ETV Bharat / city

রেশন ইশু : শিলিগুড়িতে থানার ভিতরে থালা হাতে অবস্থান ধৃত BJP নেতা-কর্মীদের - ration

রেশন নিয়ে অনিয়মের অভিযোগে লকডাউনের মধ্যে শিলিগুড়িতে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাতে যান BJP নেতা-কর্মীরা । গ্রেপ্তার করা হয় BJP জেলা সভাপতিকে । থানার মধ্যেই থালা হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা ।

b
বিজেপি
author img

By

Published : May 5, 2020, 4:42 PM IST

শিলিগুড়ি, 5 মে: বহুবার রেশন নিয়ে অনিয়মের অভিযোগ এনেছেন বিরোধীরা । আজ BJP-র তরফে এই ইশুতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয় । তবে বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেয় পুলিশ । BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালসহ 10 জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনায় থানার মধ্যেই থালা হাতে অবস্থান বিক্ষোভ করেন BJP নেতারা ।

কোরোনা সংক্রমণ রোধে দেশের সর্বত্র জারি রয়েছে লকডাউন । খাদ্য সংকট মেটাতে সরকারের তরফে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে । এদিকে রাজ্যে রেশন বণ্টন নিয়ে অনিয়ম হচ্ছে বলে একাধিকবার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতারা । অভিযোগ, অনেক জায়গাতেই বরাদ্দকৃত রেশন পাচ্ছেন না অনেকে । রেশন বণ্টন নিয়ে কারচুপির অভিযোগ উঠছে ডিলারদের বিরুদ্ধে । অনেকের আবার ডিজিটাল রেশন কার্ড না থাকায় মিলছে না রেশন । এইসব ইশুতে শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভের ডাক দেয় BJP। খবর পেয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনের দিক ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ । এলাকায় নামার আগেই BJP নেতা-কর্মীদের গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ । এই পরিস্থিতিতে প্রধান নগর থানার ভিতরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন BJP নেতা-কর্মীরা । সংবাদ মাধ্যমের কর্মীদের থানায় ঢুকতেও বাধা দেওয়া হয় ।

জেলা BJP-র সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা কর্মসূচি করতে এসেছিলাম । নামার আগেই গ্রেপ্তার করা হয় । এই রাজ্যে রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে । লকডাউন মানা হচ্ছে না । কেন্দ্রীয় দলকে বাধা দেওয়া হচ্ছে । এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে । গ্রেপ্তারি অবস্থায় থানার ভিতরেই থালা নিয়ে অবস্থান চালাচ্ছি আমরা ।"

শিলিগুড়ি, 5 মে: বহুবার রেশন নিয়ে অনিয়মের অভিযোগ এনেছেন বিরোধীরা । আজ BJP-র তরফে এই ইশুতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয় । তবে বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেয় পুলিশ । BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালসহ 10 জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনায় থানার মধ্যেই থালা হাতে অবস্থান বিক্ষোভ করেন BJP নেতারা ।

কোরোনা সংক্রমণ রোধে দেশের সর্বত্র জারি রয়েছে লকডাউন । খাদ্য সংকট মেটাতে সরকারের তরফে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে । এদিকে রাজ্যে রেশন বণ্টন নিয়ে অনিয়ম হচ্ছে বলে একাধিকবার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতারা । অভিযোগ, অনেক জায়গাতেই বরাদ্দকৃত রেশন পাচ্ছেন না অনেকে । রেশন বণ্টন নিয়ে কারচুপির অভিযোগ উঠছে ডিলারদের বিরুদ্ধে । অনেকের আবার ডিজিটাল রেশন কার্ড না থাকায় মিলছে না রেশন । এইসব ইশুতে শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভের ডাক দেয় BJP। খবর পেয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনের দিক ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ । এলাকায় নামার আগেই BJP নেতা-কর্মীদের গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ । এই পরিস্থিতিতে প্রধান নগর থানার ভিতরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন BJP নেতা-কর্মীরা । সংবাদ মাধ্যমের কর্মীদের থানায় ঢুকতেও বাধা দেওয়া হয় ।

জেলা BJP-র সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা কর্মসূচি করতে এসেছিলাম । নামার আগেই গ্রেপ্তার করা হয় । এই রাজ্যে রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে । লকডাউন মানা হচ্ছে না । কেন্দ্রীয় দলকে বাধা দেওয়া হচ্ছে । এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে । গ্রেপ্তারি অবস্থায় থানার ভিতরেই থালা নিয়ে অবস্থান চালাচ্ছি আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.