ETV Bharat / city

এই 5টি রাজ্য থেকে ফিরলে শিলিগুড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিন বাধ্যতামূলক - returnees to stay in institutional quarantine

শিলিগুড়িতে আজ টাস্কফোর্স বৈঠক করেন জেলাশাসক । জেলায় ফেরত ব্যক্তিদের কীভাবে রাখা হবে বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয় । বৈঠকের পর এস পুনম বালম জানান, পাঁচটি রাজ্য থেকে কেউ এলে সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে থাকতে হবে । পরের সাতদিন বাড়িতে কোয়ারানটিন থাকা বাধ্যতামূলক । রাজ্যের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে । সেই নির্দেশ মেনেই চলা হচ্ছে ।

siliguri
siliguri
author img

By

Published : Jun 2, 2020, 3:14 PM IST

শিলিগুড়ি, 2জুন : দেশের পাঁচটি রাজ্য থেকে ফিরলেপ্রতিষ্ঠানিক কোয়ারানটিন বাধ্যতামূলক হল শিলিগুড়িতে । মূলত যে রাজ্যগুলিতে কোরোনাসংক্রমণ বেশি, সেইরাজ্যগুলির ক্ষেত্রেই এই নিয়ম করা হচ্ছে । গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং দিল্লি ফেরত ব্যক্তিরসাতদিনের প্রতিষ্ঠানিক কোয়ারানটিন বাধ্যতামূলক বলে জানালেন জেলাশাসক এস পুনম বালম।

শিলিগুড়িতে আজ টাস্কফোর্স বৈঠককরেন জেলাশাসক । জেলায় ফেরত ব্যক্তিদের কীভাবে রাখা হবে বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর এস পুনম বালম জানান, পাঁচটি রাজ্য থেকে কেউ এলে সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনেথাকতে হবে । পরের সাতদিন বাড়িতে কোয়ারানটিন থাকা বাধ্যতামূলক । রাজ্যের তরফে এইনির্দেশিকা দেওয়া হয়েছে । সেই নির্দেশ মেনেই চলা হচ্ছে ।

পাশাপাশি এস পুনম বালম বলেন, “কলকাতায় যেভাবে কয়েকটি নার্সিংহোমঅর্থের বিনিময়ে কোরোনা মোকাবিলায় চিকিৎসা পরিষেবা দিচ্ছে । সেইভাবে শিলিগুড়িতেকয়েকটি নার্সিংহোম চালু করার চেষ্টা হচ্ছে । আক্রান্ত ব্যক্তি সেই হাসপাতালগুলিতেভরতি থাকতে পারবেন ।জেলায় আরও70টিকোয়ারানটিন সেন্টার চালু করা হচ্ছে বলেও তিনি জানান ।

শিলিগুড়ি, 2জুন : দেশের পাঁচটি রাজ্য থেকে ফিরলেপ্রতিষ্ঠানিক কোয়ারানটিন বাধ্যতামূলক হল শিলিগুড়িতে । মূলত যে রাজ্যগুলিতে কোরোনাসংক্রমণ বেশি, সেইরাজ্যগুলির ক্ষেত্রেই এই নিয়ম করা হচ্ছে । গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং দিল্লি ফেরত ব্যক্তিরসাতদিনের প্রতিষ্ঠানিক কোয়ারানটিন বাধ্যতামূলক বলে জানালেন জেলাশাসক এস পুনম বালম।

শিলিগুড়িতে আজ টাস্কফোর্স বৈঠককরেন জেলাশাসক । জেলায় ফেরত ব্যক্তিদের কীভাবে রাখা হবে বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর এস পুনম বালম জানান, পাঁচটি রাজ্য থেকে কেউ এলে সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনেথাকতে হবে । পরের সাতদিন বাড়িতে কোয়ারানটিন থাকা বাধ্যতামূলক । রাজ্যের তরফে এইনির্দেশিকা দেওয়া হয়েছে । সেই নির্দেশ মেনেই চলা হচ্ছে ।

পাশাপাশি এস পুনম বালম বলেন, “কলকাতায় যেভাবে কয়েকটি নার্সিংহোমঅর্থের বিনিময়ে কোরোনা মোকাবিলায় চিকিৎসা পরিষেবা দিচ্ছে । সেইভাবে শিলিগুড়িতেকয়েকটি নার্সিংহোম চালু করার চেষ্টা হচ্ছে । আক্রান্ত ব্যক্তি সেই হাসপাতালগুলিতেভরতি থাকতে পারবেন ।জেলায় আরও70টিকোয়ারানটিন সেন্টার চালু করা হচ্ছে বলেও তিনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.