শিলিগুড়ি, 24 জুন : করোনার ভ্যাকসিন না পাওয়ায় দিনভর বিক্ষোভ শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় । ভ্যাকসিনের দালাল চক্রের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । মহকুমা থেকে পৌর এলাকা ভ্যাকসিন না পেয়ে দিনভর বিক্ষোভ চলল সব জায়গায় । কোথাও পথ অবরোধ করে বিক্ষোভকারীরা । স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও ঘেরাও করা হয় । বাগডোগরায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে স্থানীয়রা ৷
বৃহস্পতিবার শিলিগুড়ির জেলা হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে দালাল চক্রের অভিযোগ উঠেছিল । অভিযোগ ওঠে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও কুপন পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ অথচ বেলায় এসে অনেকেই ভ্যাকসিনেশনের জন্য নাম লিখিয়ে কুপন পেয়ে যাচ্ছেন । সাধারণ মানুষের অভিযোগ সবটাই চলছে দালালদের মাধ্যমে । আজ সকাল থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে ভ্যাকসিন নিতে আসা মানুষজন ৷
আরও পড়ুন : ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার, অভিযোগ বিজেপি নেতার
অন্যদিকে, শিলিগুড়ি মহকুমার বাগডোগরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্যাকসিনেশন শিবিরের আয়োজন করা হয় । কিন্তু, সেখানেও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠেছে ৷ প্রতিবাদে আজ ক্ষুব্ধ এলাকাবাসী বাগডোগরায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ৷ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ৷ ঘটনায় এশিয়ান হাইওয়ের উপর ব্যাপক যানজট তৈরি হয় ৷ একইভাবে, শিলিগুড়ি পৌরনিগমের 5নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকা ৷ পৌরনিগমের 10নং পৌর স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ৷