ETV Bharat / city

ক্ষমা চেয়ে মেইল, প্রেরক শিন চ্যান ! - Siliguri college

গতকাল রাতে ক্ষমা চেয়ে একটি ইমেইল আসে কলেজ কর্তৃপক্ষের অফিশিয়াল ইমেল আইডি-তে । তবে কোন মেল আইডি থেকে মেলটি এসেছে সে বিষয়ে খোলসা করে কিছুই জানাতে চায়নি কলেজ কর্তৃপক্ষ ৷

শিলিগুড়ি
শিলিগুড়ি
author img

By

Published : Sep 2, 2020, 7:58 PM IST

Updated : Sep 2, 2020, 9:43 PM IST

শিলিগুড়ি, 2 সেপ্টেম্বর : কলেজে ভরতির মেধাতালিকায় নাম উঠেছিল জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন, শিন চ্যানের ৷ সাইবার থানায় দায়ের হয় অভিযোগ ৷ এবার এল ক্ষমা চেয়ে মেইল ৷ আর প্রেরকের নাম শিন চ্যান ৷ কলেজের অফিশিয়াল মেইলে কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে মেল আসে ৷

সম্প্রতি শিলিগুড়ি কলেজের মেধাতালিকা প্রকাশ হয় ৷ সেই তালিকায় জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন, শিন চ্যানের নাম প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিভ্রাট ৷ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ । দায়ের করা হয় লিখিত অভিযোগ । এরপরই গতকাল রাতে একটি মেইল আসে কলেজ কর্তৃপক্ষের অফিশিয়াল মেইল আইডি-তে । তবে কোন মেল আইডি থেকে মেলটি এসেছে সে বিষয়ে খোলসা করে কিছুই জানাতে চায়নি কলেজ কর্তৃপক্ষ ৷

চিঠির প্রতিলিপিও সাইবার ক্রাইম থানায় জমা দেওয়া হয়েছে

শিলিগুড়ি কলেজের মেধাতালিকায় দেখা যায় ফিজিক্স অনার্স নিয়ে পড়াশুনো করতে চায় শিন চ্যান ৷ সেই সঙ্গে BCA, কম্পিউটার সায়েন্সের মেধাতালিকাতেও ওই দুই কার্টুন চরিত্রের নাম প্রকাশ পায় ৷ বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় মেধাতালিকা ৷ কলেজ কর্তৃপক্ষের অনুমান ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে ৷ তারপরেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ । এবার ক্ষমা চেয়ে মেইল আসার পর সেই চিঠির প্রতিলিপিও সাইবার ক্রাইম থানায় জমা দেওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর : এবার কার্টুন চরিত্র, শিলিগুড়ি কলেজের মেধা তালিকায় ডোরেমন আর শিন চ্যান

এবিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, "মেধাতালিকার ঘটনায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করা হয় সাইবার ক্রাইম থানায় । তারপর রাতেই কলেজের অফিশিয়াল ইমেইলে ক্ষমা চেয়ে একটি মেইল আসে ।" তিনি আরও বলেন, " এমন ঘটনা শিক্ষাঙ্গনে কাম্য নয় । এটা খুবই নিন্দনীয় ঘটনা । সাইবার ক্রাইম থানা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে । দোষীর উপযুক্ত শাস্তি যাতে হয় তা নিশ্চিত করা হবে ।"

শিলিগুড়ি, 2 সেপ্টেম্বর : কলেজে ভরতির মেধাতালিকায় নাম উঠেছিল জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন, শিন চ্যানের ৷ সাইবার থানায় দায়ের হয় অভিযোগ ৷ এবার এল ক্ষমা চেয়ে মেইল ৷ আর প্রেরকের নাম শিন চ্যান ৷ কলেজের অফিশিয়াল মেইলে কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে মেল আসে ৷

সম্প্রতি শিলিগুড়ি কলেজের মেধাতালিকা প্রকাশ হয় ৷ সেই তালিকায় জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন, শিন চ্যানের নাম প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিভ্রাট ৷ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ । দায়ের করা হয় লিখিত অভিযোগ । এরপরই গতকাল রাতে একটি মেইল আসে কলেজ কর্তৃপক্ষের অফিশিয়াল মেইল আইডি-তে । তবে কোন মেল আইডি থেকে মেলটি এসেছে সে বিষয়ে খোলসা করে কিছুই জানাতে চায়নি কলেজ কর্তৃপক্ষ ৷

চিঠির প্রতিলিপিও সাইবার ক্রাইম থানায় জমা দেওয়া হয়েছে

শিলিগুড়ি কলেজের মেধাতালিকায় দেখা যায় ফিজিক্স অনার্স নিয়ে পড়াশুনো করতে চায় শিন চ্যান ৷ সেই সঙ্গে BCA, কম্পিউটার সায়েন্সের মেধাতালিকাতেও ওই দুই কার্টুন চরিত্রের নাম প্রকাশ পায় ৷ বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় মেধাতালিকা ৷ কলেজ কর্তৃপক্ষের অনুমান ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে ৷ তারপরেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ । এবার ক্ষমা চেয়ে মেইল আসার পর সেই চিঠির প্রতিলিপিও সাইবার ক্রাইম থানায় জমা দেওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর : এবার কার্টুন চরিত্র, শিলিগুড়ি কলেজের মেধা তালিকায় ডোরেমন আর শিন চ্যান

এবিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, "মেধাতালিকার ঘটনায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করা হয় সাইবার ক্রাইম থানায় । তারপর রাতেই কলেজের অফিশিয়াল ইমেইলে ক্ষমা চেয়ে একটি মেইল আসে ।" তিনি আরও বলেন, " এমন ঘটনা শিক্ষাঙ্গনে কাম্য নয় । এটা খুবই নিন্দনীয় ঘটনা । সাইবার ক্রাইম থানা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে । দোষীর উপযুক্ত শাস্তি যাতে হয় তা নিশ্চিত করা হবে ।"

Last Updated : Sep 2, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.