ETV Bharat / city

শিলিগুড়িতে চালু হচ্ছে বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিনিয়োগ হবে 200 কোটি - বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক

শিলিগুড়িতে 200 কোটি বিনিয়োগে চালু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ।

industrial park
বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক
author img

By

Published : Feb 8, 2020, 11:55 PM IST

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : সরকারি শিল্প তালুকের পাশাপাশি শিলিগুড়িতে ফুলবাড়ি এলাকায় চালু হচ্ছে বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক । বিনিয়োগ হবে দুশো কোটি টাকা । 32 একর জমিতে তৈরি হয়েছে এই পার্ক । এখানে তৈরি হবে 72টি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প ।


শিলিগুড়িতে ফুলবাড়ি এলাকায় গড়ে উঠেছে বেসরকারি শিল্পতালুক । আগামী দুই মাসের মধ্যে একাধিক ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের কারখানা তৈরির কাজ শুরু হবে । বেসরকারি শিল্পতালুকের পক্ষে ডিরেক্টর মোহন দেবনাথ বলেন, "সরকারি শিল্প তালুকে জমির রূপান্তর সহ প্রতিটা ক্ষেত্রেই নানা সমস্যা থাকে । এই সমস্যা দূর করতে দীর্ঘ সময় লাগে । এই শিল্পতালুকে জমি যেহেতু বেসরকারি তাই জটিলতা কম । সেই কারণেই রাজ্যের অনুমোদন নিয়ে এই শিল্পতালুক আমরা তৈরি করেছি ।"

আগামী এপ্রিল থেকেই এখানে কাজ শুরু হবে । স্থান পাবে 72টি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র এবং মাঝারি কারখানা । তিনি আরও জানান, সব মিলিয়ে এখানে বিনিয়োগ হবে দুশো কোটি টাকা । ইতিমধ্যেই অনেকেই এখানে জমি চেয়ে আবেদন করেছেন । কয়েকটি কারখানা তাঁদের নির্মাণকাজ শুরুও করেছে। বেসরকারি শিল্পতালুকের ডিরেক্টর রতন বিহানি বলেন, "নিজস্ব জমিতে এই শিল্পতালুক গড়তে চাইলে রাজ্য সরকার অনুমোদন দেয় । আমরা তাই জমি ও দশ কোটি টাকা বিনিয়োগ করে এটি তৈরি করেছি । এখানে জল, বিদ্যুৎ, ফায়ার স্টেশন ইত্যাদি থাকছে । ব্যক্তিগত উদ্যোগে কারখানা করতে গেলে এসবে বিপুল টাকা ব্যয় করতে হয় । এখানে সব তৈরি থাকায় সহজেই তার সুবিধা মিলবে ।" এখানে কর্মসংস্থান হবে তিন হাজার মানুষের ।

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : সরকারি শিল্প তালুকের পাশাপাশি শিলিগুড়িতে ফুলবাড়ি এলাকায় চালু হচ্ছে বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক । বিনিয়োগ হবে দুশো কোটি টাকা । 32 একর জমিতে তৈরি হয়েছে এই পার্ক । এখানে তৈরি হবে 72টি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প ।


শিলিগুড়িতে ফুলবাড়ি এলাকায় গড়ে উঠেছে বেসরকারি শিল্পতালুক । আগামী দুই মাসের মধ্যে একাধিক ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের কারখানা তৈরির কাজ শুরু হবে । বেসরকারি শিল্পতালুকের পক্ষে ডিরেক্টর মোহন দেবনাথ বলেন, "সরকারি শিল্প তালুকে জমির রূপান্তর সহ প্রতিটা ক্ষেত্রেই নানা সমস্যা থাকে । এই সমস্যা দূর করতে দীর্ঘ সময় লাগে । এই শিল্পতালুকে জমি যেহেতু বেসরকারি তাই জটিলতা কম । সেই কারণেই রাজ্যের অনুমোদন নিয়ে এই শিল্পতালুক আমরা তৈরি করেছি ।"

আগামী এপ্রিল থেকেই এখানে কাজ শুরু হবে । স্থান পাবে 72টি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র এবং মাঝারি কারখানা । তিনি আরও জানান, সব মিলিয়ে এখানে বিনিয়োগ হবে দুশো কোটি টাকা । ইতিমধ্যেই অনেকেই এখানে জমি চেয়ে আবেদন করেছেন । কয়েকটি কারখানা তাঁদের নির্মাণকাজ শুরুও করেছে। বেসরকারি শিল্পতালুকের ডিরেক্টর রতন বিহানি বলেন, "নিজস্ব জমিতে এই শিল্পতালুক গড়তে চাইলে রাজ্য সরকার অনুমোদন দেয় । আমরা তাই জমি ও দশ কোটি টাকা বিনিয়োগ করে এটি তৈরি করেছি । এখানে জল, বিদ্যুৎ, ফায়ার স্টেশন ইত্যাদি থাকছে । ব্যক্তিগত উদ্যোগে কারখানা করতে গেলে এসবে বিপুল টাকা ব্যয় করতে হয় । এখানে সব তৈরি থাকায় সহজেই তার সুবিধা মিলবে ।" এখানে কর্মসংস্থান হবে তিন হাজার মানুষের ।

Intro:সরকারি শিল্প তালুকের পাশাপাশি শিলিগুড়িতে ফুলবাড়ি এলাকায় চালু হচ্ছে বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বিনিয়োগ হবে দুশো কোটি টাকা। 32 একর জমিতে তৈরী হযেছে এটি। এখানে জমি পাবে 72টি ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প।


Body:শিলিগুড়িতে ফুলবাড়ি এলাকায় গড়ে উঠেছে বেসরকারি শিল্প তালুক। আগামী দুই মাসের মধ্যে এখানে কাজ শুরু করবে একাধিক ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি কারখানা। বেসরকারি শিল্প তালুকের তরফে ডিরেক্টর মোহন দেবনাথ বলেন সরকারী শিল্প তালুকে জমির রূপান্তর সহ প্রতিটা ক্ষেত্রেই নানা সমস্যা থাকে। যা কাটাতে দীর্ঘ সময় লাগে। বেসরকারি এই শিল্প তালুকে জমি যেহেতু বেসরকারি তাই জটিলতা কম। সেই কারণেই রাজ্যের অনুমোদন নিয়ে এই শিল্প তালুক আমরা তৈরি করেছি। আগামী এপ্রিল থেকেই এখানে কাজ শুরু হবে। স্থান পাবে 72টি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র এবং মাঝারি কারখানা। তিনি আরো জানান, সব মিলিয়ে এখানে বিনিয়োগ হবে দুশো কোটি টাকা। ইতিমধ্যেই আগ্রহী অনেকেই এখানে জমি চেয়ে আবেদন করেছেন। কয়েকটি কারখানা তাদের নির্মাণ কাজ শুরুও করেছে। বেসরকারি শিল্প তালুকের ডিরেক্টর রতন বিহানি বলেন নিজস্ব জমিতে এই শিল্প তালুক গড়তে চাইলে রাজ্য সরকার অনুমোদন দেয়। আমরা তাই জমি ও দশ কোটি টাকা বিনিয়োগ করে এটি তৈরি করেছি। এখানে জল, বিদ্যুৎ, ফায়ার স্টেশন ইত্যাদি থাকছে। ব্যক্তিগত উদ্যোগে কারখানা করতে গেলে এসবে বিপুল টাকা ব্যয় করতে হয়। এখানে সব তৈরি থাকায় সহজেই তার সুবিধা মিলবে। কাজ পাবেন তিন হাজার মানুষ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.