শিলিগুড়ি, 8 সেপ্টেম্বর: ফের একবার রাজ্যের হাসপাতালগুলোর মধ্যে প্রথম স্থানের শিরোপা ছিনিয়ে নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল (Siliguri District Hospital)। কায়াকল্প প্রকল্প (Kayakalp Scheme) এবং পরিবেশ বান্ধব বিভাগে রাজ্যের সমস্ত হাসপাতালকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল । এর আগে আরও দু'বার ওই শিরোপা পেয়েছিল শিলিগুড়ি জেলা হাসপাতাল ।
মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে ফলাফলের তালিকা প্রকাশ করা হয় । আর ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, কায়াকল্প প্রকল্পের অধীনে রোগী পরিষেবা, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বায়ো মেডিক্যাল ওয়েস্ট, প্রশাসনিক কার্যকলাপ মিলিয়ে মোট আটটি বিভাগে প্রথম হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল ।
একইসঙ্গে কায়াকল্প প্রকল্পে যুগ্মভাবে প্রথম হয়েছে দক্ষিণ 24 পরগনার এমআর বাঙুর হাসপাতাল । দু'জনেরই প্রাপ্ত নম্বর 92.43 শতাংশ । দ্বিতীয়স্থানে 91.57 শতাংশ পেয়ে রয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতাল (Jalpaiguri District Hospital) ও তৃতীয়স্থানে 90.29 শতাংশ পেয়ে বীরভূমের সিউরি জেলা হাসপাতাল রয়েছে । পাশাপাশি পরিবেশ বান্ধব বিভাগের 78.56 শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও এমআর বাঙুর হাসপাতাল । ইতিমধ্যে কায়াকল্প প্রকল্পে প্রথম হওয়ায় 25 লক্ষ ও পরিবেশ বান্ধব হাসপাতাল হিসেবে 5 লক্ষ টাকা পুরস্কার পাবে হাসপাতাল । সেই টাকা হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন ও উন্নত রোগী পরিষেবার কাজে ব্যবহার করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে ।
হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, "আমরা খুব উচ্ছ্বসিত এই ফলাফলে । এই ফলাফলের কৃতিত্ব শুধু মাত্র কর্মীদের জন্য হয়েছে । এই নিয়ে তৃতীয়বার শেরার পুরস্কার পেল এই হাসপাতাল । প্রথম থেকেই সমস্ত কর্মী ও আধিকারিকরা পরিকল্পনামাফিক কাজ করছিল । এটা তাদের কাজেরই ফসল । পুরস্কারের টাকা দিয়ে রোগীদের জন্য উন্নত পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছি ।"
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসকের ঘাটতি অনেকটাই কমেছে । এখন সব বিভাগ মিলিয়ে 50 জন চিকিৎসক রয়েছে । আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসকের জন্য স্বাস্থ্য ভবনের কাছে আবেদন জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষর তরফে । রোগীদের স্বার্থে ইতিমধ্যে হাসপাতালের ল্যাবরেটরিতে দুটি শিফটে কাজ শুরু হয়েছে । এক্স রে, ইউএসজিতে রোগীদের তৎক্ষনাৎ চিকিৎসার স্বার্থে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেওয়া হয় । রিপোর্টের জন্য আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না রোগীদের । এছাড়াও ক্যানসার চিকিৎসা ও ডায়লেসিসেও নজির স্থাপন করেছে জেলা হাসপাতাল ।
আরও পড়ুন: শিলিগুড়িতে 24 ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত 24 জন, চিন্তিত স্বাস্থ্য দফতর
বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষর লক্ষ্য রোগীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফারের সংখ্যা কমানো । সেজন্য হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের থেকে উন্নত চিকিৎসার জন্য প্রস্তাব চাওয়া হয়েছে । প্রস্তাব পেলে সেইমতো কাজ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । গতবারের কায়াকল্প প্রকল্পের টাকায় সিসিইউ ও অবজারভেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল । তবে প্রাথমিকভাবে এবার অবজারভেশন ওয়ার্ডটিকে ঢেলে সাজিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালের ন্যায় করার লক্ষ্য রাখা হয়েছে (Siliguri District Hospital wins first prize in Kayakalp Scheme) ।