ETV Bharat / city

Siliguri TMC Joining : শিলিগুড়িতে বিজেপির ভাঙন, তৃণমূলে যোগ কর্মী-সহ একাধিক নেতার

author img

By

Published : Oct 30, 2021, 3:47 PM IST

শিলিগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা ৷ তাঁদের সঙ্গী হয়েছেন অন্তত হাজার কর্মী ৷ শনিবার তৃণমূলের কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ৷

prominent leaders from BJP join TMC in Siliguri
Siliguri TMC Joining : শিলিগুড়িতে বিজেপির ভাঙন, তৃণমূলে যোগ শীর্ষ নেতাদের

শিলিগুড়ি, 30 অক্টোবর : শিলিগুড়িতে এবার ভাঙন ধরল গেরুয়া শিবিরে ৷ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক প্রথম সারির নেতা ৷ ঘটনায় চিন্তা বাড়ছে বিজেপির ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানেই তৃণমূলে যোগ দেন দীনদয়াল সিং, জয়দীপ নন্দী, রাজু ঘোষ, নন্দপ্রসাদ রায় প্রমুখ ৷ এঁদের মধ্যে দীনদয়াল বিজেপি কিষাণ মোর্চার দার্জিলিং জেলা সভাপতি ছিলেন ৷ শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি পদে ছিলেন জয়দীপ নন্দী ৷ এঁদের সঙ্গে প্রায় এক হাজার সাধারণ কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের ৷

আরও পড়ুন : Price Hike : প্রতীকী প্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে গণধোলাই !

এদিনের দলবদলের কর্মসূচিতে উপস্থিত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ অন্যরা ৷ পাপিয়া বলেন, ‘‘রাজ্য নেতৃত্বর নির্দেশে এবং দলের স্থানীয় নেতা, কর্মীদের সঙ্গে একাধিকবার আলোচনার পরই এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছে ৷ আগামী দিনে আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাব ৷’’

জয়দীপ নন্দী এবং রাজু ঘোষের তৃণমূলে যোগ দেওয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল ৷ এর আগে, এনজেপি এলাকার রাশ হাতছাড়া হয়ে যাওয়ায় দলীয় কোন্দলের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়দীপ নন্দী ৷ পরে তাঁকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় ৷ সেই পদে ইস্তফা দিয়ে শনিবার পুরনো দলে ফেরেন জয়দীপ ৷ এদিন তিনি বলেন, ‘‘দু’বছর বিজেপিতে থেকেছি ৷ কিন্তু সেখানকার কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারিনি ৷ কারণ আগে থেকেই আমি তৃণমূল ঘরানার রাজনীতিক ৷’’

শিলিগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক প্রথম সারির নেতা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ার ঘোষণা মমতার

অন্যদিকে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে সংঘাতের জেরেই দল ছাড়েন রাজু ঘোষ ৷ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাজু ঘোষ দু’জনেই শহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ এতদিন রাজুর হাতেই ছিল সংগঠন পরিচালনার দায়িত্ব ৷ কিন্তু, বিধানসভা ভোটের পর থেকেই সেই রাশ নিজের হাতে নেন শঙ্কর ৷ আর তা থেকেই বিবাদের সূত্রপাত ৷ বিধায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে দল ছাড়েন রাজু ৷

শিলিগুড়ি, 30 অক্টোবর : শিলিগুড়িতে এবার ভাঙন ধরল গেরুয়া শিবিরে ৷ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক প্রথম সারির নেতা ৷ ঘটনায় চিন্তা বাড়ছে বিজেপির ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানেই তৃণমূলে যোগ দেন দীনদয়াল সিং, জয়দীপ নন্দী, রাজু ঘোষ, নন্দপ্রসাদ রায় প্রমুখ ৷ এঁদের মধ্যে দীনদয়াল বিজেপি কিষাণ মোর্চার দার্জিলিং জেলা সভাপতি ছিলেন ৷ শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি পদে ছিলেন জয়দীপ নন্দী ৷ এঁদের সঙ্গে প্রায় এক হাজার সাধারণ কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের ৷

আরও পড়ুন : Price Hike : প্রতীকী প্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে গণধোলাই !

এদিনের দলবদলের কর্মসূচিতে উপস্থিত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ অন্যরা ৷ পাপিয়া বলেন, ‘‘রাজ্য নেতৃত্বর নির্দেশে এবং দলের স্থানীয় নেতা, কর্মীদের সঙ্গে একাধিকবার আলোচনার পরই এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছে ৷ আগামী দিনে আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাব ৷’’

জয়দীপ নন্দী এবং রাজু ঘোষের তৃণমূলে যোগ দেওয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল ৷ এর আগে, এনজেপি এলাকার রাশ হাতছাড়া হয়ে যাওয়ায় দলীয় কোন্দলের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়দীপ নন্দী ৷ পরে তাঁকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় ৷ সেই পদে ইস্তফা দিয়ে শনিবার পুরনো দলে ফেরেন জয়দীপ ৷ এদিন তিনি বলেন, ‘‘দু’বছর বিজেপিতে থেকেছি ৷ কিন্তু সেখানকার কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারিনি ৷ কারণ আগে থেকেই আমি তৃণমূল ঘরানার রাজনীতিক ৷’’

শিলিগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক প্রথম সারির নেতা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ার ঘোষণা মমতার

অন্যদিকে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে সংঘাতের জেরেই দল ছাড়েন রাজু ঘোষ ৷ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাজু ঘোষ দু’জনেই শহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ এতদিন রাজুর হাতেই ছিল সংগঠন পরিচালনার দায়িত্ব ৷ কিন্তু, বিধানসভা ভোটের পর থেকেই সেই রাশ নিজের হাতে নেন শঙ্কর ৷ আর তা থেকেই বিবাদের সূত্রপাত ৷ বিধায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে দল ছাড়েন রাজু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.