শিলিগুড়ি,5 এপ্রিল: শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়ে রেলকর্মীর মৃত্যু । এই ঘটনার পর এবার আইসোলেশনে যেতে পারেন একাধিক রেলকর্মী। ভারতীয় রেলের তরফে জরুরি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে । শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা ওই রেলকর্মী কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
তিনি যে এলাকায় ছিলেন সেই এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি গত কয়েক দিনে যেখানে ওই কর্মী কর্মরত ছিলেন সেখানে কারা তাঁর সংস্পর্শে এসেছেন তা দ্রুত চিহ্নিত করে সেই কর্মীদের আইসোলেশনে পাঠানো হবে।
উত্তর-পুর্ব সীমান্ত রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রেলের চিকিৎসকদের নির্দেশে এই সিদ্ধান্ত অতি দ্রুত বাস্তবায়িত করতে NJP-তে সংশ্লিষ্ট রেলের অফিসে নির্দেশিকা দেওয়া হয়েছে।