভাবে মাসির মন্দির গড়ে তোলা হয়েছে জগন্নাথ মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ইস্কনের মূল মন্দিরে ।

শিলিগুড়ি ইসকনের তরফে রামকৃষ্ণ দাস বলেন, “সমস্ত রীতি মেনেই রথযাত্রার আয়োজন হয় । তবে সকলের কথা ভেবেই এইবার রথ মন্দির চত্বরের বাইরে বের করা হয়নি । ভক্তদের কথা মাথায় রেখে ভার্চুয়াল রথযাত্রার আয়োজন করা হয়েছিল ৷ ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বিষয়টি লাইভ করা হয় । আগামীতে উলটো রথেও একইভাবে রথযাত্রার অনুষ্ঠান পালন হবে।”

শিলিগুড়ি, 23 জুন : শিলিগুড়ি ইসকনের তরফে ভার্চুয়াল রথযাত্রার আয়োজন করা হল ৷ শিলিগুড়ি ইসকনের ফেসবুক পেজ থেকে রথযাত্রা উৎসবের সামগ্রিক অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হয় । ভক্তদের কাছে রথযাত্রার প্রত্যেক মুহূর্ত এইভাবেই পৌঁছে দিল মন্দির কর্তৃপক্ষ ।

কোরোনা মোকাবিলায় মন্দির চত্বরের গেট তালা বন্ধই থাকে ৷ আজও খোলেনি মন্দির । মন্দিরের ভিতরেই সম্পন্ন হল রথযাত্রা । প্রায় 50জন আবাসিকের উপস্থিতিতে মন্দির চত্বরেই গড়াল রথের চাকা ৷

কোরোনা মোকাবিলায় আগেই ভক্তদের আনাগোনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিলিগুড়ি ইসকনের তরফে । এখনও সেই নিয়মই মেনে চলা হচ্ছে । সেক্ষেত্রে রথযাত্রা আয়োজনের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ মেনে চলল মন্দির কতৃপক্ষ । আজও খুলল না মন্দিরের সদর গেট ৷ স্বাভাবিকভাবেই রথের চাকা গড়াল না শিলিগুড়ি শহরের রাস্তায় । নিয়মরক্ষার্থে মন্দির চত্বরেই রথের দঁড়িতে টান দিলেন ইসকনের পূজারি ও আবাসিকরা ।

শিলিগুড়ি ইসকন সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে এবার জগন্নাথ দেবের মাসি বাড়ির দূরত্ব কমিয়ে আনা হয়েছে কয়েকগুণ ৷ অস্থায়ীভাবে মাসির মন্দির গড়ে তোলা হয়েছে জগন্নাথ মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ইস্কনের মূল মন্দিরে ।

শিলিগুড়ি ইসকনের তরফে রামকৃষ্ণ দাস বলেন, “সমস্ত রীতি মেনেই রথযাত্রার আয়োজন হয় । তবে সকলের কথা ভেবেই এইবার রথ মন্দির চত্বরের বাইরে বের করা হয়নি । ভক্তদের কথা মাথায় রেখে ভার্চুয়াল রথযাত্রার আয়োজন করা হয়েছিল ৷ ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বিষয়টি লাইভ করা হয় । আগামীতে উলটো রথেও একইভাবে রথযাত্রার অনুষ্ঠান পালন হবে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.